ETV Bharat / bharat

খেলো ইন্ডিয়ার উদ্বোধনে অসম যাচ্ছেন না প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদি

সময়ের অভাবে গুয়াহাটিতে 10 জানুয়ারি খেলো ইন্ডিয়া-র উদ্ধোধনে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী । এর আগে গতবছরের ডিসেম্বরে গুয়াহাটিতে বাতিল হয়েছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক ।

Khelo India
ফাইল ছবি
author img

By

Published : Jan 8, 2020, 7:05 PM IST

Updated : Jan 8, 2020, 8:25 PM IST

দিল্লি, 8 জানুয়ারি : অসমে খেলো ইন্ডিয়া-র উদ্ধোধনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী । 10 জানুয়ারি গুয়াহাটিতে "খেলো ইন্ডিয়া ইউথ গেমস"-র উদ্বোধনে থাকার কথা ছিল নরেন্দ্র মোদির । কিন্তু সময়ের অভাবে সেই আমন্ত্রণ রাখতে পারছেন না প্রধানমন্ত্রী ।

জানা গেছে, "সময়ের অভাবে" খেলো ইন্ডিয়ার উদ্বোধনে গুয়াহাটিতে থাকতে পারবেন না বলে ক্রীড়ামন্ত্রক এবং অসম সরকারকে জানিয়েছেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদি যে থাকবেন না, সেই কথা নিশ্চিত করেছেন অসম BJP-র মুখপাত্র দেওয়ান ধ্রুব জ্যোতি মরাল । তাঁকে উদ্ধৃত করে সংবাদসংস্থা IANS জানিয়েছে, "রাজ্যের তরফে তাঁকে (প্রধানমন্ত্রী) আহ্বান করা হয়েছিল । কিন্তু তিনি সময় দিতে পারবেন না বলে জানিয়েছেন ।"

প্রসঙ্গত, অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU) এবং নর্থ ইস্ট স্টুডেন্টস ইউনিয়ন (NESO)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এর আগে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল । বলা হয়েছিল, উত্তর-পূর্বের সর্বত্র প্রতিবাদের মুখে পড়বেন তাঁরা । CAA ও NRC নিয়ে বিক্ষোভের জেরে গতবছরের ডিসেম্বরে গুয়াহাটিতে বাতিল হয় জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক । এবার খেলো ইন্ডিয়ার উদ্বোধনে সময়ের অভাবে আসা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়ার মতো প্রতিযোগিতাগুলিকে যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে । এ-বছরে খেলো ইন্ডিয়ায় 6,800 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন । গতকালই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন খেলো ইন্ডিয়া শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি একটি বিপ্লব । যুবসমাজ ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর একটা মঞ্চ হল খেলো ইন্ডিয়া । "

দিল্লি, 8 জানুয়ারি : অসমে খেলো ইন্ডিয়া-র উদ্ধোধনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী । 10 জানুয়ারি গুয়াহাটিতে "খেলো ইন্ডিয়া ইউথ গেমস"-র উদ্বোধনে থাকার কথা ছিল নরেন্দ্র মোদির । কিন্তু সময়ের অভাবে সেই আমন্ত্রণ রাখতে পারছেন না প্রধানমন্ত্রী ।

জানা গেছে, "সময়ের অভাবে" খেলো ইন্ডিয়ার উদ্বোধনে গুয়াহাটিতে থাকতে পারবেন না বলে ক্রীড়ামন্ত্রক এবং অসম সরকারকে জানিয়েছেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদি যে থাকবেন না, সেই কথা নিশ্চিত করেছেন অসম BJP-র মুখপাত্র দেওয়ান ধ্রুব জ্যোতি মরাল । তাঁকে উদ্ধৃত করে সংবাদসংস্থা IANS জানিয়েছে, "রাজ্যের তরফে তাঁকে (প্রধানমন্ত্রী) আহ্বান করা হয়েছিল । কিন্তু তিনি সময় দিতে পারবেন না বলে জানিয়েছেন ।"

প্রসঙ্গত, অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (AASU) এবং নর্থ ইস্ট স্টুডেন্টস ইউনিয়ন (NESO)-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এর আগে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল । বলা হয়েছিল, উত্তর-পূর্বের সর্বত্র প্রতিবাদের মুখে পড়বেন তাঁরা । CAA ও NRC নিয়ে বিক্ষোভের জেরে গতবছরের ডিসেম্বরে গুয়াহাটিতে বাতিল হয় জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক । এবার খেলো ইন্ডিয়ার উদ্বোধনে সময়ের অভাবে আসা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়ার মতো প্রতিযোগিতাগুলিকে যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে । এ-বছরে খেলো ইন্ডিয়ায় 6,800 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন । গতকালই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন খেলো ইন্ডিয়া শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি একটি বিপ্লব । যুবসমাজ ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর একটা মঞ্চ হল খেলো ইন্ডিয়া । "

New Delhi, Jan 08 (ANI): Equity benchmark indices recovered from intraday lows but ended with marginal losses on Wednesday as investors feared a wider conflict in the Middle East after Iran fired missiles at US forces in Iraq overnight. The BSE SandP Sensex closed 52 points lower at 40,817 while the Nifty 50 slipped by 28 points at 12,025. Except for Nifty FMCG and IT, all sectoral indices at the National Stock Exchange were in the red. Among stocks, Eicher Motors closed 4.3 per cent lower at Rs 19,900 per share while Coal India slipped by 2.5 per cent, Larsen and Toubro by 2.2 per cent and Indian Oil Corporation by 1.9 per cent. India imports around 85 per cent of its crude oil requirement. Hence any rise in prices can lead to higher inflation and disturb the country's fiscal deficit.
Last Updated : Jan 8, 2020, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.