ETV Bharat / bharat

জাপানে প্রধানমন্ত্রী, G-20-র ফাঁকে মোদি-ট্রাম্প বৈঠক ঘিরে পারদ চড়ছে

G-20 সম্মেলনের ফাঁকে বেশ কিছু রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে মোদির । G-20 সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদির দ্বিপাক্ষিক বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদি
author img

By

Published : Jun 28, 2019, 6:10 AM IST

Updated : Jun 28, 2019, 1:26 PM IST

ওসাকা, 28 জুন : বর্ধিত শুল্ক, জঙ্গি সমস্যা সহ একাধিক ইশুকে সামনে রেখে G-20 সম্মেলনে নরেন্দ্র মোদি । শুক্রবার থেকে শুরু হচ্ছে G-20 সম্মেলন । বৃহস্পতিবারই জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবে ।

G-20 সম্মেলনের ফাঁকে বেশ কিছু রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে মোদির । 2022-এ স্বাধীনতার 75 বছরকে সামনে রেখে G-20 সম্মেলনকে পাখির চোখ করছেন মোদি । এশিয়ার বাজারে চিনের বারবাড়ন্তকে রুখতে এবং নিজেদের শুল্কনীতিকে মজবুত করা দিল্লির অন্যতম লক্ষ্য । আন্তর্জাতিক অর্থনীতিতে দিল্লির ভূমিকাকে আরও দৃঢ় করা প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য ।

সম্প্রতি শুল্ক নিয়ে দিল্লি-ওয়াশিংটন ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে । অ্যামেরিকা থেকে ভারত যেসব পণ্য আমদানি করে, উন্নয়নশীল দেশ হিসেবে এবং সবচেয়ে বেশি আমদানিকারী হিসেবে অনেক ক্ষেত্রেই ছাড় পেত ভারত । কিন্তু গত 1 জুন থেকে সেই সুবিধা তুলে নেয় ওয়াশিংটন । আবার 15 জুন থেকে ভারত 28 টি পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে । এই পরিস্থিতিতে G-20 সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদির দ্বিপাক্ষিক বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ।

ওসাকা, 28 জুন : বর্ধিত শুল্ক, জঙ্গি সমস্যা সহ একাধিক ইশুকে সামনে রেখে G-20 সম্মেলনে নরেন্দ্র মোদি । শুক্রবার থেকে শুরু হচ্ছে G-20 সম্মেলন । বৃহস্পতিবারই জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী শিনজ়ো আবে ।

G-20 সম্মেলনের ফাঁকে বেশ কিছু রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে মোদির । 2022-এ স্বাধীনতার 75 বছরকে সামনে রেখে G-20 সম্মেলনকে পাখির চোখ করছেন মোদি । এশিয়ার বাজারে চিনের বারবাড়ন্তকে রুখতে এবং নিজেদের শুল্কনীতিকে মজবুত করা দিল্লির অন্যতম লক্ষ্য । আন্তর্জাতিক অর্থনীতিতে দিল্লির ভূমিকাকে আরও দৃঢ় করা প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য ।

সম্প্রতি শুল্ক নিয়ে দিল্লি-ওয়াশিংটন ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে । অ্যামেরিকা থেকে ভারত যেসব পণ্য আমদানি করে, উন্নয়নশীল দেশ হিসেবে এবং সবচেয়ে বেশি আমদানিকারী হিসেবে অনেক ক্ষেত্রেই ছাড় পেত ভারত । কিন্তু গত 1 জুন থেকে সেই সুবিধা তুলে নেয় ওয়াশিংটন । আবার 15 জুন থেকে ভারত 28 টি পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে । এই পরিস্থিতিতে G-20 সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদির দ্বিপাক্ষিক বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ।

Unnao (Uttar Pradesh), June 27 (ANI): After a video of prisoners brandishing guns in the Unnao District Jail premises went viral, Jail Superintendent AK Singh said that a report had been submitted and strict action will be taken in this regard. While speaking to media, AK Singh said, "On the basis of the viral video showing prisoners at the jail brandishing arms and threatening jail authorities, a report has been submitted to the relevant authority and strict action will be taken in this regard." Earlier, a viral video showing two prisoners openly flaunting weapons inside the jail premises had gone viral in the area. The video also showed the criminals challenging the authorities and having a party inside the jail premises.
Last Updated : Jun 28, 2019, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.