ETV Bharat / bharat

নির্ভয়া মামলা: মুকেশের আবেদন খারিজের দিনেই ফের নতুন পিটিশন

আজই রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে মুকেশের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই কিউরেটিভ পিটিশন জমা করল নির্ভয়ার অন্য এক দোষী অক্ষয় ঠাকুর ৷

Nirbhaya
ফাইল ছবি
author img

By

Published : Jan 29, 2020, 1:00 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : ফের নতুন করে পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে ৷ নির্ভয়ার অন্যতম দোষী অক্ষয় ঠাকুর এবার নিজের ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ করে কিউরেটিভ পিটিশন জমা দিল সুপ্রিম কোর্টে ৷ এই নিয়ে তিনজন দোষী নিজের ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ জানালো সুপ্রিম কোর্টে ৷ একের পর এক পিটিশনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ফাঁসির দিনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করছে আইনজীবীদের একাংশ ৷

সূত্রের খবর, ওই কিউরেটিভ পিটিশনের শুনানি আদালতের বিশেষ কক্ষে হবে ৷ সর্বসাধারণের প্রবেশেও উপরেও নিষেধাজ্ঞা থাকবে বলে জানা গেছে ৷ অক্ষয়ের কিউরেটিভ পিটিশন খারিজ হলে ফের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবে সে ৷ আজ সুপ্রিম কোর্টে নির্ভয়ার অন্য এক দোষী মুকেশের রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জেরও শুনানি ছিল ৷ সেই চ্যালেঞ্জও খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন : প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ নির্ভয়া অপরাধীর, নাকচ সুপ্রিম কোর্টে

এর আগে দুই দোষীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ 1 ফেব্রুয়ারি মুকেশ ও অক্ষয়ের সঙ্গে ফাঁসি হওয়ার কথা আছে আরও দুই দোষী বিনয় ও পবনের ৷ নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনে তিনি সরব হয়েছেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে ।

দিল্লি, 29 জানুয়ারি : ফের নতুন করে পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে ৷ নির্ভয়ার অন্যতম দোষী অক্ষয় ঠাকুর এবার নিজের ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ করে কিউরেটিভ পিটিশন জমা দিল সুপ্রিম কোর্টে ৷ এই নিয়ে তিনজন দোষী নিজের ফাঁসির আদেশকে চ্যালেঞ্জ জানালো সুপ্রিম কোর্টে ৷ একের পর এক পিটিশনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ফাঁসির দিনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করছে আইনজীবীদের একাংশ ৷

সূত্রের খবর, ওই কিউরেটিভ পিটিশনের শুনানি আদালতের বিশেষ কক্ষে হবে ৷ সর্বসাধারণের প্রবেশেও উপরেও নিষেধাজ্ঞা থাকবে বলে জানা গেছে ৷ অক্ষয়ের কিউরেটিভ পিটিশন খারিজ হলে ফের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবে সে ৷ আজ সুপ্রিম কোর্টে নির্ভয়ার অন্য এক দোষী মুকেশের রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জেরও শুনানি ছিল ৷ সেই চ্যালেঞ্জও খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন : প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ নির্ভয়া অপরাধীর, নাকচ সুপ্রিম কোর্টে

এর আগে দুই দোষীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ 1 ফেব্রুয়ারি মুকেশ ও অক্ষয়ের সঙ্গে ফাঁসি হওয়ার কথা আছে আরও দুই দোষী বিনয় ও পবনের ৷ নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনে তিনি সরব হয়েছেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে ।

Dibrugarh (Assam), Jan 29 (ANI): Senior lawyer Swati Baruah challenged the Transgender (Protection of Rights) Act, 2019 in Supreme Court on grounds that it violates the right(s) to life, privacy and equality of transpersons. While speaking on the matter to ANI, Swati said, "We have challenged the Transgender (Protection of Rights) Act, 2019 in Supreme Court. The main reason for it was that it violates the right(s) to life, privacy and equality of transpersons. If you look into this act, the accused will get only 6 months punishment for sexually assaulting a transperson. This law is wrong and that is why we challenged it in Supreme Court and we hope that SC will look after it."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.