ETV Bharat / bharat

আদবানিকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

আজ বিজেপির এই প্রবীণ নেতার জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় আদবানিকে শুভেচ্ছা জানান । টুইটে তাঁকে ভারতের অন্যতম মহান নেতা বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ।

aa
author img

By

Published : Nov 8, 2019, 11:16 PM IST


দিল্লি , ৮ নভেম্বর: আপনিই BJPকে সংগঠিত করেছেন । BJPর উত্থানের আপনার অবদান অনস্বীকার্য । জন্মদিনে 'লৌহপুরুষ' এল কে আদবানিকে এভাবেই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আজ বিজেপির এই প্রবীণ নেতার জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় আদবানিকে শুভেচ্ছা জানান । টুইটে তাঁকে ভারতের অন্যতম মহান নেতা বলেও উল্লেখ করেনপ্রধানমন্ত্রী ।

অন্যদিকে, 370 ধারা বাতিলকে মোদি সরকারের 'সাহসী পদক্ষেপ' বলে প্রশংসা করেছেন আদবানি । প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির সঙ্গে আদবানিও BJPর প্রতিষ্ঠাতা সদস্য ।


দিল্লি , ৮ নভেম্বর: আপনিই BJPকে সংগঠিত করেছেন । BJPর উত্থানের আপনার অবদান অনস্বীকার্য । জন্মদিনে 'লৌহপুরুষ' এল কে আদবানিকে এভাবেই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আজ বিজেপির এই প্রবীণ নেতার জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় আদবানিকে শুভেচ্ছা জানান । টুইটে তাঁকে ভারতের অন্যতম মহান নেতা বলেও উল্লেখ করেনপ্রধানমন্ত্রী ।

অন্যদিকে, 370 ধারা বাতিলকে মোদি সরকারের 'সাহসী পদক্ষেপ' বলে প্রশংসা করেছেন আদবানি । প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির সঙ্গে আদবানিও BJPর প্রতিষ্ঠাতা সদস্য ।

New Delhi, Nov 08 (ANI): DCP North Delhi, Monika Bhardwaj, who was allegedly mobbed by lawyers at the Tis Hazari Court when the scuffle took place on November 02 between police officials and lawyers, said that she will give her version during judicial inquiry. She also thanked for the sympathy she got on social media. "It (clash between police and lawyers on November 2) was a crowd control situation. I went there as the district DCP. Judicial inquiry has already been ordered. I will give my version during judicial inquiry. Thank you for all the sympathy for me," said Bhardwaj.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.