দিল্লি, 12 অক্টোবর : কোরোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোগী অর্থমন্ত্রক । রাজ্যগুলির জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । 12 হাজার কোটি টাকার মূলধন ব্যয়ের জন্য রাজ্যগুলি 50 বছরের জন্য ঋণ নিলে কোনও সুদ লাগবে না । 15 তম অর্থ কমিশন অনুসারে, উত্তর-পূর্বের আটটি রাজ্যের মধ্যে প্রতিটি রাজ্য 200 কোটি টাকার ঋণ পাবে । উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশের জন্য রাজ্যপিছু ঋণের পরিমাণ 450 কোটি টাকা । বাকি রাজ্যগুলির জন্য সবমিলিয়ে 7 হাজার 500 কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছে ।
দেশের অর্থনীতি সংক্রান্ত এক সাংবাদিক বৈঠকে আজ নির্মলা সীতারমন জানিয়েছেন, "আমরা রাজ্যগুলিকে 12 হাজার কোটি টাকা মূলধন ব্যয়ের জন্য 50 বছরের জন্য বিশেষ সুদ-মুক্ত ঋণ দিচ্ছি ।"
তিনি আরও জানান, "এই বিশেষ সুদমুক্ত ঋণ ব্যবস্থায় প্রথম অংশটি রয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলি, উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশের জন্য । প্রথম অংশের মোট আর্থিক পরিমাণ 2 হাজার 500 কোটি টাকা । এর মধ্যে উত্তরপূর্বের রাজ্যগুলির জন্য রয়েছে 1 হাজার 600 কোটি টাকা । উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশের জন্য 900 কোটি টাকা । দ্বিতীয় অংশে রয়েছে বাকি রাজ্যগুলি । সেক্ষেত্রে মোট আর্থিক পরিমাণ 7 হাজার 500 কোটি টাকা ।"
ঋণের তৃতীয় অংশে রয়েছে 2 হাজার কোটি টাকা । এই টাকা সব রাজ্যের জন্য নয় । আত্মনির্ভর রাজস্ব ঘাটতি প্যাকেজের চারটি বিষয়ের মধ্যে যে রাজ্যগুলি কমপক্ষে তিনটি বিষয় পূরণ করতে পারবে, সেই রাজ্যগুলিকে দেওয়া হবে এই টাকা ।
আরও পড়ুন : লকডাউনে রাজ্যের 4 হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি
সুদমুক্ত ঋণ ব্যবস্থার প্রথম ও দ্বিতীয় অংশের টাকা রাজ্যগুলিকে 2021 সালের 31 মার্চের মধ্যে ব্যয় করতে হবে । ঋণের 50 শতাংশ টাকা প্রথমে দেওয়া হবে । ওই টাকা কতটা ব্যবহার করা হচ্ছে, তার উপর নির্ভর করে বাকি 50 শতাংশ টাকা দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ।
এই ঋণের টাকা পুরোপুরি নতুন বা বর্তমানে চালু মূলধনভিত্তিক প্রকল্পগুলিতে ব্যয় করতে হবে । নির্মলা সীতারমন আরও বলেন, রাজ্যগুলি ঠিকাদার এবং সরবরাহকারীদের বিলও এই ঋণের টাকা থেকে মেটাতে পারে । তবে ঋণের সমস্ত টাকা 2021 সালের 31 মার্চের আগে মেটাতে হবে ।
বিশেষ এই সুদ-বিহীন ঋণের টাকার পরিমাণ রাজ্যগুলির সর্বোচ্চ পরিমাণ ঋণ নেওয়ার সীমার থেকেও বেশি । 50 বছর পর একবারে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে রাজ্যগুলিকে ।
আরও পড়ুন : 10 হাজার অগ্রিম, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পুজো উপহার নির্মলার
এসবের পাশাপাশি, নির্মলা সীতারমন কেন্দ্রীয় সরকার কর্তৃক 25 হাজার কোটি টাকার অতিরিক্ত মূলধন ব্যয়ের কথাও ঘোষণা করেন । বাজেটে ঘোষিত 4.13 লাখ কোটি টাকার সঙ্গে অতিরিক্ত হিসেবে এই টাকা যোগ করা হবে । এই অতিরিক্ত অর্থ সড়ক, প্রতিরক্ষাব্যবস্থা, জল সরবরাহ এবং নগরোন্নয়নের কাজে ব্যয় করা হবে বলে জানান তিনি ।