ETV Bharat / bharat

কাশ্মীরকে আবার স্বর্গে পরিণত করতে হবে : মোদি - jammu and kashmir

আজ নাসিকে দলীয় জনসভায় নরেন্দ্র মোদি বলেন, "আমরা সবসময় জানতাম কাশ্মীর আমাদের । তবে এখন নতুন স্লোগান তুলতে হবে ৷ বলতে হবে, সবাই মিলে এক নতুন কাশ্মীর গড়ে তুলব । আরও একবার কাশ্মীরকে স্বর্গে পরিণত করতে হবে ।"

মোদি
author img

By

Published : Sep 19, 2019, 4:35 PM IST

নাসিক, 19 সেপ্টেম্বর : কাশ্মীরকে আবার স্বর্গে পরিণত করতে হবে । আজ নাসিকে দলীয় জনসভায় একথাই বললেন নরেন্দ্র মোদি । সেখানে বর্তমান সরকারের 100 দিনের কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি ।

সরকারের একাধিক পদক্ষেপের বিষয়ে বলতে গিয়ে মোদি বলেন, "আমরা জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমস্ত সমস্যাকে দূর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম । আজ আমি আত্মতুষ্টির সঙ্গে বলতে পারি যে সেসব সমস্যা দূর করার পথে এগোতে পেরেছি । দেশের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা এগিয়েছি । দেশের সংবিধানের মধ্যে জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তি শুধু সরকারের সিদ্ধান্ত ছিল না । এটি 130 কোটি ভারতীয়র সিদ্ধান্ত । জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষদের হিংসা, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে রক্ষা করতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ।"

পাশাপাশি কাশ্মীরের উন্নতিতে সারা দেশকে সমান ভাগীদার হতে হবে বলেও জানান মোদি । বলেন, "আমরা সবসময় জানতাম কাশ্মীর আমাদের । তবে এখন নতুন স্লোগান তুলতে হবে ৷ বলতে হবে, সবাই মিলে এক নতুন কাশ্মীর গড়ে তুলব । আরও একবার কাশ্মীরকে স্বর্গে পরিণত করতে হবে ।"

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের পর থেকেই প্রতিবেশী দেশ কাশ্মীরকে অশান্ত করে তুলতে চেষ্টা করছে বলে অভিযোগ করেন মোদি । পাকিস্তানের নাম না করে বলেন, "সারা দেশ দেখছে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সীমান্তের ওপার থেকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে । জম্মু ও কাশ্মীরে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে । তবে জম্মু ও কাশ্মীরের যুব সমাজ, সেখানকার মা-বোনেরা এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে । তারা উন্নতি চায়, নতুন কর্মসংস্থান চায় ।"

নাসিক, 19 সেপ্টেম্বর : কাশ্মীরকে আবার স্বর্গে পরিণত করতে হবে । আজ নাসিকে দলীয় জনসভায় একথাই বললেন নরেন্দ্র মোদি । সেখানে বর্তমান সরকারের 100 দিনের কাজের খতিয়ানও তুলে ধরেন তিনি ।

সরকারের একাধিক পদক্ষেপের বিষয়ে বলতে গিয়ে মোদি বলেন, "আমরা জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমস্ত সমস্যাকে দূর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম । আজ আমি আত্মতুষ্টির সঙ্গে বলতে পারি যে সেসব সমস্যা দূর করার পথে এগোতে পেরেছি । দেশের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা এগিয়েছি । দেশের সংবিধানের মধ্যে জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তি শুধু সরকারের সিদ্ধান্ত ছিল না । এটি 130 কোটি ভারতীয়র সিদ্ধান্ত । জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষদের হিংসা, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে রক্ষা করতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ।"

পাশাপাশি কাশ্মীরের উন্নতিতে সারা দেশকে সমান ভাগীদার হতে হবে বলেও জানান মোদি । বলেন, "আমরা সবসময় জানতাম কাশ্মীর আমাদের । তবে এখন নতুন স্লোগান তুলতে হবে ৷ বলতে হবে, সবাই মিলে এক নতুন কাশ্মীর গড়ে তুলব । আরও একবার কাশ্মীরকে স্বর্গে পরিণত করতে হবে ।"

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের পর থেকেই প্রতিবেশী দেশ কাশ্মীরকে অশান্ত করে তুলতে চেষ্টা করছে বলে অভিযোগ করেন মোদি । পাকিস্তানের নাম না করে বলেন, "সারা দেশ দেখছে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সীমান্তের ওপার থেকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে । জম্মু ও কাশ্মীরে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে । তবে জম্মু ও কাশ্মীরের যুব সমাজ, সেখানকার মা-বোনেরা এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে । তারা উন্নতি চায়, নতুন কর্মসংস্থান চায় ।"

New Delhi, Sep 19 (ANI): Congress leader and party's former Jharkhand chief, Dr Ajoy Kumar, joined the Aam Aadmi Party on September 19. He joined the AAP in presence of Delhi's Deputy Chief Minister Manish Sisodia. Kumar had resigned as Jharkhand Pradesh Congress Committee (JPCC) resident last month.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.