ETV Bharat / bharat

আত্মনির্ভর ভারত অভিযান : অর্থমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় দেশ - আত্মনির্ভর ভারত অভিযান

গতকাল প্রধানমন্ত্রী আর্থিক সংকট মোকাবিলার কথা উল্লেখ করেন । জানান, এক আত্মনির্ভর ভারত গড়তে হবে । ঘোষণা করেন 20 লাখ কোটি টাকার প্যাকেজর । সেই প্যাকেজ কোন কোন খাতে সাহায্য করবে সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবেন অর্থমন্ত্রী ।

nirmala
nirmala
author img

By

Published : May 13, 2020, 12:44 PM IST

দিল্লি, 13 মে : কোরোনা ভাইরাসের প্রকোপ অব্যাহত। এই পরিস্থিতিতে গত সন্ধেয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী । 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বিষয়ে বিস্তারিত তথ্য দেশবাসীকে দেবেন বলে গতকালই ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি । আজ থেকে কয়েকদিন প্যাকেজ নিয়ে বিস্তারিত জানাবেন তিনি। সেইমতো আজ বিকেল চারটেয় নির্মলা সীতারমন আলোচনায় বসছেন।

কোরোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দীর্ঘ লকডাউন চলছে । ফলে, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি । এনিয়ে বিরোধীরা বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে । প্রশ্ন উঠেছে, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে কী পদক্ষেপ করেছে কেন্দ্র ? গত সন্ধেয় প্রধানমন্ত্রী আর্থিক সংকট মোকাবিলার কথা উল্লেখ করেন । জানান, আত্মনির্ভরশীল ভারত গড়তে হবে । ঘোষণা করেন, 20 লাখ কোটি টাকার প্যাকেজের ।

প্রধানমন্ত্রী বলেন, “20 লাখ কোটি টাকার এই প্যাকেজ সংকটজনক পরিস্থিতিতে সাহায্য করেব । বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করা হবে । ভারতের GDP-র 10 শতাংশ এই প্যাকেজ আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে । গরিব, শ্রমিক, ভিনরাজ্য ফেরত শ্রমিক, সংগঠিত-অসংগঠিত সেক্টর প্রত্যেকেই এই আর্থিক প্যাকেজের অন্তর্ভুক্ত । গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেককে সাহায্য করবে ।”

এই প্যাকেজ নিয়েই আজ বিস্তারিত জানাবেন অর্থমন্ত্রী। কোন কোন খাতে কত অর্থ সাহায্য করা হবে তা জানাবেন তিনি । আপাতত অর্থমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় দেশ । "আত্মনির্ভর ভারত অভিযান"-এ সরকার কী পদক্ষেপ করেছে তা জানার জন্য তাকিয়ে রয়েছেন প্রত্যেক ভারতীয় । এর আগে নির্মলা সীতারমন 1.7 লাখ কোটি টাকা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে ঘোষণা করেছিলেন । জানিয়েছিলেন, এই প্যাকেজ ঘোষণা করা হল যাতে গরিব মানুষের হাতে টাকা এবং খাবার থাকে।

দিল্লি, 13 মে : কোরোনা ভাইরাসের প্রকোপ অব্যাহত। এই পরিস্থিতিতে গত সন্ধেয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী । 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বিষয়ে বিস্তারিত তথ্য দেশবাসীকে দেবেন বলে গতকালই ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি । আজ থেকে কয়েকদিন প্যাকেজ নিয়ে বিস্তারিত জানাবেন তিনি। সেইমতো আজ বিকেল চারটেয় নির্মলা সীতারমন আলোচনায় বসছেন।

কোরোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দীর্ঘ লকডাউন চলছে । ফলে, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি । এনিয়ে বিরোধীরা বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে । প্রশ্ন উঠেছে, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে কী পদক্ষেপ করেছে কেন্দ্র ? গত সন্ধেয় প্রধানমন্ত্রী আর্থিক সংকট মোকাবিলার কথা উল্লেখ করেন । জানান, আত্মনির্ভরশীল ভারত গড়তে হবে । ঘোষণা করেন, 20 লাখ কোটি টাকার প্যাকেজের ।

প্রধানমন্ত্রী বলেন, “20 লাখ কোটি টাকার এই প্যাকেজ সংকটজনক পরিস্থিতিতে সাহায্য করেব । বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করা হবে । ভারতের GDP-র 10 শতাংশ এই প্যাকেজ আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে । গরিব, শ্রমিক, ভিনরাজ্য ফেরত শ্রমিক, সংগঠিত-অসংগঠিত সেক্টর প্রত্যেকেই এই আর্থিক প্যাকেজের অন্তর্ভুক্ত । গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেককে সাহায্য করবে ।”

এই প্যাকেজ নিয়েই আজ বিস্তারিত জানাবেন অর্থমন্ত্রী। কোন কোন খাতে কত অর্থ সাহায্য করা হবে তা জানাবেন তিনি । আপাতত অর্থমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় দেশ । "আত্মনির্ভর ভারত অভিযান"-এ সরকার কী পদক্ষেপ করেছে তা জানার জন্য তাকিয়ে রয়েছেন প্রত্যেক ভারতীয় । এর আগে নির্মলা সীতারমন 1.7 লাখ কোটি টাকা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে ঘোষণা করেছিলেন । জানিয়েছিলেন, এই প্যাকেজ ঘোষণা করা হল যাতে গরিব মানুষের হাতে টাকা এবং খাবার থাকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.