ETV Bharat / bharat

বিহার ভোটের আগে BJP-র উদ্ধারকারী হতে পারে NCB-র তদন্ত : অধীর চৌধুরি

অধীররঞ্জন চৌধুরি টুইটারে লেখেন, ’’রাজপুত পর্ব " বিহারে BJP-র পক্ষে কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়েছে এবং এখন মাদক-তদন্ত তাদের জন্য উদ্ধারকারী হতে পারে ।

Adhir Chowdhury
অধীর চৌধুরি
author img

By

Published : Sep 26, 2020, 11:00 AM IST

দিল্লি , 26 সেপ্টেম্বর : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে BJP রাজনীতি করছে ৷ এই অভিযোগ তুলে NCB-র মাদক তদন্ত নিয়ে BJP-কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন , বিহারে বিধানসভা নির্বাচনের আগে NCB-র তদন্ত BJP-র জন্য উদ্ধারকারী হতে পারে ৷

অধীররঞ্জন চৌধুরি টুইটারে লেখেন, ’’রাজপুত পর্ব " বিহারে BJP-র পক্ষে কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়েছে এবং এখন মাদক-তদন্ত তাদের জন্য উদ্ধারকারী হতে পারে । এই মুহূর্তে CBI এবং ED কোনও অংশেই নেই, এখন সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে NCB ৷’’ তিনি NCB-র দিকে প্রশ্ন তুলে বলেন, ’’আপনারা কী তদন্ত করছেন ? মাদক ? এখনও পর্যন্ত কত পরিমাণ নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে ? কোনও জঙ্গি-যোগ পাননি ?’’

তাঁর বক্তব্য, বিহারের নির্বাচন ঘোষণা হয়েছে ৷ BJP-র ক্ষেত্রে এখন কিছু জরুরি এবং বৈদ্যুতিন মাধ্যমে উপস্থাপনযোগ্য উপকরণগুলি প্রয়োজন ৷ এটি অবশ্যই নারকোটিক্সের আবিষ্কার বা উদ্ধার নয়, তবে অবশ্যই এটি করুণ রাজনীতি ৷

শুক্রবারই বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ তিন পর্বে অনুষ্ঠিত হবে ভোট। 28 অক্টোবর এবং নভেম্বরের 3 ও 5 তারিখে ৷ গণনা 10 নভেম্বর।

দিল্লি , 26 সেপ্টেম্বর : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে BJP রাজনীতি করছে ৷ এই অভিযোগ তুলে NCB-র মাদক তদন্ত নিয়ে BJP-কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন , বিহারে বিধানসভা নির্বাচনের আগে NCB-র তদন্ত BJP-র জন্য উদ্ধারকারী হতে পারে ৷

অধীররঞ্জন চৌধুরি টুইটারে লেখেন, ’’রাজপুত পর্ব " বিহারে BJP-র পক্ষে কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়েছে এবং এখন মাদক-তদন্ত তাদের জন্য উদ্ধারকারী হতে পারে । এই মুহূর্তে CBI এবং ED কোনও অংশেই নেই, এখন সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে NCB ৷’’ তিনি NCB-র দিকে প্রশ্ন তুলে বলেন, ’’আপনারা কী তদন্ত করছেন ? মাদক ? এখনও পর্যন্ত কত পরিমাণ নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে ? কোনও জঙ্গি-যোগ পাননি ?’’

তাঁর বক্তব্য, বিহারের নির্বাচন ঘোষণা হয়েছে ৷ BJP-র ক্ষেত্রে এখন কিছু জরুরি এবং বৈদ্যুতিন মাধ্যমে উপস্থাপনযোগ্য উপকরণগুলি প্রয়োজন ৷ এটি অবশ্যই নারকোটিক্সের আবিষ্কার বা উদ্ধার নয়, তবে অবশ্যই এটি করুণ রাজনীতি ৷

শুক্রবারই বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ তিন পর্বে অনুষ্ঠিত হবে ভোট। 28 অক্টোবর এবং নভেম্বরের 3 ও 5 তারিখে ৷ গণনা 10 নভেম্বর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.