ETV Bharat / bharat

রাম মন্দির নির্মাণে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র', ঘোষণা মোদির - Narendra Modi

রাম মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্রাস্টের নাম হবে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 5, 2020, 11:21 AM IST

Updated : Feb 5, 2020, 12:58 PM IST

দিল্লি, 5 ফেব্রুয়ারি : রাম মন্দির নিয়ে একটি স্বতন্ত্র ট্রাস্ট গঠন করল কেন্দ্র ৷ ট্রাস্টের নাম 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ৷ আজ লোকসভায় একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভায় বাজেট অধিবেশনের পঞ্চম দিনে সভার শুরুতেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন ৷ তিনি বলেন, "আজ আমি যে বিষয় নিয়ে কথা বলব, তা শ্রীরামের জন্মভূমির সঙ্গে জড়িত ৷ অযোধ্যাতে শ্রীরামের জন্মস্থানে রাম মন্দির নির্মাণের সঙ্গে জড়িত ৷ 9 নভেম্বর 2019 সুপ্রিম কোর্ট এই মামলার রায় ঘোষণা করেছিল ৷ রায়ে বলা হয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির হবে ৷ সঙ্গে ঘোষণা করেছিল, বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরামর্শ করে সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেবে ৷" সুপ্রিম কোর্ট মন্দির তৈরির বিষয়ে একটি স্বশাসিত ট্রাস্ট গঠনের কথা বলেছিল ৷ আজ সেই নির্দেশ মেনেই মোদির এই ঘোষণা ৷

আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অযোধ্যা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ বলেন, "আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সুপ্রিম কোর্টের আদেশকে মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমার সরকার শ্রীরামের জন্মস্থানে মন্দির নির্মাণে ও এর সঙ্গে জড়িত অন্য বিষয়গুলির জন্য একটি প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, একটি ট্রাস্ট গঠন করা হবে ৷ ট্রাস্টটির নাম হবে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ৷ এই ট্রাস্টটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এই ট্রাস্ট অযোধ্যায় শ্রীরামের জন্মস্থানে মন্দির নির্মাণ ও এর যে কোনও বিষয়ে স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারবে ৷"

9 নভেম্বর রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরামর্শ করে সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেবে ৷ এ বিষয়ে মোদি বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অযোধ্যাতে পাঁচ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে অনুরোধ করা হয়েছে ৷ এই বিষয়ে রাজ্য সরকারও তাদের সমর্থন জানিয়েছে ৷" অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য থাকা জমিটি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে বলেও আজ লোকসভায় জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "ভারতের আদর্শে, মর্যাদায়, ইতিহাসে আমরা অযোধ্যা সম্পর্কে যথেষ্ট পরিচিত ৷ অযোধ্যাতে মন্দিরের নির্মাণ, বর্তমান ও ভবিষ্যতে ভগবান রামের দর্শন করতে আসা দর্শনার্থীদের সংখ্যার কথা মাথায় রেখে সরকার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ অযোধ্যা আইন অনুযায়ী, রাম মন্দিরের জন্য সম্পূর্ণ জমির পরিমাণ প্রায় 67.70 একর ৷ এর মধ্যে মন্দিরের ভিতরের ও বাইরের অংশও অন্তর্ভূক্ত ৷ নবগঠিত 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ট্রাস্টকে এই জমি হস্তান্তর করে দেওয়া হবে ৷"

অযোধ্যা নিয়ে কেন্দ্রীয় সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, তাতে সকলের সমর্থনের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে জানালেন, "দেশের হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসি বা জৈন হোক, সবাই আমরা একটা বড় পরিবারের অংশ ৷ এই পরিবারের সব সদস্য সুখি থাকুক, সমৃদ্ধে থাকুক এই ভাবনার সঙ্গেই আমার সরকার 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস' মন্ত্র নিয়ে এগোচ্ছে ৷ আসুন, এই ঐতিহাসিক মুহূর্তে অযোধ্যায় রাম মন্দির তৈরিতে সকলে সকলকে সমর্থন করি ৷"

লোকসভায় মোদির এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্রাস্ট সম্পর্কে আরও কিছু বিষয় সকলের সামনে তুলে ধরেন ৷ তিনি টুইট করেন, 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে মোট 15জন সদস্য থাকবেন ৷ যাঁদের মধ্যে একজন সবসময় দলিত সম্প্রদায়ের থেকে থাকবেন ৷' এরকম একটি সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

দিল্লি, 5 ফেব্রুয়ারি : রাম মন্দির নিয়ে একটি স্বতন্ত্র ট্রাস্ট গঠন করল কেন্দ্র ৷ ট্রাস্টের নাম 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ৷ আজ লোকসভায় একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভায় বাজেট অধিবেশনের পঞ্চম দিনে সভার শুরুতেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন ৷ তিনি বলেন, "আজ আমি যে বিষয় নিয়ে কথা বলব, তা শ্রীরামের জন্মভূমির সঙ্গে জড়িত ৷ অযোধ্যাতে শ্রীরামের জন্মস্থানে রাম মন্দির নির্মাণের সঙ্গে জড়িত ৷ 9 নভেম্বর 2019 সুপ্রিম কোর্ট এই মামলার রায় ঘোষণা করেছিল ৷ রায়ে বলা হয়েছিল, অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির হবে ৷ সঙ্গে ঘোষণা করেছিল, বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরামর্শ করে সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেবে ৷" সুপ্রিম কোর্ট মন্দির তৈরির বিষয়ে একটি স্বশাসিত ট্রাস্ট গঠনের কথা বলেছিল ৷ আজ সেই নির্দেশ মেনেই মোদির এই ঘোষণা ৷

আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অযোধ্যা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ বলেন, "আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সুপ্রিম কোর্টের আদেশকে মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমার সরকার শ্রীরামের জন্মস্থানে মন্দির নির্মাণে ও এর সঙ্গে জড়িত অন্য বিষয়গুলির জন্য একটি প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, একটি ট্রাস্ট গঠন করা হবে ৷ ট্রাস্টটির নাম হবে 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ৷ এই ট্রাস্টটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এই ট্রাস্ট অযোধ্যায় শ্রীরামের জন্মস্থানে মন্দির নির্মাণ ও এর যে কোনও বিষয়ে স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারবে ৷"

9 নভেম্বর রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট বলেছিল, বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরামর্শ করে সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেবে ৷ এ বিষয়ে মোদি বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অযোধ্যাতে পাঁচ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে অনুরোধ করা হয়েছে ৷ এই বিষয়ে রাজ্য সরকারও তাদের সমর্থন জানিয়েছে ৷" অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য থাকা জমিটি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে বলেও আজ লোকসভায় জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "ভারতের আদর্শে, মর্যাদায়, ইতিহাসে আমরা অযোধ্যা সম্পর্কে যথেষ্ট পরিচিত ৷ অযোধ্যাতে মন্দিরের নির্মাণ, বর্তমান ও ভবিষ্যতে ভগবান রামের দর্শন করতে আসা দর্শনার্থীদের সংখ্যার কথা মাথায় রেখে সরকার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ অযোধ্যা আইন অনুযায়ী, রাম মন্দিরের জন্য সম্পূর্ণ জমির পরিমাণ প্রায় 67.70 একর ৷ এর মধ্যে মন্দিরের ভিতরের ও বাইরের অংশও অন্তর্ভূক্ত ৷ নবগঠিত 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র' ট্রাস্টকে এই জমি হস্তান্তর করে দেওয়া হবে ৷"

অযোধ্যা নিয়ে কেন্দ্রীয় সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, তাতে সকলের সমর্থনের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী ৷ সঙ্গে জানালেন, "দেশের হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসি বা জৈন হোক, সবাই আমরা একটা বড় পরিবারের অংশ ৷ এই পরিবারের সব সদস্য সুখি থাকুক, সমৃদ্ধে থাকুক এই ভাবনার সঙ্গেই আমার সরকার 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস' মন্ত্র নিয়ে এগোচ্ছে ৷ আসুন, এই ঐতিহাসিক মুহূর্তে অযোধ্যায় রাম মন্দির তৈরিতে সকলে সকলকে সমর্থন করি ৷"

লোকসভায় মোদির এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্রাস্ট সম্পর্কে আরও কিছু বিষয় সকলের সামনে তুলে ধরেন ৷ তিনি টুইট করেন, 'শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে মোট 15জন সদস্য থাকবেন ৷ যাঁদের মধ্যে একজন সবসময় দলিত সম্প্রদায়ের থেকে থাকবেন ৷' এরকম একটি সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

New Delhi, Feb 04 (ANI): Ahead of Delhi Assembly polls, Congress leader Rahul Gandhi said that Finance Minister Nirmala Sitharaman is not ready to answer questions on jobs creation. "In an interview, Finance Minister Nirmala Sitharaman was asked how many jobs were created? She said, "If I give you any number, Rahul Gandhi would go after me and say that I am lying". FM is not ready to speak about job creation," said Rahul Gandhi in Delhi's Jangpura rally.
Last Updated : Feb 5, 2020, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.