ETV Bharat / bharat

দেশে একদিনে কোরোনায় সংক্রমিত প্রায় 90 হাজার

দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 43 লাখ 70 হাজার 129 । মৃত্যু হয়েছে 73 হাজার 890 জনের ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 33 লাখ 98 হাজার 845 জন ৷

india corona
india corona
author img

By

Published : Sep 9, 2020, 11:08 AM IST

দিল্লি, 9 সেপ্টেম্বর : গতকালের রিপোর্টে একদিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও, 24 ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের একদিনে আক্রান্তের সংখ্যা 90 হাজার ছুঁইছুঁই । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 89 হাজার 706 ৷ এরই সঙ্গে দেশের কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 43 লাখের গণ্ডি । বর্তমানে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 43 লাখ 70 হাজার 128 জন ৷

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কয়েকদিনে একটু হলেও কমেছে মৃতের সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 হাজার 115 জনের ৷ এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 73 হাজার 890 জন ৷ বেড়েছে সুস্থতার হারও ৷ এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে 33 লাখ 98 হাজার 845 জন ৷ বর্তমানে দেশে সুস্থতার হার 77.32 শতাংশ । পাশাপাশি, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 লাখ 97 হাজার 394 জন ৷

গত 24 ঘণ্টায় দেশে মোট কোরোনা পরীক্ষা করা হয়েছে 11 লাখ 54 হাজার 549 জনের ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ( ICMR ) ৷ উল্লেখ্য, 8 সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট 5 কোটি 18 লাখ 04 হাজার 677 জনের কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্ত হয়েছে 9 লাখ 43 হাজার 722 জন । সক্রিয় আক্রান্ত 2 লাখ 43 হাজার 446 জন । মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে সক্রিয় আক্রান্ত 11 শতাংশ । এরপর রয়েছে কর্নাটক । সেখানে 10.98 শতাংশ সংক্রিয় কোরোনা আক্রান্ত ।

আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই উত্তরপ্রদেশ ও তামিলনাডুও । উত্তরপ্রদেশে মোট সংক্রিয় আক্রান্ত রয়েছে সাত শতাংশ ও তামিলনাডুতে সক্রিয় আক্রান্ত 6 শতাংশের আশপাশে রয়েছে ।

দিল্লি, 9 সেপ্টেম্বর : গতকালের রিপোর্টে একদিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও, 24 ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের একদিনে আক্রান্তের সংখ্যা 90 হাজার ছুঁইছুঁই । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 89 হাজার 706 ৷ এরই সঙ্গে দেশের কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 43 লাখের গণ্ডি । বর্তমানে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 43 লাখ 70 হাজার 128 জন ৷

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কয়েকদিনে একটু হলেও কমেছে মৃতের সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 হাজার 115 জনের ৷ এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 73 হাজার 890 জন ৷ বেড়েছে সুস্থতার হারও ৷ এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে 33 লাখ 98 হাজার 845 জন ৷ বর্তমানে দেশে সুস্থতার হার 77.32 শতাংশ । পাশাপাশি, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 লাখ 97 হাজার 394 জন ৷

গত 24 ঘণ্টায় দেশে মোট কোরোনা পরীক্ষা করা হয়েছে 11 লাখ 54 হাজার 549 জনের ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ( ICMR ) ৷ উল্লেখ্য, 8 সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট 5 কোটি 18 লাখ 04 হাজার 677 জনের কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্ত হয়েছে 9 লাখ 43 হাজার 722 জন । সক্রিয় আক্রান্ত 2 লাখ 43 হাজার 446 জন । মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে সক্রিয় আক্রান্ত 11 শতাংশ । এরপর রয়েছে কর্নাটক । সেখানে 10.98 শতাংশ সংক্রিয় কোরোনা আক্রান্ত ।

আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই উত্তরপ্রদেশ ও তামিলনাডুও । উত্তরপ্রদেশে মোট সংক্রিয় আক্রান্ত রয়েছে সাত শতাংশ ও তামিলনাডুতে সক্রিয় আক্রান্ত 6 শতাংশের আশপাশে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.