দিল্লি, 15মে : আজ তৃতীয় দফার সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । আত্মনির্ভর ভারত অভিযান পদক্ষেপের বিস্তারিত বিবরণ দিতে রবিবার পর্যন্ত সাংবাদিক বৈঠক করবেন তিনি । ইতিমধ্যেই গত দুইদিন বৈঠক করেছেন । যেখানে 20 লাখ কোটি আর্থিক প্যাকেজে কেন্দ্রের একাধিক পদক্ষেপের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী । এখন তৃতীয় দফার বৈঠকে কী বলেন অর্থমন্ত্রী, স্বস্তির নিঃশ্বাস কি ফেলতে পারবে মধ্যবিত্ত , তারই অপেক্ষায় রয়েছে দেশ । আজ বিকেল চারটেয় সাংবাদিক বৈঠকে আবার আলোচনায় নির্মলা ।
লকডাউনের কারণে প্রায় ধরাশায়ী দেশের আর্থিক পরিকাঠামো । বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে । বারবার অভিযোগ উঠেছে, দেশের পরিযায়ী ও খেটে খাওয়া নিম্নবিত্তের কথা ভাবেননি প্রধানমন্ত্রী । এইদিকে একাধিক সমীক্ষায় উঠে এসেছে তথ্য । বাড়বে বেকারত্ব । অচলঅবস্থা দেশের কর্মসংস্থানগুলিতেও । এই সংকট ও সমালোচনার মধ্যেই আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী । 12 মে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আত্মনির্ভর ভারত গড়ার কথা বলেন । ঘোষণা করেন, 20 লাখ কোটির আর্থিক প্যাকেজের । অর্থমন্ত্রী এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদি । অর্থাৎ কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে তা আলোচনা করবেন নির্মলা সীতারমন । সেই মতোই 13মে থেকে সাংবাদিক বৈঠক করছেন নির্মলা ।
প্রথমদিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী ঘোষণা করেন 45দিনের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বকেয়া টাকা 45দিনের মধ্যে মেটানো হবে । এছাড়াও বেসরকারি সংস্থার কর্মীদের ক্ষেত্রে 3 মাসের জন্য 10 শতাংশ EPF দিতে হবে বলে জানান তিনি । কর্মীদের হাতে বাড়তি টাকা দিতেই এই সিদ্ধান্ত । সংস্থাগুলিও দেবে 10 শতাংশ ।
গতকাল সাংবাদিক বৈঠকে পরিযায়ী ও গরিব শ্রেণির আর্থিক পরিস্থিতিতে জোর দেন নির্মলা । ‘এক দেশ এক রেশন’ প্রকল্পের ঘোষণা করেন । আট কোটি মানুষ যাঁরা পরিযায়ী শ্রমিক, যাঁদের কার্ডের সমস্যার জন্য রেশন মিলছে না, তাঁদের জন্যও তিন হাজার 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । রেশন কার্ড না থাকলেও মিলবে রেশনের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী । পাশাপাশি হকারদের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ ঘোষণা করেন । 50 লাখ হকার এই প্রকল্পে উপকৃত হবে বলে দাবি করেন তিনি ।
20 লাখ কোটির প্যাকেজ নিয়ে আজ তৃতীয় দফার বৈঠকে বিস্তারিত আলোচনা করবেন অর্থমন্ত্রী । আরও কোন কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ হবে জানাবেন তিনি । আপাতত অর্থমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় দেশ । আজ বৈঠকে মধ্যবিত্তের স্বস্তি হয় কি না এখন তারই অপেক্ষা । আত্মনির্ভর ভারত গড়তে কতটা সক্ষম মোদি সরকার তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু রাজনৈতিক বিশেষজ্ঞমহলের একাংশে ।