ইন্দোর, 9 জানুয়ারি : সিঙ্গল ইউজ় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ করে মাত্র 80 দিনের মধ্যে প্লাস্টিকমুক্ত গ্রামপঞ্চায়েত ঘোষিত হল মধ্যপ্রদেশের সিন্দোড়া ৷ আজও যখন দেশের অধিকাংশ শহর নিজেদের প্লাস্টিকবর্জ্য মুক্ত করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেখানে নজির গড়েছে সিন্দোড়া ৷ আর এটা সম্ভব হয়েছে একমাত্র গ্রাম পঞ্চায়েত ও গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টার জন্য ৷
আরও পড়ুন : প্লাস্টিক নয়, চটের ব্যাগ ব্যবহারের বার্তা হিলসার আশুতোষের
ইন্দোর থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার ৷ গ্রামের প্রতিটি বাড়ির রং নীল ৷ তাই নীল গ্রাম হিসেবেই বিশেষভাবে পরিচিত সিন্দোড়া ৷ যদিও গ্রামবাসীদের মতে তাদের গ্রাম যে প্লাস্টিকমুক্ত নীল রং সেটাই বোঝায় ৷ শুধু রং নয়, প্রতিটি বাড়ির দেওয়ালে লেখা রয়েছে প্লাস্টিক বিরোধী ও স্বচ্ছতা সংক্রান্ত স্লোগান ৷ এক গ্রামবাসী বলেন, "প্লাস্টিক বর্জ্য থেকে বিভিন্ন রোগ ছড়ায় ৷ তাই আমাদের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা উচিত ৷ আমাদের গ্রামের প্রতিটি বাড়ির রং নীল ৷ আমরা প্লাস্টিক ব্যবহার করি না এটা সেই বার্তাই বহন করছে ৷ "
আরও পড়ুন : প্লাস্টিকমুক্ত দেশ গড়তে এবার নেতৃত্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়ারা
385টি বাড়ি রয়েছে গ্রামে ৷ মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষে গ্রামবাসীরা ঠিক করেছিলেন প্রতিটি বাড়িকে সিঙ্গল ইউজ় প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে হবে ৷ পঞ্চায়েত সেক্রেটারি সন্দীপ মিশ্র জানান, "2 অক্টোবর কালেক্টর সাহেব এসেছিলেন ৷ গ্রামসভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে ৷ সেখানে উপস্থিত সবাই শপথ নিয়েছিলেন ৷ 80 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৷ সেই মতো কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ৷ "
আরও পড়ুন : একদিন তার প্লাস্টিকমুক্ত প্রচার সাফল্য আনবে, বিশ্বাস আস্থার
পলিব্যাগ বা প্লাস্টিক ব্যবহার হচ্ছে কি না গ্রামের প্রতিটি বাড়ি ও দোকানে নজরদারি চালাতে 10টি দল তৈরি করা হয়েছে ৷
আরও পড়ুন : বাড়িতে আবর্জনা পৃথকীকরণ; দিশা দেখাচ্ছে দেরাদুন
"বিশ্বে পরিবর্তন আনার আগে নিজের মধ্যে পরিবর্তন আনুন ", মহাত্মা গান্ধির এই বাণীকে মূলমন্ত্র করে স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্যপূরণে সফল সিন্দোড়া ৷
আরও পড়ুন : স্টিলের বাসনের ব্যাঙ্ক, প্লাস্টিকমুক্ত দেশ গড়তে ভিলাইয়ের যুবতি