দিল্লি, 31 জুলাই : হিংসাত্মক সংঘাত কেটে গেছে পাঁচ মাস । তারপরেও প্রাণনাশের হুমকি মিলছে । অগত্যা বহু পরিবার বাড়ি বিক্রি করার বিজ্ঞাপন লাগাচ্ছেন বাড়ির সামনে । উত্তর পূর্ব দিল্লির ঘটনা। দাঙ্গার সাথে জড়িত থাকার অভিযোগে এখনও অনেকে জেলে রয়েছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পরিবারের সদস্যরা । তারা জানিয়েছে এখনও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে । তারা আরও জানিয়েছে, বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যাওয়া ছাড়া আর কোনও গতি নেই । ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কারণে এই হুমকির বিষয়ে পুলিশকে আর জানাতে চাই না ।
শহরের মৌজপুর, মোহনপুরী ও মধুবন নামক মহল্লা আছে । এইসব মহল্লায় এমন অনেক পরিবার আছে যারা এখনও হুমকি পাচ্ছেন, তার জন্য যথেষ্ট আতঙ্কিত । বাড়ি বিক্রির এক বিজ্ঞাপনদাত্রীর কথায়, “আমাদের বাড়ি থেকে বের হতে দেবে না এমন হুমকি দেওয়া হচ্ছে । আমার স্বামী ও ভাই দুজনে জেলে রয়েছেন । আমরা আতঙ্কিত ।”
এ বিষয়ে মহিলার শাশুড়ী বলেন, “আমরা এখন একা থাকি । আমরা এই বাড়িটি বিক্রি করতে চাই । ওরা আমাদের হুমকি দিচ্ছে যে, আমরা যদি এই জায়গাটি বিক্রি না করি তবে আমাদের বাঁচতে দেবে না ।” অপর এক ব্যক্তি, যিনি নিজের বাড়ির বাইরেও একই ধরণের বিজ্ঞাপন দিয়েছেন । তিনি বলেন, “আমার ছেলে নির্দোষ । তাও জেলে রয়েছে । আমাদের কথা কেউ শুনছে না । আমাদের হুমকি দেওয়া হচ্ছে । আমরা কি করব ? প্রাণ বাঁচাতে বাড়িটিকে বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যাব ।"
চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সংঘাত শুরু হয় । পক্ষ ও বিপক্ষের মধ্যে । দাঙ্গায় মৃত্যু হয় কমপক্ষে 53 জনের, আহত হয়েছিল প্রায় 200 ।