ETV Bharat / bharat

পড়লেন কবিতা, খেলেন চকোলেট ; দীর্ঘতম বাজেটের রেকর্ড নির্মলার - 2020-21 অর্থবর্ষে নির্মলা সীতারমনের বাজেট পেশ

বাজেট পেশ করতে গিয়ে পড়লেন একাধিক কবিতা ৷ ভাষণ দিয়ে রেকর্ডও গড়লেন ৷ প্রায় 2 ঘণ্টা 41 মিনিট ৷ এর আগে এতক্ষণ ধরে নাকি কোনও অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা রাখেননি ৷ কিন্তু, তারপরও বাজেট ভাষণ শেষ করতে পারলেন না নির্মলা সীতারমন ৷ প্রায় দুই পাতা পড়া বাকি রেখেই বাজেট ভাষণ শেষ করেন তিনি ৷ ফলে আজকের বাজেট পেশ বেশ ঘটনাবহুল তা বলা যেতেই পারে ৷

nirmala sitharaman
নির্মলা সীতারমন
author img

By

Published : Feb 1, 2020, 11:33 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেট পেশ করতে গিয়ে পড়লেন একাধিক কবিতা ৷ ভাষণ দিয়ে রেকর্ডও গড়লেন ৷ প্রায় 2 ঘণ্টা 41 মিনিট ৷ এর আগে এতক্ষণ ধরে নাকি কোনও অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা রাখেননি ৷ কিন্তু, তারপরও বাজেট ভাষণ শেষ করতে পারলেন না নির্মলা সীতারমন ৷ প্রায় দুই পাতা পড়া বাকি রেখেই বাজেট ভাষণ শেষ করেন তিনি ৷ ফলে আজকের বাজেট পেশ বেশ ঘটনাবহুল তা বলা যেতেই পারে ৷

বাজেট পেশ করতে গিয়ে একাধিক কবিতা পড়লেন নির্মলা ৷ এর আগেও বাজেট পেশের সময় অনেকেই কবিতা পাঠ বা মহাপুরুষদের বাণীর উল্লেখ করেছেন ৷ পি চিদম্বরম থেকে শুরু করে অরুণ জেটলি, রয়েছেন সেই তালিকায় ৷ সেই ট্রাডিশনেই বাজেট পেশ করলেন বর্তমান অর্থমন্ত্রী ৷

টানা আড়াই ঘণ্টা বাজেট পড়ার পর সামান্য অসুস্থ বোধ করেন নির্মলা ৷ বার বার রুমাল দিয়ে মুখ মুছতে দেখা যায় তাঁকে৷ মাঝে এক গ্লাস জল খেয়ে ফের শুরু করেন বক্তৃতা৷ কয়েক মিনিটের ব্যবধানে ফের জল পান৷ এরপর সংসদ সদস্যদের দেওয়া চকোলেট খেয়ে আবার মনোনিবেশ করেন বাজেট পাঠ ৷ তবে বেশিক্ষণ পড়তে পারেননি ৷ কয়েক মুহূর্তের মধ্যে আবারও অসুস্থতা বোধ করেন তিনি৷ অবশেষে 2 ঘণ্টা 41 মিনিটে 2 পাতা বাকি থাকতেই বাজেট বক্তৃতা শেষ করেন৷
এবারে বাজেটে পেশের সময় নিজের রেকর্ড নিজেই ভাঙেন নির্মলা৷ গত বছর 2019-20 অর্থবর্ষের বাজেট পেশের জন্য সময় নিয়েছিলেন 2 ঘণ্টা 17 মিনিট৷ এবার 2 ঘণ্টা 41 মিনিট৷

2014 সালে প্রায় 2.30 ঘণ্টার বাজেট পেশ করে রেকর্ড গড়েন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ বাজেট ভাষণের মাঝে মাত্র 5 মিনিটের বিরতি নিয়েছিলেন তিনি ৷ তবে সবাইকে ছাপিয়ে আজ দীর্ঘ বাজেট পেশ করে রেকর্ড গড়েন নির্মলা ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেট পেশ করতে গিয়ে পড়লেন একাধিক কবিতা ৷ ভাষণ দিয়ে রেকর্ডও গড়লেন ৷ প্রায় 2 ঘণ্টা 41 মিনিট ৷ এর আগে এতক্ষণ ধরে নাকি কোনও অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা রাখেননি ৷ কিন্তু, তারপরও বাজেট ভাষণ শেষ করতে পারলেন না নির্মলা সীতারমন ৷ প্রায় দুই পাতা পড়া বাকি রেখেই বাজেট ভাষণ শেষ করেন তিনি ৷ ফলে আজকের বাজেট পেশ বেশ ঘটনাবহুল তা বলা যেতেই পারে ৷

বাজেট পেশ করতে গিয়ে একাধিক কবিতা পড়লেন নির্মলা ৷ এর আগেও বাজেট পেশের সময় অনেকেই কবিতা পাঠ বা মহাপুরুষদের বাণীর উল্লেখ করেছেন ৷ পি চিদম্বরম থেকে শুরু করে অরুণ জেটলি, রয়েছেন সেই তালিকায় ৷ সেই ট্রাডিশনেই বাজেট পেশ করলেন বর্তমান অর্থমন্ত্রী ৷

টানা আড়াই ঘণ্টা বাজেট পড়ার পর সামান্য অসুস্থ বোধ করেন নির্মলা ৷ বার বার রুমাল দিয়ে মুখ মুছতে দেখা যায় তাঁকে৷ মাঝে এক গ্লাস জল খেয়ে ফের শুরু করেন বক্তৃতা৷ কয়েক মিনিটের ব্যবধানে ফের জল পান৷ এরপর সংসদ সদস্যদের দেওয়া চকোলেট খেয়ে আবার মনোনিবেশ করেন বাজেট পাঠ ৷ তবে বেশিক্ষণ পড়তে পারেননি ৷ কয়েক মুহূর্তের মধ্যে আবারও অসুস্থতা বোধ করেন তিনি৷ অবশেষে 2 ঘণ্টা 41 মিনিটে 2 পাতা বাকি থাকতেই বাজেট বক্তৃতা শেষ করেন৷
এবারে বাজেটে পেশের সময় নিজের রেকর্ড নিজেই ভাঙেন নির্মলা৷ গত বছর 2019-20 অর্থবর্ষের বাজেট পেশের জন্য সময় নিয়েছিলেন 2 ঘণ্টা 17 মিনিট৷ এবার 2 ঘণ্টা 41 মিনিট৷

2014 সালে প্রায় 2.30 ঘণ্টার বাজেট পেশ করে রেকর্ড গড়েন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ বাজেট ভাষণের মাঝে মাত্র 5 মিনিটের বিরতি নিয়েছিলেন তিনি ৷ তবে সবাইকে ছাপিয়ে আজ দীর্ঘ বাজেট পেশ করে রেকর্ড গড়েন নির্মলা ৷

New Delhi, Feb 01 (ANI): Union Revenue Secretary, Ajay Bhushan Pandey informed that Indians who are not paying taxes abroad will have to pay taxes in India."Some people are residents of no country. They may be staying in different countries for certain number of days. So if any Indian citizen is not a resident of any country in the world, he'll be deemed to be a resident of India and his worldwide income will be taxed," said the Union Revenue Secretary. He made this statement while addressing a press conference after the Union Budget was tabled in the Parliament.



For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.