দিল্লি, 14 সেপ্টেম্বর : গোটা দেশ বীর জওয়ানদের পাশে রয়েছে । সংসদ থেকে অন্তত তেমন বার্তাই যাবে বলে আশা করছি । আজ বাদল অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
গতকাল সর্বদলীয় বৈঠক বাতিল হয়েছে । আজ সকাল ন'টা থেকে সংসদীয় অধিবেশন শুরু হয় । তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী । মোদি বলেন, "সীমান্তে আমাদের সেনারা পাহারায় রয়েছে । সাহস ও দৃঢ়তার সঙ্গে মাতৃভূমিকে রক্ষা করছে তাঁরা । প্রতিকূল আবহাওয়ায় তাঁরা সদা সতর্ক । আর কয়েকদিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বরফ পড়বে । এই পরিস্থিতিতে একজোট হয়ে সেনার পাশে থাকার বার্তা দেবে সংসদ ।" আজ অধিবেশন শুরুর পরে শোকপ্রস্তাব গৃহীত হয় । এরপর একঘণ্টার জন্য অধিবেশন স্থগিত করা হয় ।
সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সকালে অধিবেশন শুরু হয় । সামাজিক দূরত্ব রেখে সাংসদরা যে যার আসনে বসেন । স্বাস্থ্যবিধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততদিন আমরা কোনও ঝুঁকি নিতে পারব না । বিশেষ পরিস্থিতিতে সংসদীয় অধিবেশন শুরু হচ্ছে । সাংসদরা কোরোনা পরিস্থিতিতে নিজেদের কর্তব্য পালন করছেন ।"