ETV Bharat / bharat

F1 ভিসায় নতুন নিয়ম - ভারতীয় পড়ুয়াদের উপর প্রভাব

author img

By

Published : Jul 12, 2020, 9:20 PM IST

চলতি মাসের 7 তারিখ অ্যামেরিকার ICE বিভাগ জানিয়েছে, যে সমস্ত আন্তর্জাতিক পড়ুয়াদের অনলাইন ক্লাস চলবে, তাদের F1 ভিসা পুনর্নবীকরণ করা হবে না ৷ এই নতুন ভিসা মূলত F1 শিক্ষার্থী , যারা অ্যাকাডেমিক কোর্স করেন ও M1 শিক্ষার্থী , যারা বৃত্তিমূলক কোর্স করেন তাদের জন্য লাগু করা হয়েছে ৷ যাদের 3 ঘণ্টার বেশি ফুলটাইম ক্লাস হবে একমাত্র তাদেরই নিস্তার মিলবে ৷

New rules  on  F1 student visa –Impacts on Indian students
F1 ভিসায় নতুন নিয়ম - ভারতীয় পড়ুয়াদের উপর প্রভাব

পড়ুয়াদের F1 ভিসা আসলে কী ?

আন্তর্জাতিক পড়ুয়াদের দেওয়া হয় F1 ভিসা ৷ যারা অ্যামেরিকার কোনও কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তে যায় তাদের দেওয়া হয় এই ভিসা ৷ এই ভিসা পাওয়ার জন্য পূর্ণ সময়ের কোর্স লোড বজায় রাখতে হয় ৷ এর ভিসার অন্তর্গত শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সূত্রে ভিসার মেয়াদ শেষ হলেও অ্যামেরিকায় 60 দিন পর্যন্ত থাকতে পারে ৷ যতক্ষণ না পর্যন্ত তারা নতুন করে ভিসার আবেদন করছেন বা অনুমতি না পাচ্ছেন তারা OPT প্রোগ্রামের অন্তর্গত সেদেশে থাকতে পারবেন ৷ তবে, কয়েকদিন আগেই অ্যামেরিকার সরকার 7 জুলাই জানায়, বিশ্বব্যাপী চলছে কোরোনা পরিস্থিতি ৷ এর মধ্যে যে সমস্ত আন্তর্জাতিক পড়ুয়াদের অনলাইন ক্লাস চলবে, তাদের F1 ভিসা পুনর্নবীকরণ করা হবে না ৷ এই নতুন ভিসা মূলত F1 শিক্ষার্থী , যারা অ্যাকাডেমিক কোর্স করেন ও M1 শিক্ষার্থী , যারা বৃত্তিমূলক কোর্স করেন তাদের জন্য লাগু করা হয়েছে ৷

F1 ভিসায় অ্যামেরিকার নতুন আদেশ

প্রবাসী বা আন্তর্জাতিক পড়ুয়ারা যাদের অনলাইন ক্লাস চলছে ৷ তাদের ভিসা পুনর্নবীকরণ করা হবে না ৷ অ্যামেরিকায় যে সব পড়ুয়াদের কোরোনা ভাইরাসের জেরে অনলাইন ক্লাস শুরু হয়েছে ৷ তাদের আর দেশে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না ৷ F1 শিক্ষার্থী , যারা অ্যাকাডেমিক কোর্স করেন ও M1 শিক্ষার্থী , যারা বৃত্তিমূলক কোর্স করেন ৷ তারা ভিসার মেয়াদ শেষ হলে দেশ থেকে না গেলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে ও তাদের অ্যামেরিকার অভিবাসন পদ্ধতির মুখোমুখি হতে হয় ৷ দেশে থাকতে গেলে তাদের ফুল টাইম শিক্ষার্থী হতে হবে ৷ অ্যামেরিকার কাসটম ও বর্ডার প্রোটেকশন পারমিটও দেওয়া হবে না ৷ তবে , ভিসার মেয়াদ ফুরোলেও তারা নতুন করে আবেদন বা অনুমতি না পাওয়া পর্যন্ত OPT প্রোগ্রামের অন্তর্গত 60 দিন সেদেশে থাকতে পারবে ৷

ভারতীয় পড়ুয়াদের ক্ষেত্রে এই খবর কেন গুরুত্বপূর্ণ - কারণ অ্যামেরিকায় সবথেকে বেশি প্রবাসী শিক্ষার্থীরাই হল ভারতীয় ৷

2019 সালে অ্যামেরিকায় সবথেকে বেশি বিদেশী পড়ুয়া ছিল -

চিন থেকে 3 লাখ 69 হাজার 548 জন শিক্ষার্থী ৷

ভারত থেকে 2 লাখ 2 হাজার 14 জন শিক্ষার্থী ৷

দক্ষিণ কোরিয়া থেকে 52 হাজার 250 জন শিক্ষার্থী ৷

চিন - 2018 থেকে 2019 সালে চিন থেকে অ্যামেরিকায় শিক্ষার্থী যাওয়ার হার অপেক্ষাকৃত কমে যায় ৷ অ্যামেরিকায় চিনা শিক্ষার্থীর হয় 1.7 শতাংশ ৷

কোরিয়া - অ্যামেরিকা ডিপার্টমেন্ট অফ স্টেটস জানিয়েছে, প্রতিবছর কোরিয়া থেকে 60 হাজারেরও বেশি পড়ুয়া অ্যামেরিকায় আসে ৷ অ্যামেরিকায় বিদেশি পড়ুয়াদের 6.5 শতাংশই কোরিয়ান ৷ যদিও গত কয়েকবছরে এই সংখ্যাটা অনেকটাই কমেছে ৷

ভারত - 2019 সালের রিপোর্ট অনুযায়ী, অ্যামেরিকায় ভারতীয় পড়ুয়ার সংখ্যা 2 লাখ 2 হাজার 14 জন ৷ মোট 3 শতাংশ ৷

চলতি মাসের 7 তারিখ অ্যামেরিকার ICE বিভাগ জানিয়েছে, যে সমস্ত আন্তর্জাতিক পড়ুয়াদের অনলাইন ক্লাস চলবে, তাদের F1 ভিসা পুনর্নবীকরণ করা হবে না ৷ এই নতুন ভিসা মূলত F1 শিক্ষার্থী , যারা অ্যাকাডেমিক কোর্স করেন ও M1 শিক্ষার্থী , যারা বৃত্তিমূলক কোর্স করেন তাদের জন্য লাগু করা হয়েছে ৷ যাদের 3 ঘণ্টার বেশি ফুলটাইম ক্লাস হবে একমাত্র তাদেরই নিস্তার মিলবে ৷

শর্ত -

ভারতীয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চললে পাওয়া যাবে না F1 ভিসা ৷

অ্যামেরিকায় থেকে পড়াশোনা করতে চাইলে বা F1 ভিসা পেতে চাইলে তাদের নিতে হবে হাইব্রিড কোর্স অর্থাৎ একটি অন-ক্যাম্পাস কোর্স ৷

হাইব্রিড কোর্স - যে কোর্সে অনলাইন ও অফলাইন দু'রকমেরই ক্লাস প্রয়োজন হবে ৷

  • যে ভারতীয় পড়ুয়ারা আগে থেকেই অ্যামেরিকায় আছেন , তাদের উপর এই সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে ?

যাদের কাছে আগে থেকেই F1 ভিসা আছে ৷ তাদের সেদেশে যেতে হবে ৷ সেখানে গিয়ে দেখতে হবে তাদের ইউনিভার্সিটি অন-ক্যাম্পাস ক্লাস করাচ্ছে কি না ৷ যদি তা না হয় তবে অন্য কোনও অ্যামেরিকান ইউনিভার্সিটিতে যেখানে অন-ক্যাম্পাস ক্লাস হবে সেখানে তাদের ট্রান্সফার নিতে হবে ৷ এই নিয়ম না মানলে তাদের অ্যামেরিকা থেকে চিরতরে ব্যান করা হতে পারে ৷ নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও ৷

সমাধান - পড়ুয়ারা হাইব্রিড কোর্স আছে এমন ইউনিভার্সিটিতে আবেদন করতে পারে ৷ হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় হাইব্রিড কোর্স শুরু করছে ৷ অন্যদিকে, কয়েকটি অন্য বিশ্ববিদ্যালয় এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার পরিকল্পনা করছে ৷

এবিষয়ে অভিবাসন অ্যাটর্নি সাইরাস মেহেতা বলেন, " শিক্ষার্থীরা চাইলে তাদের ভিসা পর্যটক ভিসায় পরিবর্তন করতে পারে ৷ তা করলে কয়েকদিনের জন্য রেহাই মিলতে পারে ৷ তবে , পর্যটক ভিসাও স্বল্পমেয়াদি ও সেই ভিসাতেও অনুমোদন পাওয়া যাবে এমন কোনও গ্যারান্টি নেই ৷ " ইয়োকেটের উচ্চ শিক্ষা বিশারদ ও সহ প্রতিষ্ঠাতা সুমিত জৈন বলেন, " অ্যামেরিকার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক পড়ুয়াদের উপরই নির্ভর করে ৷ আন্তর্জাতিক পড়ুয়াদের হারাতে থাকলে একসময় বিশ্ববিদ্যালয়গুলিই নিজেদের ক্যাম্পাস খোলাতে বাধ্য হবে ৷ "

পড়ুয়াদের F1 ভিসা আসলে কী ?

আন্তর্জাতিক পড়ুয়াদের দেওয়া হয় F1 ভিসা ৷ যারা অ্যামেরিকার কোনও কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তে যায় তাদের দেওয়া হয় এই ভিসা ৷ এই ভিসা পাওয়ার জন্য পূর্ণ সময়ের কোর্স লোড বজায় রাখতে হয় ৷ এর ভিসার অন্তর্গত শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সূত্রে ভিসার মেয়াদ শেষ হলেও অ্যামেরিকায় 60 দিন পর্যন্ত থাকতে পারে ৷ যতক্ষণ না পর্যন্ত তারা নতুন করে ভিসার আবেদন করছেন বা অনুমতি না পাচ্ছেন তারা OPT প্রোগ্রামের অন্তর্গত সেদেশে থাকতে পারবেন ৷ তবে, কয়েকদিন আগেই অ্যামেরিকার সরকার 7 জুলাই জানায়, বিশ্বব্যাপী চলছে কোরোনা পরিস্থিতি ৷ এর মধ্যে যে সমস্ত আন্তর্জাতিক পড়ুয়াদের অনলাইন ক্লাস চলবে, তাদের F1 ভিসা পুনর্নবীকরণ করা হবে না ৷ এই নতুন ভিসা মূলত F1 শিক্ষার্থী , যারা অ্যাকাডেমিক কোর্স করেন ও M1 শিক্ষার্থী , যারা বৃত্তিমূলক কোর্স করেন তাদের জন্য লাগু করা হয়েছে ৷

F1 ভিসায় অ্যামেরিকার নতুন আদেশ

প্রবাসী বা আন্তর্জাতিক পড়ুয়ারা যাদের অনলাইন ক্লাস চলছে ৷ তাদের ভিসা পুনর্নবীকরণ করা হবে না ৷ অ্যামেরিকায় যে সব পড়ুয়াদের কোরোনা ভাইরাসের জেরে অনলাইন ক্লাস শুরু হয়েছে ৷ তাদের আর দেশে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না ৷ F1 শিক্ষার্থী , যারা অ্যাকাডেমিক কোর্স করেন ও M1 শিক্ষার্থী , যারা বৃত্তিমূলক কোর্স করেন ৷ তারা ভিসার মেয়াদ শেষ হলে দেশ থেকে না গেলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে ও তাদের অ্যামেরিকার অভিবাসন পদ্ধতির মুখোমুখি হতে হয় ৷ দেশে থাকতে গেলে তাদের ফুল টাইম শিক্ষার্থী হতে হবে ৷ অ্যামেরিকার কাসটম ও বর্ডার প্রোটেকশন পারমিটও দেওয়া হবে না ৷ তবে , ভিসার মেয়াদ ফুরোলেও তারা নতুন করে আবেদন বা অনুমতি না পাওয়া পর্যন্ত OPT প্রোগ্রামের অন্তর্গত 60 দিন সেদেশে থাকতে পারবে ৷

ভারতীয় পড়ুয়াদের ক্ষেত্রে এই খবর কেন গুরুত্বপূর্ণ - কারণ অ্যামেরিকায় সবথেকে বেশি প্রবাসী শিক্ষার্থীরাই হল ভারতীয় ৷

2019 সালে অ্যামেরিকায় সবথেকে বেশি বিদেশী পড়ুয়া ছিল -

চিন থেকে 3 লাখ 69 হাজার 548 জন শিক্ষার্থী ৷

ভারত থেকে 2 লাখ 2 হাজার 14 জন শিক্ষার্থী ৷

দক্ষিণ কোরিয়া থেকে 52 হাজার 250 জন শিক্ষার্থী ৷

চিন - 2018 থেকে 2019 সালে চিন থেকে অ্যামেরিকায় শিক্ষার্থী যাওয়ার হার অপেক্ষাকৃত কমে যায় ৷ অ্যামেরিকায় চিনা শিক্ষার্থীর হয় 1.7 শতাংশ ৷

কোরিয়া - অ্যামেরিকা ডিপার্টমেন্ট অফ স্টেটস জানিয়েছে, প্রতিবছর কোরিয়া থেকে 60 হাজারেরও বেশি পড়ুয়া অ্যামেরিকায় আসে ৷ অ্যামেরিকায় বিদেশি পড়ুয়াদের 6.5 শতাংশই কোরিয়ান ৷ যদিও গত কয়েকবছরে এই সংখ্যাটা অনেকটাই কমেছে ৷

ভারত - 2019 সালের রিপোর্ট অনুযায়ী, অ্যামেরিকায় ভারতীয় পড়ুয়ার সংখ্যা 2 লাখ 2 হাজার 14 জন ৷ মোট 3 শতাংশ ৷

চলতি মাসের 7 তারিখ অ্যামেরিকার ICE বিভাগ জানিয়েছে, যে সমস্ত আন্তর্জাতিক পড়ুয়াদের অনলাইন ক্লাস চলবে, তাদের F1 ভিসা পুনর্নবীকরণ করা হবে না ৷ এই নতুন ভিসা মূলত F1 শিক্ষার্থী , যারা অ্যাকাডেমিক কোর্স করেন ও M1 শিক্ষার্থী , যারা বৃত্তিমূলক কোর্স করেন তাদের জন্য লাগু করা হয়েছে ৷ যাদের 3 ঘণ্টার বেশি ফুলটাইম ক্লাস হবে একমাত্র তাদেরই নিস্তার মিলবে ৷

শর্ত -

ভারতীয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চললে পাওয়া যাবে না F1 ভিসা ৷

অ্যামেরিকায় থেকে পড়াশোনা করতে চাইলে বা F1 ভিসা পেতে চাইলে তাদের নিতে হবে হাইব্রিড কোর্স অর্থাৎ একটি অন-ক্যাম্পাস কোর্স ৷

হাইব্রিড কোর্স - যে কোর্সে অনলাইন ও অফলাইন দু'রকমেরই ক্লাস প্রয়োজন হবে ৷

  • যে ভারতীয় পড়ুয়ারা আগে থেকেই অ্যামেরিকায় আছেন , তাদের উপর এই সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে ?

যাদের কাছে আগে থেকেই F1 ভিসা আছে ৷ তাদের সেদেশে যেতে হবে ৷ সেখানে গিয়ে দেখতে হবে তাদের ইউনিভার্সিটি অন-ক্যাম্পাস ক্লাস করাচ্ছে কি না ৷ যদি তা না হয় তবে অন্য কোনও অ্যামেরিকান ইউনিভার্সিটিতে যেখানে অন-ক্যাম্পাস ক্লাস হবে সেখানে তাদের ট্রান্সফার নিতে হবে ৷ এই নিয়ম না মানলে তাদের অ্যামেরিকা থেকে চিরতরে ব্যান করা হতে পারে ৷ নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও ৷

সমাধান - পড়ুয়ারা হাইব্রিড কোর্স আছে এমন ইউনিভার্সিটিতে আবেদন করতে পারে ৷ হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় হাইব্রিড কোর্স শুরু করছে ৷ অন্যদিকে, কয়েকটি অন্য বিশ্ববিদ্যালয় এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার পরিকল্পনা করছে ৷

এবিষয়ে অভিবাসন অ্যাটর্নি সাইরাস মেহেতা বলেন, " শিক্ষার্থীরা চাইলে তাদের ভিসা পর্যটক ভিসায় পরিবর্তন করতে পারে ৷ তা করলে কয়েকদিনের জন্য রেহাই মিলতে পারে ৷ তবে , পর্যটক ভিসাও স্বল্পমেয়াদি ও সেই ভিসাতেও অনুমোদন পাওয়া যাবে এমন কোনও গ্যারান্টি নেই ৷ " ইয়োকেটের উচ্চ শিক্ষা বিশারদ ও সহ প্রতিষ্ঠাতা সুমিত জৈন বলেন, " অ্যামেরিকার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক পড়ুয়াদের উপরই নির্ভর করে ৷ আন্তর্জাতিক পড়ুয়াদের হারাতে থাকলে একসময় বিশ্ববিদ্যালয়গুলিই নিজেদের ক্যাম্পাস খোলাতে বাধ্য হবে ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.