ETV Bharat / bharat

INS বিক্রমাদিত্যে আগুন, মৃত নৌসেনা অফিসার - ডি এস চৌহান

যুদ্ধবিমান বহনকারী INS বিক্রমাদিত্যে আগুন লেগে মৃত্যু হল এক নৌসেনা অফিসারের । মৃত নৌসেনা অফিসার হলেন লেফটেনন্ট কমান্ডার ডি এস চৌহান ।

ডি এস চৌহান
author img

By

Published : Apr 26, 2019, 5:08 PM IST

Updated : Apr 26, 2019, 10:28 PM IST

কারওয়ার (কর্নাটক), 26 এপ্রিল: যুদ্ধবিমান বহনকারী INS বিক্রমাদিত্যে আগুন লেগে মৃত্যু হল এক নৌসেনা অফিসারের । কর্নাটকের কারওয়ার বন্দরে ঢোকার মুখে যুদ্ধবিমানবাহী জাহাজটিতে আগুন ধরে যায় । মৃত নৌসেনা অফিসার হলেন লেফটেনন্ট কমান্ডার ডি এস চৌহান । তবে জাহাজে থাকা কর্মী ও নৌসেনা আধিকারিকদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে ।

আগুনের জেরে জাহাজের ভিতর কালো ধোঁয়ায় ঢেকে যায় । ফলে শ্বাসরোধ হয়ে জ্ঞান হারান লেফটেনন্ট কমান্ডার চৌহান । নৌসেনা জানিয়েছে, INS বিক্রমাদিত্যে আগুন ধরে যাওয়ার পর সাহসের সঙ্গে তা মোকাবিলা করেছিলেন লেফটেনন্ট কমান্ডার চৌহান । কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার মুহূর্তে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । পরে ওই নৌসেনা আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ।

বন্দরে ঢোকার মুখে INS বিক্রমাদিত্যে আগুন কী ভাবে ধরল, তা নিয়ে তদন্ত শুরু করেছে নৌসেনা । একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌসেনা ।

কারওয়ার (কর্নাটক), 26 এপ্রিল: যুদ্ধবিমান বহনকারী INS বিক্রমাদিত্যে আগুন লেগে মৃত্যু হল এক নৌসেনা অফিসারের । কর্নাটকের কারওয়ার বন্দরে ঢোকার মুখে যুদ্ধবিমানবাহী জাহাজটিতে আগুন ধরে যায় । মৃত নৌসেনা অফিসার হলেন লেফটেনন্ট কমান্ডার ডি এস চৌহান । তবে জাহাজে থাকা কর্মী ও নৌসেনা আধিকারিকদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে ।

আগুনের জেরে জাহাজের ভিতর কালো ধোঁয়ায় ঢেকে যায় । ফলে শ্বাসরোধ হয়ে জ্ঞান হারান লেফটেনন্ট কমান্ডার চৌহান । নৌসেনা জানিয়েছে, INS বিক্রমাদিত্যে আগুন ধরে যাওয়ার পর সাহসের সঙ্গে তা মোকাবিলা করেছিলেন লেফটেনন্ট কমান্ডার চৌহান । কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার মুহূর্তে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । পরে ওই নৌসেনা আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ।

বন্দরে ঢোকার মুখে INS বিক্রমাদিত্যে আগুন কী ভাবে ধরল, তা নিয়ে তদন্ত শুরু করেছে নৌসেনা । একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌসেনা ।

New Delhi, Apr 26 (ANI): While addressing a press conference, Congress leader Rajeev Shukla said, "After nomination, Modi ji had said, 'some people are saying that Modi ji have won, don't get misguided, get out to vote it shows that Modi ji has realised the defeat in the first three phases. This is what we are also saying"
Last Updated : Apr 26, 2019, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.