ETV Bharat / bharat

ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক নরসিমা রাও : মনমোহন সিং - 1991 সালের বাজেট ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ

তেলাঙ্গানা কংগ্রেসের তরফে নরসিমা রাওয়ের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । তারই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে "অর্থনৈতিক উদারীকরণের জনক" বলে সম্বোধন করা যায় ।

man
man
author img

By

Published : Jul 25, 2020, 10:26 AM IST

Updated : Jul 25, 2020, 11:28 AM IST

দিল্লি, 25 জুলাই : প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে "আর্থিক সংস্কারের জনক" বলে সম্বোধন করা যায় । তিনি ভারতের অর্থনীতিকে নতুনভাবে গঠন করেছিলেন । তাঁর লক্ষ্য স্থির ছিল এবং সেই লক্ষ্যে পৌঁছানোর সাহস ছিল । নরসিমা রাওয়ের স্মরণে এমনই বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । নয়ের দশকে নরসিমার মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন তিনি ।

তেলাঙ্গানা কংগ্রেসের তরফে নরসিমা রাওয়ের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । তারই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । সেখানে তাঁর প্রথম বাজেট অধিবেশনের কথা মনে করেন মনমোহন । 1991 সালে 24জুলাই নরসিমা সরকারেই তাঁর প্রথম বাজেট পেশ করেছিলেন মনমোহন সিং । তাই এইদিন থেকে এক বছর ব্যাপী রাওয়ের শতবর্ষ উদযাপন কর্মসূচি শুরু করেছে তেলাঙ্গানা কংগ্রেস ।

তেলাঙ্গানা কংগ্রেসের তরফে নরসিমা রাওয়ের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । সেখানে তাঁর প্রথম বাজেট অধিবেশনের কথা মনে করেন মনমোহন ।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । ভিডিয়ো বার্তা পাঠান রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধিও । প্রাথমিক অনুষ্ঠানটি হয় গান্ধিভবনে । এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচারিত হয় ।

ভারতের আর্থিক সংস্কারের কথা মনে করেন রাহুল গান্ধি । তিনি বলেন, ভারতের আর্থিক সংস্কার এবং উদারীকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নরসিমা রাও এবং মনমোহন সিং । সোনিয়া গান্ধিও নরসিমা রাওয়ের ব্যক্তিত্বের প্রশংসা করেন । কিন্তু কংগ্রেস সভাপতি পদে তাঁর ভূমিকা নিয়ে কোনও বক্তব্য রাখেননি সোনিয়া ।

1991 সালের বাজেট ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ । দেশ সেই বাজেট অধিবেশনের কথা মনে রেখেছে । কারণ সেই বছরই স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের আর্থিক পরিকাঠামোর সংস্কার হয় । নতুন করে গড়ে তোলা হয় দেশের অর্থনীতি । অর্থনৈতিক উদারীকরণের সাক্ষী থাকে দেশ । 1991-র বাজেট রাজীব গান্ধির স্মরণে উৎসর্গ করেছিলেন মনমোহন সিং । সেই কথাই মনে করে তিনি বললেন, "1991-র বাজেট ভারতকে পালটে দিয়েছে । কারণ আর্থিক সংস্করণ এবং উদারীকরণ করেছিল 91-র বাজেট । "

নরসিমা রাওয়ের সমর্থনেই এই বাজেট পেশ করা তাঁর পক্ষে সম্ভব হয়েছিল বলে মনে করেন মনমোহন । তিনি বলেন, "এইটি একটি সাহসী সিদ্ধান্ত ছিল । কঠিন ছিল । কিন্তু নরসিমা রাও আমায় সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন । কারণ তিনি বুঝেছিলেন, সেই সময় ভারতের অর্থনীতির কী প্রয়োজন ছিল । তাঁকে আমি শ্রদ্ধা জানাই । নরসিমা রাও দীর্ঘবছ আমার বন্ধু, ফিলোজ়ফার, পথপ্রদর্শক ছিলেন । "

সেই সময় ভারত এক সমস্যার মুখোমুখি হয় । বিদেশী মূলধনের সংকট দেখা দেয় । বিনিয়োগ বন্ধ হয়ে যায় । ফলে প্রান্তিক হয়ে পড়ে ভারত । সেই অবস্থান থেকে ভারতকে উদ্ধারের জন্য একটি কঠিন পদক্ষেপের প্রয়োজন ছিল । কিন্তু এই পদক্ষেপ করার আগের মুহূর্ত খুব সহজ ছিল না । তার জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তৎকালীন সরকারকে । 91-এর সেই সময়ের কথা মনে করেন মনমোহন সিং । বলেন, "প্রত্যেকের সমর্থনের প্রয়োজন ছিল । কিন্তু নরসিমা রাও প্রত্যেককে সঙ্গে নিয়ে এগোন । প্রত্যেককে রাজি করান । এবং আমি তাঁর সেই আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়েছিলাম । আমি আমার কাজ করতে উৎসাহ পাই । "

91-এর উদারীকরণের পর এক নতুন ভারতের সাক্ষী থেকেছিলেন প্রত্যেকে । বাকিটা ইতিহাস বলে উল্লেখ করেন মনমোহন । তিনি বলেন, আজ পিছনে ঘুরে তাকান । নরসিমা রাওকে ভারতের আর্থিক উদারীকরণের জনক বলা যায় । স্বাধীনতা সংগ্রামের সময় থেকে তাঁর রাজনৈতিক লড়াইয়ের সূত্রপাত ।

রাজিব গান্ধির হত্যার পর নরসিমা রাওকে কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত করা হয় । 1991-এর 21জুন তিনি প্রধানমন্ত্রী হন । সেইদিনই অর্থমন্ত্রী হন মনমোহন সিং । প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো করার উদ্যোগ নেন নরসিমা রাও । SAARC-র দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন ।

দিল্লি, 25 জুলাই : প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে "আর্থিক সংস্কারের জনক" বলে সম্বোধন করা যায় । তিনি ভারতের অর্থনীতিকে নতুনভাবে গঠন করেছিলেন । তাঁর লক্ষ্য স্থির ছিল এবং সেই লক্ষ্যে পৌঁছানোর সাহস ছিল । নরসিমা রাওয়ের স্মরণে এমনই বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । নয়ের দশকে নরসিমার মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন তিনি ।

তেলাঙ্গানা কংগ্রেসের তরফে নরসিমা রাওয়ের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । তারই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । সেখানে তাঁর প্রথম বাজেট অধিবেশনের কথা মনে করেন মনমোহন । 1991 সালে 24জুলাই নরসিমা সরকারেই তাঁর প্রথম বাজেট পেশ করেছিলেন মনমোহন সিং । তাই এইদিন থেকে এক বছর ব্যাপী রাওয়ের শতবর্ষ উদযাপন কর্মসূচি শুরু করেছে তেলাঙ্গানা কংগ্রেস ।

তেলাঙ্গানা কংগ্রেসের তরফে নরসিমা রাওয়ের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । সেখানে তাঁর প্রথম বাজেট অধিবেশনের কথা মনে করেন মনমোহন ।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । ভিডিয়ো বার্তা পাঠান রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধিও । প্রাথমিক অনুষ্ঠানটি হয় গান্ধিভবনে । এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচারিত হয় ।

ভারতের আর্থিক সংস্কারের কথা মনে করেন রাহুল গান্ধি । তিনি বলেন, ভারতের আর্থিক সংস্কার এবং উদারীকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নরসিমা রাও এবং মনমোহন সিং । সোনিয়া গান্ধিও নরসিমা রাওয়ের ব্যক্তিত্বের প্রশংসা করেন । কিন্তু কংগ্রেস সভাপতি পদে তাঁর ভূমিকা নিয়ে কোনও বক্তব্য রাখেননি সোনিয়া ।

1991 সালের বাজেট ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ । দেশ সেই বাজেট অধিবেশনের কথা মনে রেখেছে । কারণ সেই বছরই স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের আর্থিক পরিকাঠামোর সংস্কার হয় । নতুন করে গড়ে তোলা হয় দেশের অর্থনীতি । অর্থনৈতিক উদারীকরণের সাক্ষী থাকে দেশ । 1991-র বাজেট রাজীব গান্ধির স্মরণে উৎসর্গ করেছিলেন মনমোহন সিং । সেই কথাই মনে করে তিনি বললেন, "1991-র বাজেট ভারতকে পালটে দিয়েছে । কারণ আর্থিক সংস্করণ এবং উদারীকরণ করেছিল 91-র বাজেট । "

নরসিমা রাওয়ের সমর্থনেই এই বাজেট পেশ করা তাঁর পক্ষে সম্ভব হয়েছিল বলে মনে করেন মনমোহন । তিনি বলেন, "এইটি একটি সাহসী সিদ্ধান্ত ছিল । কঠিন ছিল । কিন্তু নরসিমা রাও আমায় সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন । কারণ তিনি বুঝেছিলেন, সেই সময় ভারতের অর্থনীতির কী প্রয়োজন ছিল । তাঁকে আমি শ্রদ্ধা জানাই । নরসিমা রাও দীর্ঘবছ আমার বন্ধু, ফিলোজ়ফার, পথপ্রদর্শক ছিলেন । "

সেই সময় ভারত এক সমস্যার মুখোমুখি হয় । বিদেশী মূলধনের সংকট দেখা দেয় । বিনিয়োগ বন্ধ হয়ে যায় । ফলে প্রান্তিক হয়ে পড়ে ভারত । সেই অবস্থান থেকে ভারতকে উদ্ধারের জন্য একটি কঠিন পদক্ষেপের প্রয়োজন ছিল । কিন্তু এই পদক্ষেপ করার আগের মুহূর্ত খুব সহজ ছিল না । তার জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তৎকালীন সরকারকে । 91-এর সেই সময়ের কথা মনে করেন মনমোহন সিং । বলেন, "প্রত্যেকের সমর্থনের প্রয়োজন ছিল । কিন্তু নরসিমা রাও প্রত্যেককে সঙ্গে নিয়ে এগোন । প্রত্যেককে রাজি করান । এবং আমি তাঁর সেই আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়েছিলাম । আমি আমার কাজ করতে উৎসাহ পাই । "

91-এর উদারীকরণের পর এক নতুন ভারতের সাক্ষী থেকেছিলেন প্রত্যেকে । বাকিটা ইতিহাস বলে উল্লেখ করেন মনমোহন । তিনি বলেন, আজ পিছনে ঘুরে তাকান । নরসিমা রাওকে ভারতের আর্থিক উদারীকরণের জনক বলা যায় । স্বাধীনতা সংগ্রামের সময় থেকে তাঁর রাজনৈতিক লড়াইয়ের সূত্রপাত ।

রাজিব গান্ধির হত্যার পর নরসিমা রাওকে কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত করা হয় । 1991-এর 21জুন তিনি প্রধানমন্ত্রী হন । সেইদিনই অর্থমন্ত্রী হন মনমোহন সিং । প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক ভালো করার উদ্যোগ নেন নরসিমা রাও । SAARC-র দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন ।

Last Updated : Jul 25, 2020, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.