রায়গড় (মহারাষ্ট্র), 24 অগাস্ট : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি ৷ মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলাপুরা এলাকার ঘটনা ৷ দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে । উদ্ধারকাজে নামে NDRF এর চারটি দল ৷
5 তলা বাড়িতে 45টি ফ্ল্যাট ছিল ৷ আজ হঠাৎই উপরের তিনটি তলা ভেঙে পড়ে ৷ NDRF এর এক আধিকারিক বলেন, ‘‘আজ সন্ধে সাড়ে ছ'টা নাগাদ কাজলাপুরা এলাকার একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে ৷ 50 জন বহুতলে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লেখেন, ‘‘মহারাষ্ট্রের রায়গড়ে বহুতল ভেঙে পড়ার ঘটনা দুর্ভাগ্যজনক ৷ NDRF -এর DG -র সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি ৷ সমস্ত রকম সাহায্য করার কথা বলেছি ৷ ইতিমধ্যে ঘটনাস্থানের উদ্দেশে NDRF-এর দল রওনা দিয়েছে ৷ প্রত্যেকের সুরক্ষার প্রার্থনা করছি ৷’’
-
The collapse of a building in Raigad, Maharashtra is very tragic. Have spoken to DG @NDRFHQ to provide all possible assistance, teams are on the way and will be assisting with the rescue operations as soon as possible. Praying for everyone’s safety.
— Amit Shah (@AmitShah) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The collapse of a building in Raigad, Maharashtra is very tragic. Have spoken to DG @NDRFHQ to provide all possible assistance, teams are on the way and will be assisting with the rescue operations as soon as possible. Praying for everyone’s safety.
— Amit Shah (@AmitShah) August 24, 2020The collapse of a building in Raigad, Maharashtra is very tragic. Have spoken to DG @NDRFHQ to provide all possible assistance, teams are on the way and will be assisting with the rescue operations as soon as possible. Praying for everyone’s safety.
— Amit Shah (@AmitShah) August 24, 2020
মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি ঠাকরে জানিয়েছেন, "কমপক্ষে 60 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তবে এখনও অন্তত 25 থেকে 30 জন আটকে আছে বলে মনে করা হচ্ছে ৷ NDRF-এর তিনটি টিম ঘটনাস্থানে রয়েছে ৷ আহতদের মধ্যে অনেকের চিকিৎসা চলছে ৷ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ গুরুতর আহতদের মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ একটি স্পেশাল তদন্তকারী টিম গঠন করা উচিত ৷"
এদিকে রায়গড়ের জেলাশাসক নিধি চৌধুরি জানিয়েছেন, "বাড়িটি ধসে এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে ৷ এখনও অনেকে আটকে রয়েছে ৷"
গতমাসে মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে একটি বহুতল ধসের কবলে পড়ে ৷ দুর্ঘটনায় 9 জন মারা যান ৷ আহতও হন কয়েকজন ৷