ETV Bharat / bharat

আসছে আমফান : কী করবেন ও কী করবেন না - Necessary Action to stay safe from Amphan

আগামীকাল যে কোনও সময়ে আমফান আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকায় । তাই সুরক্ষিত থাকতে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপের উল্লেখ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ।

Amphan
আমফান
author img

By

Published : May 19, 2020, 11:54 AM IST

Updated : May 19, 2020, 5:40 PM IST

দিল্লি ও কলকাতা, 19 মে : প্রবল শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান । আগামীকাল যে কোনও সময়ে আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকায় । তাই সুরক্ষিত থাকতে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপের উল্লেখ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ । একনজরে দেখে নিন সেগুলি ।

ঘূর্ণিঝড় পূর্ববর্তী প্রস্তুতি :

  • বাড়ির কোনও টাইল খুলে গিয়ে থাকলে বা দরজা-জানালার পুনর্নির্মাণের প্রয়োজন থাকলে তা করে ফেলতে হবে
  • বাড়ির সামনে থেকে মৃত বা মৃতপ্রায় গাছ, আলগা টিনের চাল, ইট, সাইন বোর্ড সরিয়ে ফেলতে হবে । কারণ, প্রবল ঝড়ে এগুলি উড়ে গিয়ে ক্ষতি করতে পারে
  • হ্যারিকেন বা লন্ঠনে কেরোসিন তেল ঢেলে তৈরি রাখতে হবে
  • ব্যাটারি পরিচালিত টর্চ হাতের কাছে রাখতে হবে । সেইসঙ্গে পর্যাপ্ত সংখ্যায় ব্যাটারিও মজুত রাখতে হবে
  • ভগ্নপ্রায় বিল্ডিংগুলিকে পুরোপুরিভাবে ভেঙে দিতে হবে
  • রেডিয়ো হাতের কাছে রাখতে হবে । সেইসঙ্গে অতিরিক্ত ব্যাটারিও রাখতে হবে
  • জরুরি অবস্থার জন্য শুকনো খাবার মজুত করে রাখতে হবে

ঘূর্ণিঝড় চলাকালীন প্রস্তুতি :

  • ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য বা খবর পেতে রেডিয়ো শুনুন
  • যে সতর্কতামূলক বার্তাগুলি দেওয়া হচ্ছে সেগুলিতে নজর রাখুন । তাহলে ঘূর্ণিঝড়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারবেন
  • ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্যগুলি সম্পর্কে অন্যদের অবগত করুন
  • এই উদ্বেগপূর্ণ সময়ে গুজবে কান দেবেন না ও ছড়াবেন না
  • ঘূর্ণিঝড় সংক্রান্ত সরকারি তথ্যগুলিকেই শুধু বিশ্বাস করবেন
  • আপনার এলাকায় ঘূর্ণিঝড় নিয়ে সংকেত দেওয়া হলেও স্বাভাবিক জীবনযাপন করুন । তবে, রেডিয়োর মাধ্যমে যে বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে সেগুলি মেনে চলুন
  • ঘূর্ণিঝড় আছড়ে পড়ার 24 ঘণ্টা পর্যন্ত সতর্ক থাকুন
  • উপকূলবর্তী এলাকাগুলিতে যাবেন না
  • যদি আপনার বাড়ি উঁচু জমিতে নির্মিত হয়ে থাকে তাহলে তার সুরক্ষিত অংশে থাকুন । তবে, যদি সেখান থেকে সরকারের তরফে বেরিয়ে আসতে বলা হয় তাহলে কুন্ঠা বোধ করবেন না
  • শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখুন । সেইসঙ্গে মুখ বন্ধ বোতলে খাবারের জল রাখুন ।
  • বাড়ি খালি করতে বলা হলে জরুরি কাগজ-নথিপত্র কোনও সুরক্ষিত জায়গায় তুলে রাখুন বা নিজের সঙ্গে রাখুন
  • প্রয়োজনের সময় হ্যারিকেন, লন্ঠন বা টর্চ যাতে কাজ করে তা নিশ্চিত করুন এবং হাতের কাছে রাখুন
  • ঘূর্ণিঝড়ের কেন্দ্র যদি আপনার বাড়ি বা আশপাশের এলাকায় থাকে তাহলে সেইসময় বাড়ি থেকে বের হবেন না
  • বাড়িতে বিদ্যুতের মেন সুইচ অফ করে দিন
  • শান্ত থাকুন
  • বাড়ি খালি করতে বলা হলে নিজের ও পরিবারের জন্য কিছু দিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেবেন । তার মধ্যে ওষুধ, বাচ্চা ও বয়স্কদের জন্য বিশেষ খাবারও রয়েছে
  • বাড়ি খালি করার পর নির্ধারিত স্থানে আশ্রয় নিন
  • পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্ধারিত স্থানেই আশ্রয়ে থাকুন

ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি :

  • বাড়ি ফেরার নির্দেশ না আসা পর্যন্ত নির্ধারিত স্থানে আশ্রয়ে থাকুন
  • এই বিপর্যয়ের কারণে কোনও রোগের শিকার না হতে অবিলম্বে টীকা নিতে হবে
  • লাইট পোস্টগুলিতে ঝুলতে থাকা বা আলগা কোনও বৈদ্যুতিক তার থেকে দূরত্ব বজায় রাখুন
  • যদি গাড়ি চালানোর প্রয়োজন হয় তাহলে সতর্কতা অবলম্বন করুন
  • ঘূর্ণিঝড়ের কারণে বাড়ির উঠোন চত্বরে ধুলো বা কোনও কিছুর ভাঙা অংশ পড়ে থাকলে তা পরিষ্কার করুন
  • নিজের ক্ষতির সঠিক খতিয়ান দিন কর্তৃপক্ষকে

দিল্লি ও কলকাতা, 19 মে : প্রবল শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান । আগামীকাল যে কোনও সময়ে আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকায় । তাই সুরক্ষিত থাকতে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপের উল্লেখ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ । একনজরে দেখে নিন সেগুলি ।

ঘূর্ণিঝড় পূর্ববর্তী প্রস্তুতি :

  • বাড়ির কোনও টাইল খুলে গিয়ে থাকলে বা দরজা-জানালার পুনর্নির্মাণের প্রয়োজন থাকলে তা করে ফেলতে হবে
  • বাড়ির সামনে থেকে মৃত বা মৃতপ্রায় গাছ, আলগা টিনের চাল, ইট, সাইন বোর্ড সরিয়ে ফেলতে হবে । কারণ, প্রবল ঝড়ে এগুলি উড়ে গিয়ে ক্ষতি করতে পারে
  • হ্যারিকেন বা লন্ঠনে কেরোসিন তেল ঢেলে তৈরি রাখতে হবে
  • ব্যাটারি পরিচালিত টর্চ হাতের কাছে রাখতে হবে । সেইসঙ্গে পর্যাপ্ত সংখ্যায় ব্যাটারিও মজুত রাখতে হবে
  • ভগ্নপ্রায় বিল্ডিংগুলিকে পুরোপুরিভাবে ভেঙে দিতে হবে
  • রেডিয়ো হাতের কাছে রাখতে হবে । সেইসঙ্গে অতিরিক্ত ব্যাটারিও রাখতে হবে
  • জরুরি অবস্থার জন্য শুকনো খাবার মজুত করে রাখতে হবে

ঘূর্ণিঝড় চলাকালীন প্রস্তুতি :

  • ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য বা খবর পেতে রেডিয়ো শুনুন
  • যে সতর্কতামূলক বার্তাগুলি দেওয়া হচ্ছে সেগুলিতে নজর রাখুন । তাহলে ঘূর্ণিঝড়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারবেন
  • ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্যগুলি সম্পর্কে অন্যদের অবগত করুন
  • এই উদ্বেগপূর্ণ সময়ে গুজবে কান দেবেন না ও ছড়াবেন না
  • ঘূর্ণিঝড় সংক্রান্ত সরকারি তথ্যগুলিকেই শুধু বিশ্বাস করবেন
  • আপনার এলাকায় ঘূর্ণিঝড় নিয়ে সংকেত দেওয়া হলেও স্বাভাবিক জীবনযাপন করুন । তবে, রেডিয়োর মাধ্যমে যে বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে সেগুলি মেনে চলুন
  • ঘূর্ণিঝড় আছড়ে পড়ার 24 ঘণ্টা পর্যন্ত সতর্ক থাকুন
  • উপকূলবর্তী এলাকাগুলিতে যাবেন না
  • যদি আপনার বাড়ি উঁচু জমিতে নির্মিত হয়ে থাকে তাহলে তার সুরক্ষিত অংশে থাকুন । তবে, যদি সেখান থেকে সরকারের তরফে বেরিয়ে আসতে বলা হয় তাহলে কুন্ঠা বোধ করবেন না
  • শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখুন । সেইসঙ্গে মুখ বন্ধ বোতলে খাবারের জল রাখুন ।
  • বাড়ি খালি করতে বলা হলে জরুরি কাগজ-নথিপত্র কোনও সুরক্ষিত জায়গায় তুলে রাখুন বা নিজের সঙ্গে রাখুন
  • প্রয়োজনের সময় হ্যারিকেন, লন্ঠন বা টর্চ যাতে কাজ করে তা নিশ্চিত করুন এবং হাতের কাছে রাখুন
  • ঘূর্ণিঝড়ের কেন্দ্র যদি আপনার বাড়ি বা আশপাশের এলাকায় থাকে তাহলে সেইসময় বাড়ি থেকে বের হবেন না
  • বাড়িতে বিদ্যুতের মেন সুইচ অফ করে দিন
  • শান্ত থাকুন
  • বাড়ি খালি করতে বলা হলে নিজের ও পরিবারের জন্য কিছু দিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেবেন । তার মধ্যে ওষুধ, বাচ্চা ও বয়স্কদের জন্য বিশেষ খাবারও রয়েছে
  • বাড়ি খালি করার পর নির্ধারিত স্থানে আশ্রয় নিন
  • পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্ধারিত স্থানেই আশ্রয়ে থাকুন

ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি :

  • বাড়ি ফেরার নির্দেশ না আসা পর্যন্ত নির্ধারিত স্থানে আশ্রয়ে থাকুন
  • এই বিপর্যয়ের কারণে কোনও রোগের শিকার না হতে অবিলম্বে টীকা নিতে হবে
  • লাইট পোস্টগুলিতে ঝুলতে থাকা বা আলগা কোনও বৈদ্যুতিক তার থেকে দূরত্ব বজায় রাখুন
  • যদি গাড়ি চালানোর প্রয়োজন হয় তাহলে সতর্কতা অবলম্বন করুন
  • ঘূর্ণিঝড়ের কারণে বাড়ির উঠোন চত্বরে ধুলো বা কোনও কিছুর ভাঙা অংশ পড়ে থাকলে তা পরিষ্কার করুন
  • নিজের ক্ষতির সঠিক খতিয়ান দিন কর্তৃপক্ষকে
Last Updated : May 19, 2020, 5:40 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.