মুম্বই, 5 জানুয়ারি : 2008 সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। ওই মামলায় আদালতে নিয়মিত হাজিরা থেকে অব্যাহতি পেলেন তিনি। মঙ্গলবার তাঁকে এই অব্যাহতি দেওয়া হয়েছে। তা দিয়েছে বিশেষ এনআইএ আদালত। এই মামলার তদন্তভার রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে। এই মামলায় সাতজন অভিযুক্ত। সেই তালিকায় অন্যতম নাম ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। সোমবার তিনি-সহ বাকি অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়েছিলেন।
শুনানিতে সাংসদের আইনজীবী একটি লিখিত আবেদন করেন আদালতের কাছে। প্রজ্ঞা সিং ঠাকুরের স্বাস্থ্য সংক্রান্ত ও নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে নিয়মিত আদালতে হাজিরা থেকে অব্যাহতি চাওয়া হয়। জানানো হয় যে প্রজ্ঞা সিং ঠাকুরের চিকিৎসা চলছে এইমসে। মুম্বইতে থাকাকালীন তাঁকে কোকিলাবেন হাসপাতালে কিছু পরীক্ষা করাতে হয়েছিল। পাশাপাশি ভোপালের বিজেপি সাংসদকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে এর আগে। তাই মধ্যপ্রদেশ সরকার তাঁকে 6 জন সশস্ত্র রক্ষী দিয়েছে। এই কথাও ওই আবেদনে জানানো হয়।
এই দুটি বিষয় ছাড়াও প্রজ্ঞা সিং ঠাকুর একজন সাংসদ। তাই তাঁকে নিজের সংসদীয় ক্ষেত্রে অনেক কাজ করতে হয়। সময় দিতে হয়। এই কথাও জানানো হয় আদালতে করা আবেদনে। তার পর সব দিক খতিয়ে দেখে বিশেষ এনআইএ আদাদালত ভোপালের সাংসদকে নিয়মিত আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেন। তবে যখন প্রয়োজন পড়বে, তখন আসতে হবে বলে আদালত জানিয়ে দিয়েছে।
এর আগে ডিসেম্বর দুটি শুনানিতে হাজির ছিলেন না বিজেপি সাংসদ। এই নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছিল। তার পর সোমবার আদালতে হাজির হন প্রজ্ঞা সিং ঠাকুর। তার পর তাঁর আইনজীবী মারফত এই আবেদন জানান।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী থাকাকালীন 6 মাসে 82 লাখ টাকা খরচ মুফতির
উল্লেখ্য, 2008 সালের 29 সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় 6 জন মারা যান। 100 জন আহত হন। মালেগাঁও উত্তর মহারাষ্ট্রের একটি শহর। যা মুম্বই থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত।