ETV Bharat / bharat

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর - tweet

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁরা টুইট করে এই শুভেচ্ছা বার্তা দেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
author img

By

Published : Oct 27, 2019, 10:41 AM IST

Updated : Oct 27, 2019, 11:13 AM IST

দিল্লি, 27 অক্টোবর : দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁরা টুইট বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানিয়েছেন ৷

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও দেশের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷ অসহায়, দুঃস্থদের জীবনে ভালোবাসা ও যত্নের আলো জ্বালানোর জন্য সকলের কাছে আবেদন করেন তিনি ৷

রামনাথ টুইটে লেখেন, 'দেশের নাগরিকদের দীপাবলির শুভেচ্ছা ৷ আজকের দিনে আসুন আমরা চেষ্টা করি অসহায়, দুঃস্থদের পাশে দাঁড়ায় ৷ তাঁদের জীবনে ভালোবাসা ও যত্নের আলো জ্বালিয়ে রাখি ৷'

  • Greetings and best wishes to fellow citizens on the auspicious occasion of Deepawali.

    Let us on this day try to bring happiness in the lives of those who are less fortunate and needy by lighting the lamp of love, care and sharing #PresidentKovind

    — President of India (@rashtrapatibhvn) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি টুইট করেন, 'দেশবাসীকে দীপাবলির অনেক শুভেচ্ছা ৷ এই আলোর উৎসব প্রত্যেকের জীবনে নতুন আলো নিয়ে আসুক ৷ আমাদের দেশ সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য প্রজ্জ্বলিত হোক ৷'

  • देशवासियों को दीपावली के पावन अवसर पर बहुत-बहुत शुभकामनाएं। रोशनी का यह उत्सव हम सभी के जीवन में नया प्रकाश लेकर आए और हमारा देश सदा सुख, समृद्धि और सौभाग्य से आलोकित रहे।

    Wishing you all a Happy #Diwali. pic.twitter.com/5nhimk58CO

    — Narendra Modi (@narendramodi) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি এই টুইটের সঙ্গে তাঁর স্বাক্ষর করা একটি ছবিও শেয়ার করেন ৷ যাতে লেখা রয়েছে, 'এই উৎসব আপনাদের জীবনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসুক ৷'

দিল্লি, 27 অক্টোবর : দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁরা টুইট বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানিয়েছেন ৷

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও দেশের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ৷ অসহায়, দুঃস্থদের জীবনে ভালোবাসা ও যত্নের আলো জ্বালানোর জন্য সকলের কাছে আবেদন করেন তিনি ৷

রামনাথ টুইটে লেখেন, 'দেশের নাগরিকদের দীপাবলির শুভেচ্ছা ৷ আজকের দিনে আসুন আমরা চেষ্টা করি অসহায়, দুঃস্থদের পাশে দাঁড়ায় ৷ তাঁদের জীবনে ভালোবাসা ও যত্নের আলো জ্বালিয়ে রাখি ৷'

  • Greetings and best wishes to fellow citizens on the auspicious occasion of Deepawali.

    Let us on this day try to bring happiness in the lives of those who are less fortunate and needy by lighting the lamp of love, care and sharing #PresidentKovind

    — President of India (@rashtrapatibhvn) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি টুইট করেন, 'দেশবাসীকে দীপাবলির অনেক শুভেচ্ছা ৷ এই আলোর উৎসব প্রত্যেকের জীবনে নতুন আলো নিয়ে আসুক ৷ আমাদের দেশ সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য প্রজ্জ্বলিত হোক ৷'

  • देशवासियों को दीपावली के पावन अवसर पर बहुत-बहुत शुभकामनाएं। रोशनी का यह उत्सव हम सभी के जीवन में नया प्रकाश लेकर आए और हमारा देश सदा सुख, समृद्धि और सौभाग्य से आलोकित रहे।

    Wishing you all a Happy #Diwali. pic.twitter.com/5nhimk58CO

    — Narendra Modi (@narendramodi) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি এই টুইটের সঙ্গে তাঁর স্বাক্ষর করা একটি ছবিও শেয়ার করেন ৷ যাতে লেখা রয়েছে, 'এই উৎসব আপনাদের জীবনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসুক ৷'

Chennai (TN), Oct 27 (ANI): Locals in Tamil Nadu's Chennai burst crackers on the festival of Diwali. State government has fixed time slot for bursting of crackers in Tamil Nadu. Residents can burn crackers between 6am and 7am and then between 7pm and 8pm. Diwali, also known as Deepawali, is one of the most widely celebrated festivals in India. On this day, people decorate their houses with traditional lamps, burn firecrackers and exchange sweets.
Last Updated : Oct 27, 2019, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.