ETV Bharat / bharat

দেশে সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা - দেশের কোরোনা পরিস্থিতি

24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 36,594 জন ৷ মৃত্যু হয়েছে 540 জনের ৷ সুস্থ হয়েছেন 42 হাজার 916 জন ৷

কোরোনা
কোরোনা
author img

By

Published : Dec 4, 2020, 12:04 PM IST

দিল্লি, 4 ডিসেম্বর : দেশে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা 40 হাজারের নিচেই রইল ৷ 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 36,594 জন ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 95 লাখ 71 হাজার 559 ৷

আরও পড়ুন : বিনামূল্যে ভ্যাকসিন পাবে অ্যামেরিকাবাসী, প্রতিশ্রুতি বাইডেনের

কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 540 জনের ৷ বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল 526 জনের ৷ এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 1 লাখ 39 হাজার 188 ৷ অন্যদিকে 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 42 হাজার 916 জন ৷ সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হল 90 লাখ 16 হাজার 289 ৷ এই মুহূর্তে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 16 হাজার 82 ৷

আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন নিতে ব্রিটেনে যেতে চেয়ে ফোন বিভিন্ন ভ্রমণ সংস্থায়

রাজ্যগুলির মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক এবং তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ৷

24 ঘণ্টায় মোট 11 লাখ 70 হাজার 102 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এতদিনে মোট 14 কোটি 47 লাখ 27 হাজার 749 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)।

দিল্লি, 4 ডিসেম্বর : দেশে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা 40 হাজারের নিচেই রইল ৷ 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 36,594 জন ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 95 লাখ 71 হাজার 559 ৷

আরও পড়ুন : বিনামূল্যে ভ্যাকসিন পাবে অ্যামেরিকাবাসী, প্রতিশ্রুতি বাইডেনের

কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 540 জনের ৷ বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল 526 জনের ৷ এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 1 লাখ 39 হাজার 188 ৷ অন্যদিকে 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 42 হাজার 916 জন ৷ সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হল 90 লাখ 16 হাজার 289 ৷ এই মুহূর্তে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 16 হাজার 82 ৷

আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন নিতে ব্রিটেনে যেতে চেয়ে ফোন বিভিন্ন ভ্রমণ সংস্থায়

রাজ্যগুলির মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক এবং তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ৷

24 ঘণ্টায় মোট 11 লাখ 70 হাজার 102 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এতদিনে মোট 14 কোটি 47 লাখ 27 হাজার 749 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.