এরনাকুলাম, 4 জুন : কেরালায় 23 বছরের এক যুবকের রক্ত পরীক্ষায় নিপা ভাইরাসের সন্ধান মিলল । কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা আজ জানিয়েছেন, যুবকটি এরনাকুলামের এক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, "ওই যুবক সহ মোট দু'জনের মধ্যে নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার উপসর্গ লক্ষ্য করা গেছে । তাদের মধ্যে একজনকে আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে । তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই । পরিস্থিতি এখনও অতটা জটিল নয় ।"
জানা গেছে, ওই যুবকের সংস্পর্শে আসা 86 জনকে নজরে রাখা হয়েছে । মন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তর সব রকমের পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি ।
এরনাকুলামের জেলাশাসক মহম্মদ সফিরুল্লা জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলার জন্য একটি বিশেষ নজরদারি দল তৈরি করা হয়েছে । বিশেষ অ্যাম্বুলেন্স ও হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রাখা হচ্ছে ।