ETV Bharat / bharat

প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্মানে মিউজ়িয়াম তৈরির ঘোষণা মোদির

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্মানে একটি মিউজ়িয়াম তৈরি করা হবে ৷ আজ এই ঘোষণা করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

author img

By

Published : Jul 24, 2019, 7:07 PM IST

মোদি

দিল্লি, 24 জুলাই : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্মানে একটি মিউজ়িয়াম তৈরির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরকে নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এবিষয়ে ঘোষণা করেন । মোদি জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীদের পরিবারের সদস্যদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন । পরিবারের সদস্যদের থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীদের জীবনের নানা দিক সম্পর্কে জানার জন্যই এই আমন্ত্রণ ।

মোদি বলেন, " আমি প্রাক্তন প্রধানমন্ত্রীদের জীবনের বিভিন্ন দিক জানান জন্য তাঁদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছি । তাতে রয়েছে আই কে গুজরালজি, চরণ সিংজি, দেবগৌড়াজি এবং মনমোহন সিংজি-র পরিবারও । "

এর আগে দিল্লির তিনমূর্তি ভবন কমপ্লেক্সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের মিউজ়িয়াম করার সিদ্ধান্তের কথা জানায় জওহরলাল নেহরু মেমোরিয়াল । তিনমূর্তি ভবন ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরকারি আবাস । তাঁর স্মৃতিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতায় সেখানে একটি স্বশাসিত সংস্থা হিসাবে ওই মেমোরিয়াল স্থাপিত হয় । গতবছর নেহরু মেমোরিয়াল মিউজ়িয়াম অ্যান্ড লাইব্রেরি (NMML)-র ডিরেক্টর শক্তি সিনহা জানান, তিনমূর্তি ভবন কমপ্লেক্সের 25 একর জমির এস্টেটে সব প্রধানমন্ত্রীর মিউজ়িয়াম হবে । এজন্য 280 কোটি টাকা বরাদ্দের কথাও তিনি জানান ।

দিল্লি, 24 জুলাই : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্মানে একটি মিউজ়িয়াম তৈরির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরকে নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এবিষয়ে ঘোষণা করেন । মোদি জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীদের পরিবারের সদস্যদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন । পরিবারের সদস্যদের থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীদের জীবনের নানা দিক সম্পর্কে জানার জন্যই এই আমন্ত্রণ ।

মোদি বলেন, " আমি প্রাক্তন প্রধানমন্ত্রীদের জীবনের বিভিন্ন দিক জানান জন্য তাঁদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছি । তাতে রয়েছে আই কে গুজরালজি, চরণ সিংজি, দেবগৌড়াজি এবং মনমোহন সিংজি-র পরিবারও । "

এর আগে দিল্লির তিনমূর্তি ভবন কমপ্লেক্সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের মিউজ়িয়াম করার সিদ্ধান্তের কথা জানায় জওহরলাল নেহরু মেমোরিয়াল । তিনমূর্তি ভবন ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরকারি আবাস । তাঁর স্মৃতিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতায় সেখানে একটি স্বশাসিত সংস্থা হিসাবে ওই মেমোরিয়াল স্থাপিত হয় । গতবছর নেহরু মেমোরিয়াল মিউজ়িয়াম অ্যান্ড লাইব্রেরি (NMML)-র ডিরেক্টর শক্তি সিনহা জানান, তিনমূর্তি ভবন কমপ্লেক্সের 25 একর জমির এস্টেটে সব প্রধানমন্ত্রীর মিউজ়িয়াম হবে । এজন্য 280 কোটি টাকা বরাদ্দের কথাও তিনি জানান ।


New Delhi, Jul 24 (ANI): Trinamool Congress (TMC) MP Mahua Moitra on Wednesday said that whenever opposition party members disagree with the ruling party on the issues of national interest, government's propaganda machinery labels them as "terrorist sympathizers" and "anti-national". The first-time MP was speaking in Lok Sabha against the proposed amendments in the Unlawful Activities Prevention (Amendment) Bill which, Moitra said, seeks to designate individuals as terrorists without due process. The bill has been passed in the Lok Sabha.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.