ETV Bharat / bharat

স্যানিটাইজ়ার খেয়ে অন্ধ্রপ্রদেশে মৃত্যু 13 জনের

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বন্ধ ছিল বেশ কয়েকটি মদের দোকান । মদ না পেয়ে স্যানিটাইজ়ার পান করেন কয়েকজন । মৃত্যু হয় 13 জনের ।

author img

By

Published : Jul 31, 2020, 10:32 AM IST

Updated : Jul 31, 2020, 2:58 PM IST

গ্রাফিক্স
গ্রাফিক্স

অমরাবতী, 31 জুলাই : স্যানিটাইজ়ারে থাকে অ্যালকোহল । জীবাণুমুক্ত করতে ব্যবহার হয় স্যানিটাইজ়ার । অ্যালকোহলের মাত্রা কতটা তা দেখেই আমরা স্যানিটাইজ়ার কিনি । কোরোনার দৌলতে তাই আজকাল সকলের বাড়িতেই মজুত থাকে স্যানিটাইজ়ার । কিন্তু অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজ়ার কী খাওয়ার যোগ্য ? বিশেষজ্ঞদের কথায়, একেবারেই নয় । তা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে । আর এবার এমনই হল অন্ধ্রপ্রদেশে । স্যানিটাইজ়ার খেয়ে মৃত্যু হল 13 জনের । অসুস্থ আরও কয়েকজন ।

লকডাউনের শেষ পর্যায়ে মদের দোকান খোলে দেশের বেশ কয়েকটি রাজ্যে । কিন্তু কোরোনা সংক্রমণ বাড়ায় অনেক দোকানই বর্তমানে খুলছে না । গতকাল রাতে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বন্ধ ছিল বেশ কয়েকটি মদের দোকান । মদ পাননি মদ্যপায়ীরা । নেশার তাগিদে স্যানিটাইজ়ার খেয়ে ফেলেন তাঁরা । গতরাতেই মৃত্যু হয় তিনজনের । অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন । তারমধ্যে আজ ভোরে আরও চারজনের মৃত্যু হয় । পরে বেলার দিকে আরও তিন জনের মৃত্যুর খবর সামনে আসে । মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।

মদ না পেয়ে স্যানিটাইজ়ার, রোজই খেতেন তাঁরা দাবি স্থানীয়দের

মৃতদের বেশিরভাগই অত্যন্ত গরিব । কয়েকজন ভিক্ষা করে দিন কাটাতেন বলে জানা গেছে । স্থানীয়দের কথায়, তাঁরা প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায় রোজই স্যানিটাইজ়ার খেতেন ।

প্রকাশন জেলারই আরও একটি এলাকায়ও স্যানিটাইজ়ার খেয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে । সেখানেও বেশ কয়েকজন গতরাতে স্যানিটাইজ়ার খান । আজ তিনজনের মৃত্যু হয়েছে ।

অমরাবতী, 31 জুলাই : স্যানিটাইজ়ারে থাকে অ্যালকোহল । জীবাণুমুক্ত করতে ব্যবহার হয় স্যানিটাইজ়ার । অ্যালকোহলের মাত্রা কতটা তা দেখেই আমরা স্যানিটাইজ়ার কিনি । কোরোনার দৌলতে তাই আজকাল সকলের বাড়িতেই মজুত থাকে স্যানিটাইজ়ার । কিন্তু অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজ়ার কী খাওয়ার যোগ্য ? বিশেষজ্ঞদের কথায়, একেবারেই নয় । তা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে । আর এবার এমনই হল অন্ধ্রপ্রদেশে । স্যানিটাইজ়ার খেয়ে মৃত্যু হল 13 জনের । অসুস্থ আরও কয়েকজন ।

লকডাউনের শেষ পর্যায়ে মদের দোকান খোলে দেশের বেশ কয়েকটি রাজ্যে । কিন্তু কোরোনা সংক্রমণ বাড়ায় অনেক দোকানই বর্তমানে খুলছে না । গতকাল রাতে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বন্ধ ছিল বেশ কয়েকটি মদের দোকান । মদ পাননি মদ্যপায়ীরা । নেশার তাগিদে স্যানিটাইজ়ার খেয়ে ফেলেন তাঁরা । গতরাতেই মৃত্যু হয় তিনজনের । অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন । তারমধ্যে আজ ভোরে আরও চারজনের মৃত্যু হয় । পরে বেলার দিকে আরও তিন জনের মৃত্যুর খবর সামনে আসে । মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।

মদ না পেয়ে স্যানিটাইজ়ার, রোজই খেতেন তাঁরা দাবি স্থানীয়দের

মৃতদের বেশিরভাগই অত্যন্ত গরিব । কয়েকজন ভিক্ষা করে দিন কাটাতেন বলে জানা গেছে । স্থানীয়দের কথায়, তাঁরা প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায় রোজই স্যানিটাইজ়ার খেতেন ।

প্রকাশন জেলারই আরও একটি এলাকায়ও স্যানিটাইজ়ার খেয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে । সেখানেও বেশ কয়েকজন গতরাতে স্যানিটাইজ়ার খান । আজ তিনজনের মৃত্যু হয়েছে ।

Last Updated : Jul 31, 2020, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.