ETV Bharat / bharat

ভারতীয় সেনাকে হেলিকপ্টার দেবে অ্যামেরিকা, কাল 3 বিলিয়ন ডলারের চুক্তিতে সই

‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে সামরিক ক্ষেত্রে 3 বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করলেন ট্রাম্প ৷ তিনি বলেন, কাল অ্যামেরিকার প্রতিনিধিরা ভারতের সঙ্গে 3 বিলিয়ন ডলার মূল্যের মিলিটারি হেলিকপ্টারের চুক্তি স্বাক্ষর করবেন ৷

author img

By

Published : Feb 24, 2020, 7:40 PM IST

US president announce that both countries will sign a deal worth 3 billion dollar for military helicopter
ভারত সফরে ট্রাম্পের ঘোষণা

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : ভারতীয় সেনাকে হেলিকপ্টার সরবরাহ করবে অ্যামেরিকা ৷ এর জন্য 3 বিলিয়ন ডলার চুক্তিতে স্বাক্ষর হবে কাল ৷ আজ গুজরাতের মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

আজ সপরিবারে ভারত সফরে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ বিমানবন্দর থেকে সরাসরি সবরমতী আশ্রমে যান স্ত্রী-কন্যা-জামাইকে নিয়ে ৷ সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে মোতেরা স্টেডিয়াম উদ্বোধন করতে যান ট্রাম্প ৷ মঞ্চ থেকে তিনি আগত দর্শকদের উদ্দেশে বলেন, অ্যামেরিকা ভারতকে বিশ্বের সেরা ও সবথেকে ভয়ানক মিলিটারি সামগ্রী সরবরাহ করতে প্রস্তুত ৷ মিলিটারি হেলিকপ্টারের এই চুক্তিটি মঙ্গলবার স্বাক্ষর করা হবে বলে জানান তিনি ৷

তিনি বলেন,‘‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাল আমাদের প্রতিনিধিরা ভারতের সঙ্গে 3 বিলিয়ন ডলারের একটি চুক্তি করতে চলেছে ৷ ভারতীয় সেনাবাহিনী এই চুক্তির মাধ্যমে আমাদের দেশ থেকে বিশ্বমানের মিলিটারি হেলিকপ্টার ও অন্যান্য মিলিটারি সামগ্রী কিনতে পারবে ৷’’

ট্রাম্প আরও যোগ করে বলেন, ‘‘প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের সঙ্গে ভারতের সহযোগিতা দৃঢ় হচ্ছে, আমরা ভারতকে বিশ্বের সেরা ও সবথেকে শক্তিশালী অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত ৷ আমরা বিশ্বের সেরা অস্ত্র প্রস্তুতকারক দেশ ও এখন আমরা ভারতের সঙ্গে চুক্তি করছি ৷ অত্যাধুনিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ও অসামরিক বায়ুসেনার বিমান এই চুক্তির অন্তর্গত ৷’’

গত বছর দুইদেশের মধ্যে ত্রি-সামরিক পরিষেবার যে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল, তার উল্লেখ করে তিনি বলেন ‘‘কয়েক মাস আগেই অ্যামেরিকার মিলিটারি ও ভারতের বায়ু, স্থল ও জল-তিন বাহিনী মিলিত হয়ে যে প্রদর্শনীর আয়োজন করেছিল তা অবিস্মরণীয় ৷ আমরা একে ‘‘টাইগার ট্রায়াম্ফ’’ বলে উল্লেখ করি ৷’’

দুই দেশের সুরক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা একত্রে মিলিত হয়ে দুই দেশের সার্বভৌমত্ব, সুরক্ষা নিশ্চিত করব এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বাধীন ও মুক্ত অঞ্চলে পরিণত করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য ৷’’

ট্রাম্পের ভারত সফরের আগেই প্রতিরক্ষার ক্যাবিনেট কমিটি বুধবার 24টি MH-60 রোমিও হেলিকপ্টার কেনায় সম্মতি জানিয়েছে ৷ এই হেলিকপ্টারগুলির মূল্য আনুমানিক 2.5 বিলিয়ন ডলার ৷ এই হেলিকপ্টারগুলি যেমন সাবমেরিন খুঁজতে পারদর্শী, তেমনই জাহাজ ধ্বংস বা তল্লাশি ও উদ্ধারকাজে পারদর্শী ৷ লকহিড মার্টিন প্রস্তুত MH-60 বর্তমানে ব্যবহৃত সি-কিং লায়নের জায়গা নেবে ৷ এর আগেও বহুবার সি-কিং লায়নকে অপসারণ করে নতুন হেলিকপ্টার আনার পরিকল্পনা করা হয়েছিল , কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয় বারবার ৷

সূত্র অনুসারে, অ্যামেরিকান প্রেসিডেন্টের ভারত সফর চলাকালীনই MH-60 ও 6 টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের ঘোষণা করা হতে পারে ৷

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : ভারতীয় সেনাকে হেলিকপ্টার সরবরাহ করবে অ্যামেরিকা ৷ এর জন্য 3 বিলিয়ন ডলার চুক্তিতে স্বাক্ষর হবে কাল ৷ আজ গুজরাতের মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

আজ সপরিবারে ভারত সফরে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ বিমানবন্দর থেকে সরাসরি সবরমতী আশ্রমে যান স্ত্রী-কন্যা-জামাইকে নিয়ে ৷ সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে মোতেরা স্টেডিয়াম উদ্বোধন করতে যান ট্রাম্প ৷ মঞ্চ থেকে তিনি আগত দর্শকদের উদ্দেশে বলেন, অ্যামেরিকা ভারতকে বিশ্বের সেরা ও সবথেকে ভয়ানক মিলিটারি সামগ্রী সরবরাহ করতে প্রস্তুত ৷ মিলিটারি হেলিকপ্টারের এই চুক্তিটি মঙ্গলবার স্বাক্ষর করা হবে বলে জানান তিনি ৷

তিনি বলেন,‘‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাল আমাদের প্রতিনিধিরা ভারতের সঙ্গে 3 বিলিয়ন ডলারের একটি চুক্তি করতে চলেছে ৷ ভারতীয় সেনাবাহিনী এই চুক্তির মাধ্যমে আমাদের দেশ থেকে বিশ্বমানের মিলিটারি হেলিকপ্টার ও অন্যান্য মিলিটারি সামগ্রী কিনতে পারবে ৷’’

ট্রাম্প আরও যোগ করে বলেন, ‘‘প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের সঙ্গে ভারতের সহযোগিতা দৃঢ় হচ্ছে, আমরা ভারতকে বিশ্বের সেরা ও সবথেকে শক্তিশালী অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত ৷ আমরা বিশ্বের সেরা অস্ত্র প্রস্তুতকারক দেশ ও এখন আমরা ভারতের সঙ্গে চুক্তি করছি ৷ অত্যাধুনিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ও অসামরিক বায়ুসেনার বিমান এই চুক্তির অন্তর্গত ৷’’

গত বছর দুইদেশের মধ্যে ত্রি-সামরিক পরিষেবার যে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল, তার উল্লেখ করে তিনি বলেন ‘‘কয়েক মাস আগেই অ্যামেরিকার মিলিটারি ও ভারতের বায়ু, স্থল ও জল-তিন বাহিনী মিলিত হয়ে যে প্রদর্শনীর আয়োজন করেছিল তা অবিস্মরণীয় ৷ আমরা একে ‘‘টাইগার ট্রায়াম্ফ’’ বলে উল্লেখ করি ৷’’

দুই দেশের সুরক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা একত্রে মিলিত হয়ে দুই দেশের সার্বভৌমত্ব, সুরক্ষা নিশ্চিত করব এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বাধীন ও মুক্ত অঞ্চলে পরিণত করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য ৷’’

ট্রাম্পের ভারত সফরের আগেই প্রতিরক্ষার ক্যাবিনেট কমিটি বুধবার 24টি MH-60 রোমিও হেলিকপ্টার কেনায় সম্মতি জানিয়েছে ৷ এই হেলিকপ্টারগুলির মূল্য আনুমানিক 2.5 বিলিয়ন ডলার ৷ এই হেলিকপ্টারগুলি যেমন সাবমেরিন খুঁজতে পারদর্শী, তেমনই জাহাজ ধ্বংস বা তল্লাশি ও উদ্ধারকাজে পারদর্শী ৷ লকহিড মার্টিন প্রস্তুত MH-60 বর্তমানে ব্যবহৃত সি-কিং লায়নের জায়গা নেবে ৷ এর আগেও বহুবার সি-কিং লায়নকে অপসারণ করে নতুন হেলিকপ্টার আনার পরিকল্পনা করা হয়েছিল , কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয় বারবার ৷

সূত্র অনুসারে, অ্যামেরিকান প্রেসিডেন্টের ভারত সফর চলাকালীনই MH-60 ও 6 টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের ঘোষণা করা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.