ETV Bharat / bharat

তিহার কর্তৃপক্ষের বিরুদ্ধে পিটিশন দাখিল নির্ভয়া অপরাধীদের - তিহাড় জেল কর্তৃপক্ষ এখনও কিছু নথি তাদের হাতে তুলে দেয়নি

অভিযুক্তদের আইনজীবী এপি সিং আজ আদালতকে জানান, তিহাড় কর্তৃপক্ষ এখনও কিছু নথি তাদের হাতে তুলে দেয়নি ৷ সেগুলি বিনয়, পবন এবং অক্ষয়ের প্রাণভিক্ষার আর্জি জানাতে প্রয়োজন ছিল ৷

Nirbhaya convicts in Patiala House Court
নির্ভয়া অভিযুক্তরা
author img

By

Published : Jan 24, 2020, 1:51 PM IST

Updated : Jan 25, 2020, 7:28 AM IST

দিল্লি, 24 জানুয়ারি: নির্ভয়া অপরাধীরা ফের আদালতের দ্বারস্থ ৷ এবার তাদের অভিযোগ তিহাড় কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ নির্ভয়া ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত বিনয় কুমার, পবন গুপ্তা এবং অক্ষয় সিংয়ের আইনজীবী এপি সিং আজ পাতিয়ালা হাউস কোর্টে যান ৷ আদালতকে তিনি জানান, তিহাড় কর্তৃপক্ষ এখনও কিছু নথি তাদের হাতে তুলে দেয়নি ৷ ওই নথিগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল ৷ সেগুলি বিনয়, পবন এবং অক্ষয়ের কিউরিটিভ পিটিশন এবং প্রাণভিক্ষার আর্জি জানাতে প্রয়োজন ছিল ৷

উল্লেখ্য, 20 জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অন্যতম অপরাধী পবন কুমার৷ স্পেশাল লিভ পিটিশনের আবেদন করেছিলেন তার আইনজীবী৷

আবেদনে জানানো হয়, 2012 সালে ধর্ষণের ঘটনার সময় পবন নাবালক ছিল ৷ তার সেই আবেদনও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধীরা অনির্দিষ্টকাল তাদের সাজাকে চ্যালেঞ্জ জানাতে পারে না, বৃহস্পতিবার একথা জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি এস এ বোবদে ৷ এরপরও ফের তিহাড় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাল তারা ৷

আর মাত্র কয়েকদিন । 1 ফেব্রুয়ারি সকাল ছ'টায় ফাঁসি । নিয়মানুয়ায়ী শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় নির্ভয়ার অপরাধীদের কাছ থেকে । কিন্তু এই বিষয়ে কিছুই বলতে চায়নি তারা ।

দীর্ঘ সাত বছরে একাধিক পিটিশন, রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন, প্রাণভিক্ষার আর্জি সব পেরিয়ে শেষমেশ মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে মুকেশ সিং, বিনয় শর্মা,অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তাকে । প্রস্তুতি চলছ তিহার সংশোধনাগারেও । বক্সার থেকে দড়ি আনানো হয়েছে । ফাঁসিকাঠ থেকে প্রায় 1 ঘণ্টা করে 100 কেজি বালির বস্তা ঝুলিয়ে যাচাই করে নেওয়া হচ্ছে ভারবহনের ক্ষমতা ।

নাবালকত্ব প্রমাণে সুপ্রিম কোর্টে নির্ভয়ার অপরাধী, শুনানি আজ

দিল্লি, 24 জানুয়ারি: নির্ভয়া অপরাধীরা ফের আদালতের দ্বারস্থ ৷ এবার তাদের অভিযোগ তিহাড় কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ নির্ভয়া ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত বিনয় কুমার, পবন গুপ্তা এবং অক্ষয় সিংয়ের আইনজীবী এপি সিং আজ পাতিয়ালা হাউস কোর্টে যান ৷ আদালতকে তিনি জানান, তিহাড় কর্তৃপক্ষ এখনও কিছু নথি তাদের হাতে তুলে দেয়নি ৷ ওই নথিগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল ৷ সেগুলি বিনয়, পবন এবং অক্ষয়ের কিউরিটিভ পিটিশন এবং প্রাণভিক্ষার আর্জি জানাতে প্রয়োজন ছিল ৷

উল্লেখ্য, 20 জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অন্যতম অপরাধী পবন কুমার৷ স্পেশাল লিভ পিটিশনের আবেদন করেছিলেন তার আইনজীবী৷

আবেদনে জানানো হয়, 2012 সালে ধর্ষণের ঘটনার সময় পবন নাবালক ছিল ৷ তার সেই আবেদনও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধীরা অনির্দিষ্টকাল তাদের সাজাকে চ্যালেঞ্জ জানাতে পারে না, বৃহস্পতিবার একথা জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি এস এ বোবদে ৷ এরপরও ফের তিহাড় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাল তারা ৷

আর মাত্র কয়েকদিন । 1 ফেব্রুয়ারি সকাল ছ'টায় ফাঁসি । নিয়মানুয়ায়ী শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় নির্ভয়ার অপরাধীদের কাছ থেকে । কিন্তু এই বিষয়ে কিছুই বলতে চায়নি তারা ।

দীর্ঘ সাত বছরে একাধিক পিটিশন, রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন, প্রাণভিক্ষার আর্জি সব পেরিয়ে শেষমেশ মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে মুকেশ সিং, বিনয় শর্মা,অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তাকে । প্রস্তুতি চলছ তিহার সংশোধনাগারেও । বক্সার থেকে দড়ি আনানো হয়েছে । ফাঁসিকাঠ থেকে প্রায় 1 ঘণ্টা করে 100 কেজি বালির বস্তা ঝুলিয়ে যাচাই করে নেওয়া হচ্ছে ভারবহনের ক্ষমতা ।

নাবালকত্ব প্রমাণে সুপ্রিম কোর্টে নির্ভয়ার অপরাধী, শুনানি আজ

Mumbai, Jan 24 (ANI): Bollywood actor Kangana Ranaut is on a promotional spree for 'Panga' in Mumbai. She was seen wearing Indian attire. Wearing an anarkali suit, Kangana looked ethereal. 'Panga' is a sports drama. The movie will hit the theaters on Jan 24.
Last Updated : Jan 25, 2020, 7:28 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.