ETV Bharat / bharat

ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা জানাতে প্রস্তুত আহমেদাবাদ - মোদি

ভারতের পথে রওনা দিয়ে দিয়েছেন সস্ত্রীক ট্রাম্প । তাঁদের ভারত সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা আহমেদাবাদ ।

Namaste Trump
ভারত সফরে ট্রাম্প
author img

By

Published : Feb 24, 2020, 9:18 AM IST

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : আজ সকাল 11টা 40 মিনিট নাগাদ আহমেদাবাদে পৌঁছবেন ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে বরণ করে নিতে প্রস্তুত আহমেদাবাদ ৷ ট্রাম্পের সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা আহমেদাবাদ ৷ গতরাত থেকেই শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ জায়গায় জায়গায় পুলিশ ব্যারিকেড বানিয়েছে ৷

বিমান থেকে অবতরণের পর সবরমতী আশ্রমে যাওয়ার কথা ট্রাম্পের ৷ সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ সকাল থেকেই পুলিশ টহল দিচ্ছে সেখানে ৷ পুলিশকর্মীদের সঙ্গে রয়েছে স্নিফার ডগও ৷

Namaste Trump
ঘোর সওয়ারে পেট্রলিং করছে পুলিশ

আজ মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প ৷ সেখানে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান হবে ৷ প্রচুর মানুষের জমায়েত হওয়ার কথা ৷ তাই গতরাত থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ মোতেরা স্টেডিয়ামে যারা আসবে তাদের জন্য রাস্তায় পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে স্থানীয় পৌরসভার পক্ষে ৷

Namaste Trump
অ্যামেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তায় এলাকায় মোতায়েন পুলিশ

গতকাল হোয়াইট হাউজ় থেকে তাঁরা প্রথমে অ্যান্ড্রুতে বায়ুসেনা ঘাঁটিতে যান ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প ও । সেখান থেকেই ভারতের উদ্দেশ্যে রওনা হন তিনি । বিমানে ওঠার আগে ট্রাম্প জানান, "ভারতের নাগরিকদের সঙ্গে দেখা করার জন্য আমি আগ্রহী হয়ে আছি । কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হবে । প্রধানমন্ত্রীর সঙ্গেও আমি খুব ভালোভাবে মিশে যেতে পারি । তিনি আমার খুব ভালো বন্ধু । প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, তাঁরা সবথেকে বড় অনুষ্ঠান আয়োজন করতে চলছেন ।"

Namaste Trump
আহমেদাবাদজুড়ে কড়া নিরাপত্তা

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : আজ সকাল 11টা 40 মিনিট নাগাদ আহমেদাবাদে পৌঁছবেন ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে বরণ করে নিতে প্রস্তুত আহমেদাবাদ ৷ ট্রাম্পের সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা আহমেদাবাদ ৷ গতরাত থেকেই শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ জায়গায় জায়গায় পুলিশ ব্যারিকেড বানিয়েছে ৷

বিমান থেকে অবতরণের পর সবরমতী আশ্রমে যাওয়ার কথা ট্রাম্পের ৷ সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ সকাল থেকেই পুলিশ টহল দিচ্ছে সেখানে ৷ পুলিশকর্মীদের সঙ্গে রয়েছে স্নিফার ডগও ৷

Namaste Trump
ঘোর সওয়ারে পেট্রলিং করছে পুলিশ

আজ মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প ৷ সেখানে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান হবে ৷ প্রচুর মানুষের জমায়েত হওয়ার কথা ৷ তাই গতরাত থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ মোতেরা স্টেডিয়ামে যারা আসবে তাদের জন্য রাস্তায় পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে স্থানীয় পৌরসভার পক্ষে ৷

Namaste Trump
অ্যামেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তায় এলাকায় মোতায়েন পুলিশ

গতকাল হোয়াইট হাউজ় থেকে তাঁরা প্রথমে অ্যান্ড্রুতে বায়ুসেনা ঘাঁটিতে যান ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প ও । সেখান থেকেই ভারতের উদ্দেশ্যে রওনা হন তিনি । বিমানে ওঠার আগে ট্রাম্প জানান, "ভারতের নাগরিকদের সঙ্গে দেখা করার জন্য আমি আগ্রহী হয়ে আছি । কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হবে । প্রধানমন্ত্রীর সঙ্গেও আমি খুব ভালোভাবে মিশে যেতে পারি । তিনি আমার খুব ভালো বন্ধু । প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, তাঁরা সবথেকে বড় অনুষ্ঠান আয়োজন করতে চলছেন ।"

Namaste Trump
আহমেদাবাদজুড়ে কড়া নিরাপত্তা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.