ETV Bharat / bharat

প্রাক্তন DSP দবিন্দার সিং মামলায় কাশ্মীরের বিভিন্ন স্থানে অভিযান NIA-র

author img

By

Published : Sep 22, 2020, 3:42 PM IST

জম্মুর বিশেষ NIA আদালতে জম্মু ও কাশ্মীরের উপ-পুলিশ সুপার-সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রায় তিন মাস পরে এই অভিযান শুরু হয়েছে । NIA নবিদ মোশতাক ওরফে নাবিদ বাবু , ইরফান শফি মীর, রফি রাঠের , তানবীর আহমদ ওয়ানি , সৈয়দ ইরফানকে দায়িত্বর সিং-সহ দাবিন্দার সিংয়ের নাম রয়েছে চার্জশিটে ৷

davinder singh case
দবিন্দার সিং

শ্রীনগর , 22 সেপ্টেম্বর : সাসপেনডেন্ট ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট (DSP) দবিন্দার সিং ও হিজবুল জঙ্গি নবিদ বাবু মামলায় মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালাল জাতীয় তদন্ত সংস্থা (NIA) । আজ NIA-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ৷

শ্রীনগরের NIA সূত্র জানিয়েছে , সন্ত্রাসবিরোধী তদন্তকারী সংস্থার দল পুলিশ-সহ ওয়াজ়া মহল্লা রায়পোরা ফালাহালনের রসুল ওয়াজ়ার বাড়িতে অভিযান চালায় । সূত্রের খবর , ওয়াজ়া রাজ্য স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী । তার এক ছেলে , ফারুক আহমদ , যিনি বর্তমানে স্বাস্থ্য বিভাগের একজন সরকারী কর্মচারী এবং আর এক ছেলে মোশতাক আহমদ ওয়াজ়া 1993 সালে অবৈধ অস্ত্র বা গোলাবারুদ প্রশিক্ষণের জন্য LoC পেরিয়েছিল এবং কিন্তু আজ পর্যন্ত ফিরে আসেনি ।

জম্মুর বিশেষ NIA আদালতে জম্মু ও কাশ্মীরের উপ-পুলিশ সুপারসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রায় তিন মাস পরে এই অভিযান শুরু হয়েছে । NIA নবিদ মোশতাক ওরফে নাবিদ বাবু , ইরফান শফি মীর, রফি রাঠের , তানবীর আহমদ ওয়ানি , সৈয়দ ইরফানকে দায়িত্বর সিং-সহ দাবিন্দার সিংয়ের নাম রয়েছে চার্জশিটে ৷

সাসপেনডেন্ট পুলিশ কর্মকর্তা জম্মু বিভাগের হিরানগরের কাঠুয়া কারাগারে রয়েছে । 11 জানুয়ারি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল ৷ সেই সময় হিজবুল জঙ্গি নাবিদ বাবু এবং রফি আহমদ রাঠেরকে জম্মু নিয়ে যাচ্ছিল । দাবিন্দর সিংকে গ্রেপ্তারের পরে মামলাটি NIA-র কাছে হস্তান্তর করার আগে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রাথমিক তদন্ত করেছিল । পুলিশ জানিয়েছিল , দু'জন জঙ্গি ও আইনজীবী পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করেছিল ।

NIA দাবি করেছিল , তদন্ত থেকে জানা গেছে যে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কিছু কর্মকর্তা আইনজীবীর সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছিলেন ৷ যে ভারত সরকারের বিরুদ্ধে জনগণকে একত্রিত করার জন্য জম্মু-কাশ্মীরে সেমিনার আয়োজনের জন্য তহবিল সরবরাহ করেছিল । সে বেশিরভাগ কাশ্মীরিদের পাকিস্তান সফরের জন্য ভিসা আবেদনের সুযোগ দিয়েছিল। এমনকী দবিন্দার সিং সুরক্ষিত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে হাই কমিশনের কিছু আধিকারিকের সংস্পর্শে থাকার কথা বলেছিলেন । তদন্তে জানা গেছে যে , তাকে সংবেদনশীল তথ্য পাওয়ার জন্য পাকিস্তানি কর্মকর্তারা প্রস্তুত করেছিলেন । 19 জুন দিল্লি পুলিশ নির্ধারিত সময়ের মধ্যে তার ও সহ-অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় দিল্লির একটি আদালত সন্ত্রাস মামলায় দবিন্দার সিংয়ের জামিন মঞ্জুর করেছিল ।

শ্রীনগর , 22 সেপ্টেম্বর : সাসপেনডেন্ট ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট (DSP) দবিন্দার সিং ও হিজবুল জঙ্গি নবিদ বাবু মামলায় মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালাল জাতীয় তদন্ত সংস্থা (NIA) । আজ NIA-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ৷

শ্রীনগরের NIA সূত্র জানিয়েছে , সন্ত্রাসবিরোধী তদন্তকারী সংস্থার দল পুলিশ-সহ ওয়াজ়া মহল্লা রায়পোরা ফালাহালনের রসুল ওয়াজ়ার বাড়িতে অভিযান চালায় । সূত্রের খবর , ওয়াজ়া রাজ্য স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী । তার এক ছেলে , ফারুক আহমদ , যিনি বর্তমানে স্বাস্থ্য বিভাগের একজন সরকারী কর্মচারী এবং আর এক ছেলে মোশতাক আহমদ ওয়াজ়া 1993 সালে অবৈধ অস্ত্র বা গোলাবারুদ প্রশিক্ষণের জন্য LoC পেরিয়েছিল এবং কিন্তু আজ পর্যন্ত ফিরে আসেনি ।

জম্মুর বিশেষ NIA আদালতে জম্মু ও কাশ্মীরের উপ-পুলিশ সুপারসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রায় তিন মাস পরে এই অভিযান শুরু হয়েছে । NIA নবিদ মোশতাক ওরফে নাবিদ বাবু , ইরফান শফি মীর, রফি রাঠের , তানবীর আহমদ ওয়ানি , সৈয়দ ইরফানকে দায়িত্বর সিং-সহ দাবিন্দার সিংয়ের নাম রয়েছে চার্জশিটে ৷

সাসপেনডেন্ট পুলিশ কর্মকর্তা জম্মু বিভাগের হিরানগরের কাঠুয়া কারাগারে রয়েছে । 11 জানুয়ারি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল ৷ সেই সময় হিজবুল জঙ্গি নাবিদ বাবু এবং রফি আহমদ রাঠেরকে জম্মু নিয়ে যাচ্ছিল । দাবিন্দর সিংকে গ্রেপ্তারের পরে মামলাটি NIA-র কাছে হস্তান্তর করার আগে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রাথমিক তদন্ত করেছিল । পুলিশ জানিয়েছিল , দু'জন জঙ্গি ও আইনজীবী পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করেছিল ।

NIA দাবি করেছিল , তদন্ত থেকে জানা গেছে যে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কিছু কর্মকর্তা আইনজীবীর সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছিলেন ৷ যে ভারত সরকারের বিরুদ্ধে জনগণকে একত্রিত করার জন্য জম্মু-কাশ্মীরে সেমিনার আয়োজনের জন্য তহবিল সরবরাহ করেছিল । সে বেশিরভাগ কাশ্মীরিদের পাকিস্তান সফরের জন্য ভিসা আবেদনের সুযোগ দিয়েছিল। এমনকী দবিন্দার সিং সুরক্ষিত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে হাই কমিশনের কিছু আধিকারিকের সংস্পর্শে থাকার কথা বলেছিলেন । তদন্তে জানা গেছে যে , তাকে সংবেদনশীল তথ্য পাওয়ার জন্য পাকিস্তানি কর্মকর্তারা প্রস্তুত করেছিলেন । 19 জুন দিল্লি পুলিশ নির্ধারিত সময়ের মধ্যে তার ও সহ-অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় দিল্লির একটি আদালত সন্ত্রাস মামলায় দবিন্দার সিংয়ের জামিন মঞ্জুর করেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.