দিল্লি, 2 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটে পরিবেশ রক্ষায় বিশেষ নজর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । যে শহরের জনসংখ্যা 10 লাখের বেশি , সেই শহরগুলির বাতাস স্বচ্ছ রাখার জন্য পরিকল্পনার কথা বাজেটে ঘোষণা করেন তিনি । এই পরিকল্পনায় বরাদ্দ 4,400 কোটি টাকা । পাশাপাশি রাজ্যগুলিকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করায় উৎসাহও দেন তিনি ।
সীতারমন বলেন, "যে শহরগুলির জনসংখ্যা 10 লাখের বেশি, সেক্ষেত্রে স্বচ্ছ বাতাস অবশ্যই গুরুত্বপূর্ণ । রাজ্যগুলি বাতাস স্বচ্ছ করার জন্য যদি কোনও পরিকল্পনা করে থাকে, কেন্দ্র তাদের সাহায্য করবে । পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক এই বিষয়ে লক্ষ্য রাখবে । 2020-21 সালের জন্য এই খাতে বরাদ্দ করা হল 4,400 কোটি টাকা । "
পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির কথাও উল্লেখ করেন নির্মলা । বলেন, দেশে কিছু তাপবিদ্যুৎকেন্দ্র রয়েছে যেগুলি পুরোনো হয়েছে । তার থেকে যে পরিমাণ কার্বন নির্গত হয় তা পরিবেশ দূষিত করে । সেগুলিকে ঠিকভাবে চালানোর বা বন্ধ করার প্রস্তাব দিচ্ছি । জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে গত এক বছরে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই বিষয়েও আলোকপাত করেন নির্মলা । তিনি বলেন, "2019-র সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তাঁর সচিবালয়ের সহায়তায় কোয়ালিশন ফর ডিজ়াস্টার রেসিলিয়েন্ট ইন্ফাস্ট্রাকচর (CDRI)-র সূচনা করেছেন । আন্তর্জাতিক স্তরে এটি অন্যতম একটি পরিবেশ বিষয়ক উদ্যোগ ।"