দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেট পেশ করতে গিয়ে পড়লেন একাধিক কবিতা ৷ ভাষণ দিয়ে রেকর্ডও গড়লেন ৷ প্রায় 2 ঘণ্টা 41 মিনিট ৷ এর আগে এতক্ষণ ধরে নাকি কোনও অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা রাখেননি ৷ কিন্তু, তারপরও বাজেট ভাষণ শেষ করতে পারলেন না নির্মলা সীতারমন ৷ প্রায় দুই পাতা পড়া বাকি রেখেই বাজেট ভাষণ শেষ করেন তিনি ৷ ফলে আজকের বাজেট পেশ বেশ ঘটনাবহুল তা বলা যেতেই পারে ৷
বাজেট পেশ করতে গিয়ে একাধিক কবিতা পড়লেন নির্মলা ৷ এর আগেও বাজেট পেশের সময় অনেকেই কবিতা পাঠ বা মহাপুরুষদের বাণীর উল্লেখ করেছেন ৷ পি চিদম্বরম থেকে শুরু করে অরুণ জেটলি, রয়েছেন সেই তালিকায় ৷ সেই ট্রাডিশনেই বাজেট পেশ করলেন বর্তমান অর্থমন্ত্রী ৷
টানা আড়াই ঘণ্টা বাজেট পড়ার পর সামান্য অসুস্থ বোধ করেন নির্মলা ৷ বার বার রুমাল দিয়ে মুখ মুছতে দেখা যায় তাঁকে৷ মাঝে এক গ্লাস জল খেয়ে ফের শুরু করেন বক্তৃতা৷ কয়েক মিনিটের ব্যবধানে ফের জল পান৷ এরপর সংসদ সদস্যদের দেওয়া চকোলেট খেয়ে আবার মনোনিবেশ করেন বাজেট পাঠ ৷ তবে বেশিক্ষণ পড়তে পারেননি ৷ কয়েক মুহূর্তের মধ্যে আবারও অসুস্থতা বোধ করেন তিনি৷ অবশেষে 2 ঘণ্টা 41 মিনিটে 2 পাতা বাকি থাকতেই বাজেট বক্তৃতা শেষ করেন৷
এবারে বাজেটে পেশের সময় নিজের রেকর্ড নিজেই ভাঙেন নির্মলা৷ গত বছর 2019-20 অর্থবর্ষের বাজেট পেশের জন্য সময় নিয়েছিলেন 2 ঘণ্টা 17 মিনিট৷ এবার 2 ঘণ্টা 41 মিনিট৷
2014 সালে প্রায় 2.30 ঘণ্টার বাজেট পেশ করে রেকর্ড গড়েন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ বাজেট ভাষণের মাঝে মাত্র 5 মিনিটের বিরতি নিয়েছিলেন তিনি ৷ তবে সবাইকে ছাপিয়ে আজ দীর্ঘ বাজেট পেশ করে রেকর্ড গড়েন নির্মলা ৷