ETV Bharat / bharat

ফাঁসিতে স্থগিতাদেশ চেয়ে কোর্টে নির্ভয়া অপরাধীদের আইনজীবী - ফাঁসিতে স্থগিতাদেশ চেয়ে কোর্টে আবেদন নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত অপরাধীদের আইনজীবীর

ফের ফাঁসিতে স্থগিতাদেশ চেয়ে কোর্টে আবেদন নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত অপরাধীদের আইনজীবীর ৷

image
নির্ভয়া কাণ্ড
author img

By

Published : Jan 30, 2020, 12:54 PM IST

Updated : Jan 30, 2020, 1:20 PM IST

দিল্লি, 30 জানুয়ারি : ফাঁসিতে স্থগিতাদেশ চেয়ে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে আবেদন করলেন নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত অপরাধীদের আইনজীবী ৷ আগামী পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হওয়ার কথা অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্তা ও বিনয় শর্মার ৷

দোষীদের আইনজীবী আদালতে জানান, দিল্লি সংশোধনাগারের নিয়ম অনুযায়ী, দোষীদের মধ্যে একজনেরও যদি প্রাণভিক্ষার আরজি জানানো বাকি থাকে তাহলেও কাউকেই ফাঁসিতে ঝোলানো যাবে না ৷ আইনে সবার অধিকার রয়েছে ৷ তাই দোষীদের অধিকার প্রয়োগের সম্পূর্ণ অধিকার দেওয়া হোক ৷

2012 সালে দিল্লিতে 23 বছরের এক যুবতিকে গণধর্ষণ ও পরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় ৷ ঘটনার চার দিন পর মারা যান তিনি ৷ এই মামলায় দোষী সাব্যস্ত হন পাঁচ জন ৷ যাদের মধ্যে চারজনকে ফাঁসির সাজা দেওয়া হয় ৷ আগামী 1 ফ্রেব্রুয়ারি ওই চার জনের ফাঁসির দিন ঘোষণা করা হয় ৷

দিল্লি, 30 জানুয়ারি : ফাঁসিতে স্থগিতাদেশ চেয়ে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে আবেদন করলেন নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত অপরাধীদের আইনজীবী ৷ আগামী পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হওয়ার কথা অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্তা ও বিনয় শর্মার ৷

দোষীদের আইনজীবী আদালতে জানান, দিল্লি সংশোধনাগারের নিয়ম অনুযায়ী, দোষীদের মধ্যে একজনেরও যদি প্রাণভিক্ষার আরজি জানানো বাকি থাকে তাহলেও কাউকেই ফাঁসিতে ঝোলানো যাবে না ৷ আইনে সবার অধিকার রয়েছে ৷ তাই দোষীদের অধিকার প্রয়োগের সম্পূর্ণ অধিকার দেওয়া হোক ৷

2012 সালে দিল্লিতে 23 বছরের এক যুবতিকে গণধর্ষণ ও পরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় ৷ ঘটনার চার দিন পর মারা যান তিনি ৷ এই মামলায় দোষী সাব্যস্ত হন পাঁচ জন ৷ যাদের মধ্যে চারজনকে ফাঁসির সাজা দেওয়া হয় ৷ আগামী 1 ফ্রেব্রুয়ারি ওই চার জনের ফাঁসির দিন ঘোষণা করা হয় ৷

New Delhi, Jan 29 (ANI): While campaigning in Delhi over upcoming Assembly Elections, Gujarat Chief Minister Vijay Rupani on January 29 said that the President of the United States of America Donald Trump will visit the Sabarmati Riverfront in Gujarat during his visit to India in February.
Last Updated : Jan 30, 2020, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.