ETV Bharat / bharat

নেই গান্ধির উল্লেখ, বন্ধু মোদিকে ধন্যবাদ ট্রাম্পের - সবরমতী আশ্রমের ট্রাস্ট্রি কার্তিকেয় সারাভাই

ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সবরমতী আশ্রমে গেলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তবে ভিজ়িটরস বুকে গান্ধি বা আশ্রম ভ্রমণের অভিজ্ঞতার কথা উল্লেখ না করে কেবল ‘বন্ধু নরেন্দ্র মোদি’কেই ধন্যবাদ জানালেন তিনি ৷

Trump Visits Sabarmati Ashram
সবরমতী আশ্রমে ট্রাম্প
author img

By

Published : Feb 24, 2020, 3:03 PM IST

Updated : Feb 24, 2020, 4:50 PM IST

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : মোদির সঙ্গে গান্ধি আশ্রমে গেলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প, থাকলেন 15 মিনিট ৷ মোদিকে অনুসরণ করেই ঘোরালেন চরকার চাকা, কিন্তু ভুলে গেলেন মহাত্মা গান্ধির কথা উল্লেখ করতে ৷

আজ ভারত সফরে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাই জেরেড কুশনার ৷ বিমানবন্দর থেকে সরাসরি তাঁরা যান গান্ধির স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প একসঙ্গে মাল্যদান করেন মহাত্মা গান্ধির ছবিতে ৷ মোদি নিজেই ট্রাম্পের পরিবারকে ঘুরিয়ে দেখালেন সবরমতী আশ্রম ৷ কীভাবে চরকা কাটা হয়, তাও শেখালেন ট্রাম্পকে ৷ আশ্রমের তরফ থেকে অতিথিদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয় মহাত্মা গান্ধির জীবনী, একটি ছোটো চরকা ও মার্বেলের তিন বানর মূর্তি ৷

সবরমতীর হৃদয় কুঞ্জে মোট 15 মিনিট ছিলেন ট্রাম্প ৷ সেখানে তাঁদের জন্য আয়োজন করা হয়েছিল চা-চক্রের ৷ মেনুতে ছিল গুজরাতি খাবার খামান, ব্রকোলি-কর্ন সিঙারা, আপেল পাই ও কাজু কাটলি ৷

আশ্রম থেকে বেরোনোর সময় ভিজ়িটরস বুকে ট্রাম্প লেখেন ‘‘আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এই চমৎকার সফরের জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ৷’’ নিচে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প ৷

  • Gujarat: US President Donald Trump writes a message in the visitors' book at the Sabarmati Ashram, 'To my great friend Prime Minister Modi...Thank You, Wonderful Visit!' pic.twitter.com/mxpJbSMg4W

    — ANI (@ANI) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে সবরমতীর আশ্রমে এলেও গান্ধির বিষয়ে কোনও কথা বলেননি ট্রাম্প ৷ ফলে তাঁর সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার তুলনা শুরু হয়েছে ৷ 2010 সালে ভারত সফরে এসে তৎকালীন প্রেসিডেন্ট ওবামা লিখেছিলেন, ‘‘গান্ধির জীবনের এই অধ্যায়টি দেখার সুযোগ পেয়ে আমি নিজেকে আশা ও অনুপ্রেরণায় পূর্ণ বলে মনে করছি । তিনি কেবল ভারতের নয়, সমগ্র বিশ্বের নায়ক ৷’’

তবে সবরমতী আশ্রমের ট্রাস্ট্রি কার্তিকেয় সারাভাই বলেন ,অ্যামেরিকার প্রেসিডেন্ট সবরমতী আশ্রম ঘুরে খুশি হয়েছেন ৷ তিনি সবরমতী আশ্রমের প্রশংসা করেছেন ও আশ্রম ছেড়ে বেরোনোর সময় গান্ধির সাধারণ জীবন যাপনের প্রশংসাও করেছেন ৷

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : মোদির সঙ্গে গান্ধি আশ্রমে গেলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প, থাকলেন 15 মিনিট ৷ মোদিকে অনুসরণ করেই ঘোরালেন চরকার চাকা, কিন্তু ভুলে গেলেন মহাত্মা গান্ধির কথা উল্লেখ করতে ৷

আজ ভারত সফরে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাই জেরেড কুশনার ৷ বিমানবন্দর থেকে সরাসরি তাঁরা যান গান্ধির স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প একসঙ্গে মাল্যদান করেন মহাত্মা গান্ধির ছবিতে ৷ মোদি নিজেই ট্রাম্পের পরিবারকে ঘুরিয়ে দেখালেন সবরমতী আশ্রম ৷ কীভাবে চরকা কাটা হয়, তাও শেখালেন ট্রাম্পকে ৷ আশ্রমের তরফ থেকে অতিথিদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয় মহাত্মা গান্ধির জীবনী, একটি ছোটো চরকা ও মার্বেলের তিন বানর মূর্তি ৷

সবরমতীর হৃদয় কুঞ্জে মোট 15 মিনিট ছিলেন ট্রাম্প ৷ সেখানে তাঁদের জন্য আয়োজন করা হয়েছিল চা-চক্রের ৷ মেনুতে ছিল গুজরাতি খাবার খামান, ব্রকোলি-কর্ন সিঙারা, আপেল পাই ও কাজু কাটলি ৷

আশ্রম থেকে বেরোনোর সময় ভিজ়িটরস বুকে ট্রাম্প লেখেন ‘‘আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এই চমৎকার সফরের জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ৷’’ নিচে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প ৷

  • Gujarat: US President Donald Trump writes a message in the visitors' book at the Sabarmati Ashram, 'To my great friend Prime Minister Modi...Thank You, Wonderful Visit!' pic.twitter.com/mxpJbSMg4W

    — ANI (@ANI) February 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে সবরমতীর আশ্রমে এলেও গান্ধির বিষয়ে কোনও কথা বলেননি ট্রাম্প ৷ ফলে তাঁর সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার তুলনা শুরু হয়েছে ৷ 2010 সালে ভারত সফরে এসে তৎকালীন প্রেসিডেন্ট ওবামা লিখেছিলেন, ‘‘গান্ধির জীবনের এই অধ্যায়টি দেখার সুযোগ পেয়ে আমি নিজেকে আশা ও অনুপ্রেরণায় পূর্ণ বলে মনে করছি । তিনি কেবল ভারতের নয়, সমগ্র বিশ্বের নায়ক ৷’’

তবে সবরমতী আশ্রমের ট্রাস্ট্রি কার্তিকেয় সারাভাই বলেন ,অ্যামেরিকার প্রেসিডেন্ট সবরমতী আশ্রম ঘুরে খুশি হয়েছেন ৷ তিনি সবরমতী আশ্রমের প্রশংসা করেছেন ও আশ্রম ছেড়ে বেরোনোর সময় গান্ধির সাধারণ জীবন যাপনের প্রশংসাও করেছেন ৷

Last Updated : Feb 24, 2020, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.