ETV Bharat / bharat

দেশীয় পদ্ধতিতে তৈরি ভাবা কবচ রুখে দেবে AK-47 রাইফেলের গুলি

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ভাবা কবচ নিয়ে 2015-2016 সাল থেকে গবেষণা চলছে । ভাবা অ্যাটমিক রিসার্চের তরফে এর টেকনোলজি গড়ে তোলা হয়েছে ।

bullet proof jacket bhabha kavach
দেশীয় পদ্ধতিতে তৈরি ভাবা কবচ
author img

By

Published : Sep 14, 2020, 8:02 AM IST

দিল্লি, 14 সেপ্টেম্বর : একদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যখন চিনের সঙ্গে কড়া টক্কর দিচ্ছে ভারতীয় সেনা । তখন বীর জওয়ানদের জন্য উন্নতমানের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল হায়দরাবাদের একটি সংস্থা । আন্তর্জাতিক মানের ওই জ্যাকেটের নাম দেওয়া হয়েছে 'ভাবা কবচ' ।

মিশ্র ধাতু নিগম লিমিটেডের তৈরি নতুন বুলেট প্রুফ জ্যাকেট AK-47 রাইফেলের গুলি থেকে সুরক্ষা প্রদানে সক্ষম । ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের তরফে নতুন বুলেট প্রুফ জ্যাকেটের টেকনোলজি গড়ে তোলা হয়েছে । 100টির মতো নতুন বুলেট প্রুফ জ্যাকেট ইতিমধ্যে আধাসেনার হাতে তুলে দেওয়া হয়েছে । সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই বুলেট প্রুফ জ্যাকেট আসলে 'আত্মনির্ভর ভারত' প্রকল্পের একটি প্রয়াস বলে মনে করছে মিশ্র ধাতু নিগম লিমিটেড । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশীয় পদ্ধতিতে অস্ত্র তৈরির উপর জোর দেন । এই বিষয়ে বিশেষ গাইডলাইন নির্দিষ্ট করেছে প্রতিরক্ষা মন্ত্রক ।

ভাবা কবচের দাম 70 হাজার টাকা প্রতি পিসে পড়ছে । অন্যদিকে বিদেশ থেকে বুলেট প্রুফ জ্যাকেট আমদানি করতে গেলে সেই দাম প্রায় দেড় লাখ টাকা অর্থাৎ দ্বিগুনের বেশি হচ্ছে । জ্যাকেটগুলির ওজন ছয় থেকে সাত কেজির মধ্যে । সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার 639 কোটি টাকা খরচ করে এই জ্যাকেট কিনতে পারে ।

দিল্লি, 14 সেপ্টেম্বর : একদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যখন চিনের সঙ্গে কড়া টক্কর দিচ্ছে ভারতীয় সেনা । তখন বীর জওয়ানদের জন্য উন্নতমানের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল হায়দরাবাদের একটি সংস্থা । আন্তর্জাতিক মানের ওই জ্যাকেটের নাম দেওয়া হয়েছে 'ভাবা কবচ' ।

মিশ্র ধাতু নিগম লিমিটেডের তৈরি নতুন বুলেট প্রুফ জ্যাকেট AK-47 রাইফেলের গুলি থেকে সুরক্ষা প্রদানে সক্ষম । ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের তরফে নতুন বুলেট প্রুফ জ্যাকেটের টেকনোলজি গড়ে তোলা হয়েছে । 100টির মতো নতুন বুলেট প্রুফ জ্যাকেট ইতিমধ্যে আধাসেনার হাতে তুলে দেওয়া হয়েছে । সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই বুলেট প্রুফ জ্যাকেট আসলে 'আত্মনির্ভর ভারত' প্রকল্পের একটি প্রয়াস বলে মনে করছে মিশ্র ধাতু নিগম লিমিটেড । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশীয় পদ্ধতিতে অস্ত্র তৈরির উপর জোর দেন । এই বিষয়ে বিশেষ গাইডলাইন নির্দিষ্ট করেছে প্রতিরক্ষা মন্ত্রক ।

ভাবা কবচের দাম 70 হাজার টাকা প্রতি পিসে পড়ছে । অন্যদিকে বিদেশ থেকে বুলেট প্রুফ জ্যাকেট আমদানি করতে গেলে সেই দাম প্রায় দেড় লাখ টাকা অর্থাৎ দ্বিগুনের বেশি হচ্ছে । জ্যাকেটগুলির ওজন ছয় থেকে সাত কেজির মধ্যে । সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার 639 কোটি টাকা খরচ করে এই জ্যাকেট কিনতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.