ETV Bharat / bharat

কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত যুবক, নজরে 86 জন - kerala

23 বছরের এক যুবকের রক্ত পরীক্ষায় নিপা ভাইরাসের সন্ধান মিলল কেরালায় ।

কেরালায় নিপা ভাইরাসে আক্রান্ত যুবক, নজরে 86 জন
author img

By

Published : Jun 4, 2019, 10:49 AM IST

এরনাকুলাম, 4 জুন : কেরালায় 23 বছরের এক যুবকের রক্ত পরীক্ষায় নিপা ভাইরাসের সন্ধান মিলল । কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা আজ জানিয়েছেন, যুবকটি এরনাকুলামের এক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, "ওই যুবক সহ মোট দু'জনের মধ্যে নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার উপসর্গ লক্ষ্য করা গেছে । তাদের মধ্যে একজনকে আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে । তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই । পরিস্থিতি এখনও অতটা জটিল নয় ।"

জানা গেছে, ওই যুবকের সংস্পর্শে আসা 86 জনকে নজরে রাখা হয়েছে । মন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তর সব রকমের পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি ।

এরনাকুলামের জেলাশাসক মহম্মদ সফিরুল্লা জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলার জন্য একটি বিশেষ নজরদারি দল তৈরি করা হয়েছে । বিশেষ অ্যাম্বুলেন্স ও হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রাখা হচ্ছে ।

এরনাকুলাম, 4 জুন : কেরালায় 23 বছরের এক যুবকের রক্ত পরীক্ষায় নিপা ভাইরাসের সন্ধান মিলল । কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা আজ জানিয়েছেন, যুবকটি এরনাকুলামের এক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, "ওই যুবক সহ মোট দু'জনের মধ্যে নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার উপসর্গ লক্ষ্য করা গেছে । তাদের মধ্যে একজনকে আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে । তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই । পরিস্থিতি এখনও অতটা জটিল নয় ।"

জানা গেছে, ওই যুবকের সংস্পর্শে আসা 86 জনকে নজরে রাখা হয়েছে । মন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তর সব রকমের পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি ।

এরনাকুলামের জেলাশাসক মহম্মদ সফিরুল্লা জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলার জন্য একটি বিশেষ নজরদারি দল তৈরি করা হয়েছে । বিশেষ অ্যাম্বুলেন্স ও হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রাখা হচ্ছে ।

New Delhi, Jun 04 (ANI): The Duchess of Cambridge, Kate Middleton stole the show at state dinner held at Buckingham Palace on Monday night. Clad in Alexander McQueen gown with white and blue sash, Duchess looked every bit of classic. Kate wore her favourite tiara for the event. The Lover's Knot Tiara is Kate's favoured accessory at white-tie state banquets. Duchess looked truly spectacular in the regal ensemble.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.