ETV Bharat / bharat

কোরোনা আতঙ্ক : ট্রেনের বাতানুকূল কামরায় আর মিলবে না কম্বল - Central Railway

এবার থেকে ট্রেনের বাতানুকূল কামরায় আর মিলবে না কম্বল ৷ থাকবে না পরদাও ৷ বাড়তে থাকা কোরোনা আতঙ্কের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল মধ্য ও পশ্চিম রেলওয়ে ৷

Coronavirus
ছবি
author img

By

Published : Mar 15, 2020, 3:23 PM IST

Updated : Mar 15, 2020, 4:01 PM IST

দিল্লি, 15 মার্চ : কোরোনা মোকাবিলায় ইতিমধ্যে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ এবার কোরোনা আটকাতে বাতানুকূল কামরায় পরদা ও কম্বল দেওয়া বন্ধ করল মধ্য ও পশ্চিম রেলওয়ে ৷ ভারতীয় রেলের তরফে গতকালই এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে ৷

ভারতীয় রেলের তরফে বলা হয়েছে, বিছানার চাদর, টাওয়াল, বালিশের কভার রোজদিন পরিষ্কার হলেও রেলের ওই পরদা ও কম্বলগুলি নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না ৷ এই কারণেই এই সংকটকালীন পরিস্থিতিতে ওইগুলি দেওয়া বন্ধ করা হয়েছে ৷ কোরোনার মোকাবিলায় তাই আগামী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে ৷

সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিম রেলের মুখপাত্র গজানন মহতপুরকার জানিয়েছেন, " যাত্রীরা চাইলে নিজেদের কম্বল নিজেরা নিয়ে আসতে পারেন ৷ তবে অতিরিক্ত কিছু বালিশের চাদর দেওয়া হবে রেলের তরফে ৷"

পাশাপাশি, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনের পুরো কামরাগুলিকে জীবাণুমুক্ত করার চেষ্টা করা হবে ৷ কোরোনার সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে শুরু করেছে কেন্দ্র ৷ বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সীমান্ত যোগাযোগও ৷ এদিকে আজ বিকেল পাঁচটায় কোরোনা মোকাবিলা নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারতসহ অন্যান্য SAARC সদস্য দেশগুলি ৷

দিল্লি, 15 মার্চ : কোরোনা মোকাবিলায় ইতিমধ্যে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ এবার কোরোনা আটকাতে বাতানুকূল কামরায় পরদা ও কম্বল দেওয়া বন্ধ করল মধ্য ও পশ্চিম রেলওয়ে ৷ ভারতীয় রেলের তরফে গতকালই এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে ৷

ভারতীয় রেলের তরফে বলা হয়েছে, বিছানার চাদর, টাওয়াল, বালিশের কভার রোজদিন পরিষ্কার হলেও রেলের ওই পরদা ও কম্বলগুলি নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না ৷ এই কারণেই এই সংকটকালীন পরিস্থিতিতে ওইগুলি দেওয়া বন্ধ করা হয়েছে ৷ কোরোনার মোকাবিলায় তাই আগামী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে ৷

সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিম রেলের মুখপাত্র গজানন মহতপুরকার জানিয়েছেন, " যাত্রীরা চাইলে নিজেদের কম্বল নিজেরা নিয়ে আসতে পারেন ৷ তবে অতিরিক্ত কিছু বালিশের চাদর দেওয়া হবে রেলের তরফে ৷"

পাশাপাশি, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেনের পুরো কামরাগুলিকে জীবাণুমুক্ত করার চেষ্টা করা হবে ৷ কোরোনার সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিতে শুরু করেছে কেন্দ্র ৷ বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সীমান্ত যোগাযোগও ৷ এদিকে আজ বিকেল পাঁচটায় কোরোনা মোকাবিলা নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারতসহ অন্যান্য SAARC সদস্য দেশগুলি ৷

Last Updated : Mar 15, 2020, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.