দিল্লি, 30 জানুয়ারি : ফাঁসিতে স্থগিতাদেশ চেয়ে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে আবেদন করলেন নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত অপরাধীদের আইনজীবী ৷ আগামী পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হওয়ার কথা অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্তা ও বিনয় শর্মার ৷
দোষীদের আইনজীবী আদালতে জানান, দিল্লি সংশোধনাগারের নিয়ম অনুযায়ী, দোষীদের মধ্যে একজনেরও যদি প্রাণভিক্ষার আরজি জানানো বাকি থাকে তাহলেও কাউকেই ফাঁসিতে ঝোলানো যাবে না ৷ আইনে সবার অধিকার রয়েছে ৷ তাই দোষীদের অধিকার প্রয়োগের সম্পূর্ণ অধিকার দেওয়া হোক ৷
2012 সালে দিল্লিতে 23 বছরের এক যুবতিকে গণধর্ষণ ও পরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় ৷ ঘটনার চার দিন পর মারা যান তিনি ৷ এই মামলায় দোষী সাব্যস্ত হন পাঁচ জন ৷ যাদের মধ্যে চারজনকে ফাঁসির সাজা দেওয়া হয় ৷ আগামী 1 ফ্রেব্রুয়ারি ওই চার জনের ফাঁসির দিন ঘোষণা করা হয় ৷