ETV Bharat / bharat

ছত্তিশগড়ে পুলিশের গুলিতে খতম মাওবাদী - পুলিশের এনকাউন্টারে নিহত মাওবাদী

পুলিশের গুলিতে মৃত্যু হল এক মাওবাদীর । এলাকায় তল্লাশি অভিযান চলছে ।

police encounter
police encounter
author img

By

Published : Aug 31, 2020, 2:26 PM IST

ধামতারি, 31 অগাস্ট : ছত্তিশগড়ের ধামতারি জেলায় পুলিশের গুলিতে মৃত্যু হল এক মাওবাদীর । নাগরি থানার ঘোড়াগাঁও গ্রামের কাছে জঙ্গলে গতরাতে তল্লাশি অভিযান চালায় পুলিশ । অভিযান চলাকালীন গোবরা LOS (লোকাল অর্গানাইজ়েশন স্কোয়াড) মাওবাদী গোষ্ঠীর এক সদস্য নিহত হয়েছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ।

পুলিশের ওই কর্তা বলেন, নাগরি থানা এলাকায় ধামতারি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ঘোড়াগাঁও গ্রামের কাছের জঙ্গলে গতরাত থেকে তল্লাশি অভিযান শুরু করে ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (DRG) । জঙ্গল দিয়ে যাওয়ার সময় গুলি চালাতে থাকে মাওবাদীরা । পালটা গুলি করে পুলিশও । লড়াই থামলে তল্লাশি চালিয়ে পুলিশ এক ব্যক্তির দেহ ও কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রবি । মাওবাদীদের গ্রুপ গোবরা LOS (লোকাল অর্গানাইজ়েশন স্কোয়াড)-এর সক্রিয় সদস্য ছিল সে । এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ ।

ধামতারি, 31 অগাস্ট : ছত্তিশগড়ের ধামতারি জেলায় পুলিশের গুলিতে মৃত্যু হল এক মাওবাদীর । নাগরি থানার ঘোড়াগাঁও গ্রামের কাছে জঙ্গলে গতরাতে তল্লাশি অভিযান চালায় পুলিশ । অভিযান চলাকালীন গোবরা LOS (লোকাল অর্গানাইজ়েশন স্কোয়াড) মাওবাদী গোষ্ঠীর এক সদস্য নিহত হয়েছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ।

পুলিশের ওই কর্তা বলেন, নাগরি থানা এলাকায় ধামতারি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ঘোড়াগাঁও গ্রামের কাছের জঙ্গলে গতরাত থেকে তল্লাশি অভিযান শুরু করে ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (DRG) । জঙ্গল দিয়ে যাওয়ার সময় গুলি চালাতে থাকে মাওবাদীরা । পালটা গুলি করে পুলিশও । লড়াই থামলে তল্লাশি চালিয়ে পুলিশ এক ব্যক্তির দেহ ও কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রবি । মাওবাদীদের গ্রুপ গোবরা LOS (লোকাল অর্গানাইজ়েশন স্কোয়াড)-এর সক্রিয় সদস্য ছিল সে । এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.