কাঠমান্ডু (নেপাল), 27 জানুয়ারি : আবেদনের এক সপ্তাহের মধ্য়ে প্রতিবেশী নেপালকে করোনার দশ লক্ষ ভ্যাকসিন পৌঁছে দিল ভারত ৷ আর তার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানালেন নেপালের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ৷ ভারত কোভিশিল্ডের 10 লক্ষ ডোজ নেপালে পাঠিয়েছে ৷ টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করে ধন্যবাদ জানান কেপি শর্মা ৷ আজ থেকে করোনার ভ্য়াকসিনেশন শুরু হয়েছে নেপালে ৷
আজ প্রধানমন্ত্রীকে উল্লেখ করে কেপি শর্মা অলি বলেন, ‘‘আমরা করোনার ভ্য়াকসিনেশন করার দ্রুত সুযোগ পেলাম ৷ আমি আমাদের প্রতিবেশী ভারত ও তার মানুষ এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানাচ্ছি ৷ ভারতে করোনার ভ্য়াকসিন রোল আউট হওয়ার পর, মাত্র এক সপ্তাহের মধ্য়ে তাঁরা আমাদের জন্য ভ্য়াকসিন পাঠিয়েছে ৷
আরও পড়ুন : কোভিশিল্ডের জন্য ভারতকে কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রধানমন্ত্রীর
করোনার এই টিকাকরণ কর্মসূচির সূচনায় অনলাইনে অলি জানান, ‘‘হিমালয়ের দেশের সব নারগিককে আগামী 3 মাসের মধ্য়ে করোনার ভ্য়াকসিন দেওয়া সম্পন্ন করবে সে দেশের সরকার ৷ নেপালের 62 টি হাসপাতাল ছাড়াও 120 টি কেন্দ্রে ভ্য়াকসিনেশন করা হয়েছে ৷ প্রথম ধাপে সাড়ে 4 লক্ষ স্বাস্থ্য কর্মীকে ভারতের পাঠানো করোনার ভ্য়াকসিন দেওয়া হবে ৷