ETV Bharat / bharat

20 এপ্রিল থেকে শর্তসাপেক্ষে MGNREGA-র কাজে ছাড় কেন্দ্রের - 20 এপ্রিল থেকে কাজের অনুমতি

20 এপ্রিল থেকে শর্তসাপেক্ষে MGNREGA-র অধীনে সবরকম কাজের অনুমতি দেওয়া হল ।

MGNREGA
লকডাউন নির্দেশিকা
author img

By

Published : Apr 15, 2020, 8:15 PM IST

Updated : Apr 15, 2020, 8:27 PM IST

দিল্লি,15 এপ্রিল : আজ লকডাউনের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার । সেখানে নির্দিষ্ট কয়েকটি বিষয় যেমন মেনে চলার কথা বলা হয়েছে তেমনই কয়েকটি ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও । 20 এপ্রিল থেকে শর্তসাপেক্ষে মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্টের (MGNREGA) অধীনে সবরকম কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

গতকাল লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর আজ কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় । সেখানে বলা হয়, 20 এপ্রিলের পর থেকে কয়েকটি ক্ষেত্রকে লকডাউন থেকে ছাড় দেওয়া হচ্ছে । কোন কোন ক্ষেত্রকে ছাড় দেওয়া হচ্ছে তাও জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায় ।


নির্দেশিকায় বলা হয়, 20 এপ্রিল থেকে MGNREGA-এর অধীনে সবরকম কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে । তবে শর্ত সাপেক্ষে । সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি কর্মীদের মাস্ক পরতে হবে । নির্দেশিকায় বলা হয়েছে, MGNREGA-র অধীনে সেচ এবং জল সংরক্ষণের কাজকে প্রাধান্য দেওয়া হবে ।

লকডাউনের জেরে দেশের অনেকেই সমস্যায় পড়েছে । মূলত দিনমজুররা । আর তাদের কথা মাথায় রেখেই এবার MGNREGA-র অধীনে সবরকম কাজে 20 এপ্রিল থেকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের তরফে ।

দিল্লি,15 এপ্রিল : আজ লকডাউনের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার । সেখানে নির্দিষ্ট কয়েকটি বিষয় যেমন মেনে চলার কথা বলা হয়েছে তেমনই কয়েকটি ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও । 20 এপ্রিল থেকে শর্তসাপেক্ষে মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্টের (MGNREGA) অধীনে সবরকম কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

গতকাল লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর আজ কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় । সেখানে বলা হয়, 20 এপ্রিলের পর থেকে কয়েকটি ক্ষেত্রকে লকডাউন থেকে ছাড় দেওয়া হচ্ছে । কোন কোন ক্ষেত্রকে ছাড় দেওয়া হচ্ছে তাও জানিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায় ।


নির্দেশিকায় বলা হয়, 20 এপ্রিল থেকে MGNREGA-এর অধীনে সবরকম কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে । তবে শর্ত সাপেক্ষে । সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি কর্মীদের মাস্ক পরতে হবে । নির্দেশিকায় বলা হয়েছে, MGNREGA-র অধীনে সেচ এবং জল সংরক্ষণের কাজকে প্রাধান্য দেওয়া হবে ।

লকডাউনের জেরে দেশের অনেকেই সমস্যায় পড়েছে । মূলত দিনমজুররা । আর তাদের কথা মাথায় রেখেই এবার MGNREGA-র অধীনে সবরকম কাজে 20 এপ্রিল থেকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের তরফে ।

Last Updated : Apr 15, 2020, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.