ETV Bharat / bharat

স্বচ্ছ বাতাসের জন্য 4,400 কোটির ঘোষণা অর্থমন্ত্রীর

সীতারমন বলেন, "যে শহরগুলির জনসংখ্যা 10 লাখের বেশি, সেক্ষেত্রে স্বচ্ছ বাতাস অবশ্যই গুরুত্বপূর্ণ । বাতাস স্বচ্ছ রাখার এই পরিকল্পনায় বরাদ্দ করা হল 4,400 কোটি টাকা । "

nirmala
nirmala
author img

By

Published : Feb 2, 2020, 9:45 AM IST

দিল্লি, 2 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটে পরিবেশ রক্ষায় বিশেষ নজর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । যে শহরের জনসংখ্যা 10 লাখের বেশি , সেই শহরগুলির বাতাস স্বচ্ছ রাখার জন্য পরিকল্পনার কথা বাজেটে ঘোষণা করেন তিনি । এই পরিকল্পনায় বরাদ্দ 4,400 কোটি টাকা । পাশাপাশি রাজ্যগুলিকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করায় উৎসাহও দেন তিনি ।

সীতারমন বলেন, "যে শহরগুলির জনসংখ্যা 10 লাখের বেশি, সেক্ষেত্রে স্বচ্ছ বাতাস অবশ্যই গুরুত্বপূর্ণ । রাজ্যগুলি বাতাস স্বচ্ছ করার জন্য যদি কোনও পরিকল্পনা করে থাকে, কেন্দ্র তাদের সাহায্য করবে । পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক এই বিষয়ে লক্ষ্য রাখবে । 2020-21 সালের জন্য এই খাতে বরাদ্দ করা হল 4,400 কোটি টাকা । "

পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির কথাও উল্লেখ করেন নির্মলা । বলেন, দেশে কিছু তাপবিদ্যুৎকেন্দ্র রয়েছে যেগুলি পুরোনো হয়েছে । তার থেকে যে পরিমাণ কার্বন নির্গত হয় তা পরিবেশ দূষিত করে । সেগুলিকে ঠিকভাবে চালানোর বা বন্ধ করার প্রস্তাব দিচ্ছি । জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে গত এক বছরে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই বিষয়েও আলোকপাত করেন নির্মলা । তিনি বলেন, "2019-র সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তাঁর সচিবালয়ের সহায়তায় কোয়ালিশন ফর ডিজ়াস্টার রেসিলিয়েন্ট ইন্ফাস্ট্রাকচর (CDRI)-র সূচনা করেছেন । আন্তর্জাতিক স্তরে এটি অন্যতম একটি পরিবেশ বিষয়ক উদ্যোগ ।"

দিল্লি, 2 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটে পরিবেশ রক্ষায় বিশেষ নজর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । যে শহরের জনসংখ্যা 10 লাখের বেশি , সেই শহরগুলির বাতাস স্বচ্ছ রাখার জন্য পরিকল্পনার কথা বাজেটে ঘোষণা করেন তিনি । এই পরিকল্পনায় বরাদ্দ 4,400 কোটি টাকা । পাশাপাশি রাজ্যগুলিকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করায় উৎসাহও দেন তিনি ।

সীতারমন বলেন, "যে শহরগুলির জনসংখ্যা 10 লাখের বেশি, সেক্ষেত্রে স্বচ্ছ বাতাস অবশ্যই গুরুত্বপূর্ণ । রাজ্যগুলি বাতাস স্বচ্ছ করার জন্য যদি কোনও পরিকল্পনা করে থাকে, কেন্দ্র তাদের সাহায্য করবে । পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক এই বিষয়ে লক্ষ্য রাখবে । 2020-21 সালের জন্য এই খাতে বরাদ্দ করা হল 4,400 কোটি টাকা । "

পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির কথাও উল্লেখ করেন নির্মলা । বলেন, দেশে কিছু তাপবিদ্যুৎকেন্দ্র রয়েছে যেগুলি পুরোনো হয়েছে । তার থেকে যে পরিমাণ কার্বন নির্গত হয় তা পরিবেশ দূষিত করে । সেগুলিকে ঠিকভাবে চালানোর বা বন্ধ করার প্রস্তাব দিচ্ছি । জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে গত এক বছরে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই বিষয়েও আলোকপাত করেন নির্মলা । তিনি বলেন, "2019-র সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তাঁর সচিবালয়ের সহায়তায় কোয়ালিশন ফর ডিজ়াস্টার রেসিলিয়েন্ট ইন্ফাস্ট্রাকচর (CDRI)-র সূচনা করেছেন । আন্তর্জাতিক স্তরে এটি অন্যতম একটি পরিবেশ বিষয়ক উদ্যোগ ।"

Navsari (Gujarat), Feb 02 (ANI): People showered wads of currency notes on a folk singer in Gujarat's Navsari. The incident took place in Geeta Rabari's event. Large number of devotees participated in the event. Renowned Gujarati singer Geeta Rabari performed at the event while people showered currency notes on her during her performance.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.