দিল্লি, 13 অগাস্ট: খুব ধীরে হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ বৃহস্পতিবার দুপুরে টুইটে এমন আশার কথা শোনালেন প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ৷ যদিও দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, সকালেও শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি প্রণববাবুর ।
প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে প্রচার চলছিল বিভিন্ন সংবাদমাধ্যমে । এর বিরুদ্ধে আজ সকালে টুইটে তীব্র প্রতিক্রিয়া জানান তাঁর ছেলে ও মেয়ে । অভিজিৎ মুখোপাধ্যায় সকালে টুইট করেন, "বাবা জীবিত । সাংবাদিকরা ভুয়ো খবর প্রচার করছেন ।" একইসঙ্গে প্রতিক্রিয়া জানান মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও । এরপর দুপুরের দিকে ফের টুইটে অভিজিৎ লেখেন, "বাবা লড়াকু মানসিকতার মানুষ ৷ খুব ধীরে হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ৷ শুভাকাঙ্ক্ষীদের বাবার জন্য প্রার্থনা করার অনুরোধ করছি ৷ এইসময় তাদের প্রার্থনার প্রয়োজন রয়েছে ৷"
-
Update : My father is & has always been a fighter ! He is slowly responding to medical interventions & all his vital parameters are stable .
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
I urge upon every well wisher to pray for my father's speedy recovery ! We need them 🙏 https://t.co/7FdYxcUwXR
">Update : My father is & has always been a fighter ! He is slowly responding to medical interventions & all his vital parameters are stable .
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020
I urge upon every well wisher to pray for my father's speedy recovery ! We need them 🙏 https://t.co/7FdYxcUwXRUpdate : My father is & has always been a fighter ! He is slowly responding to medical interventions & all his vital parameters are stable .
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020
I urge upon every well wisher to pray for my father's speedy recovery ! We need them 🙏 https://t.co/7FdYxcUwXR
সংকটজনক অবস্থায় 10 অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে । আঘাত লাগার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে যায় । অস্ত্রোপচার করা হয় । কিন্তু তারপরও বিপদ কাটেনি । কোরোনায় আক্রান্তও হন প্রাক্তন রাষ্ট্রপতি ।