ETV Bharat / bharat

ফের টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই - Mumbai in distress

টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বইয়ের একাধিক এলাকা । প্রবল বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণে বিঘ্নিত হয়েছে বিমান চলাচল । ট্র্যাকে জল জমে 11 ঘণ্টা ধরে আটকে রয়েছে মহালক্ষ্মী এক্সপ্রেস ।

ফের বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই
author img

By

Published : Jul 27, 2019, 10:06 AM IST

Updated : Jul 27, 2019, 12:24 PM IST

মুম্বই, 27 জুলাই : ফের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই । টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা । আগামী দু'দিনও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ।

প্রবল বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে ৷ প্রতিটি বিমান অন্তত আধঘণ্টা দেরিতে টেক অফ করছে বলে জানা গেছে । ডাইভার্ট করা হয়েছে 17টি বিমান ।

দীর্ঘক্ষণ ধরে আটকে ছিল মহালক্ষ্মী এক্সপ্রেস

বৃষ্টির জেরে জল জমেছে রেলওয়ে ট্র্যাকেও । এর জেরে দেরিতে চলছে একাধিক ট্রেন ৷ ট্র্যাকে জল জমায় 11 ঘণ্টা ধরে আটকে রয়েছে মহালক্ষ্মী এক্সপ্রেস । ট্রেনে আটকে থাকা প্রায় 700 যাত্রীদের উদ্ধার করে NDRF, নৌবাহিনী ও বায়ুসেনা ।

এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও মুম্বইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে অপেক্ষাকৃত নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে । সেইসঙ্গে পুরোনো বহুতলের দেওয়াল ধসে পড়ার আশঙ্কাও করা হচ্ছে । এর মাঝেই মহারাষ্ট্রের পালঘরে জারি করা হয়েছে লাল সতর্কতা ।

চলতি মাসের শুরুতেই প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের ৷ তারপর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও মঙ্গলবার রাত থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে সেখানে ।

মুম্বই, 27 জুলাই : ফের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই । টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা । আগামী দু'দিনও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ।

প্রবল বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে ৷ প্রতিটি বিমান অন্তত আধঘণ্টা দেরিতে টেক অফ করছে বলে জানা গেছে । ডাইভার্ট করা হয়েছে 17টি বিমান ।

দীর্ঘক্ষণ ধরে আটকে ছিল মহালক্ষ্মী এক্সপ্রেস

বৃষ্টির জেরে জল জমেছে রেলওয়ে ট্র্যাকেও । এর জেরে দেরিতে চলছে একাধিক ট্রেন ৷ ট্র্যাকে জল জমায় 11 ঘণ্টা ধরে আটকে রয়েছে মহালক্ষ্মী এক্সপ্রেস । ট্রেনে আটকে থাকা প্রায় 700 যাত্রীদের উদ্ধার করে NDRF, নৌবাহিনী ও বায়ুসেনা ।

এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজও মুম্বইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে অপেক্ষাকৃত নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে । সেইসঙ্গে পুরোনো বহুতলের দেওয়াল ধসে পড়ার আশঙ্কাও করা হচ্ছে । এর মাঝেই মহারাষ্ট্রের পালঘরে জারি করা হয়েছে লাল সতর্কতা ।

চলতি মাসের শুরুতেই প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের ৷ তারপর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও মঙ্গলবার রাত থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে সেখানে ।

Jhunjhunu (Rajasthan), Jul 26 (ANI): Locals in Rajasthan's Jhunjhunu rescued five people from a car submerged in water at an underpass. Heavy rainfall caused waterlogging in the area due to which car got stuck at an underpass.


Last Updated : Jul 27, 2019, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.