কলকাতা, 12 ফেব্রুয়ারি : বছরের প্রথম দিনই বাড়ানো হয়েছিল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম ৷ তারপর আজ ফের গ্যাসের দাম বাড়ানো হল ৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) তাদের ওয়েবসাইটে ভরতুকিহীন রান্নার গ্যাসের নতুন দামের এই তালিকা প্রকাশ করে ৷
IOC-র প্রকাশিত তালিকা অনুযায়ী, কলকাতায় সিলিন্ডারপিছু (14.2 কেজি) দাম বাড়ছে 149 টাকা ৷ দিল্লিতে বাড়ছে 144.50 টাকা ৷ মুম্বই ও চেন্নাইতে বাড়ছে যথাক্রমে 145 ও 147 টাকা ৷ অর্থাৎ এরপর থেকে কলকাতায় গ্রাহকদের সিলিন্ডারপিছু দিতে হবে 896 টাকা, যা আগে ছিল 747 টাকা ৷ দিল্লিবাসীকে দিতে হবে 858.50 টাকা, আগে দিতে হত 714 টাকা ৷ চেন্নাইয়ের গ্রাহকদের দিতে হবে 881 টাকা, যা আগে ছিল 734 টাকা ৷ মুম্বই শহরে ভরতুকিহীন গ্যাসের জন্য আজ থেকে দিতে হবে 829.50 টাকা, আগে দিতে হত 684.50 টাকা ৷
1 ফেব্রুয়ারি থেকে দাম বেড়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত সিলিন্ডারেও ৷ অর্থাৎ কলকাতায় সিলিন্ডারপিছু (19 কেজি) দাম বেড়ে হয়েছে 1540.50 টাকা, যা আগে ছিল 1308.50 টাকা ৷ দিল্লিতে দাম বেড়ে হয়েছে 1466 টাকা, যা আগে ছিল 1241 টাকা ৷ মুম্বইতে দাম বেড়ে হয়েছে 1416 টাকা, আগে দিতে হত 1190 টাকা ৷ এছাড়া চেন্নাইতে দাম বেড়ে হয়েছে 1589.50 টাকা, যা আগে ছিল 1363 টাকা ৷
প্রত্যেক গ্রাহককে বছরে 14.2 কেজি ওজনের 12টি সিলিন্ডারের জন্য ভরতুকি দেওয়া হয় ৷