ETV Bharat / bharat

ফের পিছিয়ে গেল NEET ও JEE মেইন, কবে হবে পরীক্ষা ? - পিছিয়ে গেল NEET ও JEE মেইন

কোরোনা পরিস্থিতিতে আরও এক দফায় পরিবর্তন করা হল NEET ও JEE মেইন পরীক্ষার দিন । জেনে নিন কবে হবে পরীক্ষা ।

NEET
ফাইল ছবি
author img

By

Published : Jul 3, 2020, 8:28 PM IST

দিল্লি, 3 জুলাই : পিছিয়ে গেল NEET JEE মেইন পরীক্ষার দিন । সেপ্টেম্বরেএবছরের NEET পরীক্ষানেওয়া হবে । জানালেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল । আপাতত স্থগিত রাখাহয়েছে JEE অ্যাডভান্সপরীক্ষাও । বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হওয়া একটি প্যানেলের জমা দেওয়া রিপোর্টেরভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রমেশ পোখরিয়াল । কোরোনার কারণেই এইসিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

স্নাতকস্তরে ইঞ্জিনিয়রিংয়ের প্রবেশিকা অর্থাৎ, JEE মেইন পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে । JEE অ্যাডভান্স পরীক্ষার দিন ধার্য করাহয়েছে 27 সেপ্টেম্বর। এবছরের NEET-এরপরীক্ষা নেওয়া হবে 13 সেপ্টেম্বর। এই নিয়ে তৃতীয়বার এ বছরের জয়েন্ট এন্ট্রান্স ও NEET-এর সূচি পরিবর্তন করা হল । প্রাথমিকসূচি অনুযায়ী এপ্রিল মাসে হওয়ার কথা ছিল পরীক্ষাগুলি । পরে তা পিছিয়ে মে মাসেপরীক্ষাগুলি নেওয়ার কথা বলা হয়েছিল । কিন্তু বাড়তে থাকা কোরোনা পরিস্থিতির মাঝেআরও একবার পরীক্ষার দিন পরিবর্তন করতে বাধ্য হয় কেন্দ্র ।

এ-বার 15 লাখেরও বেশি পড়ুয়া NEET পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন । IIT বাদে বাকি ইঞ্জিনিয়রিং কলেজগুলির জন্য JEE (মেইন) পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন 9 লাখেরও বেশি পড়ুয়া ।এদিকে কমানো হয়েছে GATE পরীক্ষায় বসার জন্য প্রাপ্ত নম্বরের নিম্নসীমাও । GATE পরীক্ষায় বসতে CGPA 8 বা তার সমতূল্য 750 নম্বর থেকে কমিয়ে 650 করা হয়েছে ।

দিল্লি, 3 জুলাই : পিছিয়ে গেল NEET JEE মেইন পরীক্ষার দিন । সেপ্টেম্বরেএবছরের NEET পরীক্ষানেওয়া হবে । জানালেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল । আপাতত স্থগিত রাখাহয়েছে JEE অ্যাডভান্সপরীক্ষাও । বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হওয়া একটি প্যানেলের জমা দেওয়া রিপোর্টেরভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রমেশ পোখরিয়াল । কোরোনার কারণেই এইসিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

স্নাতকস্তরে ইঞ্জিনিয়রিংয়ের প্রবেশিকা অর্থাৎ, JEE মেইন পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে । JEE অ্যাডভান্স পরীক্ষার দিন ধার্য করাহয়েছে 27 সেপ্টেম্বর। এবছরের NEET-এরপরীক্ষা নেওয়া হবে 13 সেপ্টেম্বর। এই নিয়ে তৃতীয়বার এ বছরের জয়েন্ট এন্ট্রান্স ও NEET-এর সূচি পরিবর্তন করা হল । প্রাথমিকসূচি অনুযায়ী এপ্রিল মাসে হওয়ার কথা ছিল পরীক্ষাগুলি । পরে তা পিছিয়ে মে মাসেপরীক্ষাগুলি নেওয়ার কথা বলা হয়েছিল । কিন্তু বাড়তে থাকা কোরোনা পরিস্থিতির মাঝেআরও একবার পরীক্ষার দিন পরিবর্তন করতে বাধ্য হয় কেন্দ্র ।

এ-বার 15 লাখেরও বেশি পড়ুয়া NEET পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন । IIT বাদে বাকি ইঞ্জিনিয়রিং কলেজগুলির জন্য JEE (মেইন) পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন 9 লাখেরও বেশি পড়ুয়া ।এদিকে কমানো হয়েছে GATE পরীক্ষায় বসার জন্য প্রাপ্ত নম্বরের নিম্নসীমাও । GATE পরীক্ষায় বসতে CGPA 8 বা তার সমতূল্য 750 নম্বর থেকে কমিয়ে 650 করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.