ETV Bharat / bharat

দুর্নীতির মূলে কে ? খাঁচায় ইঁদুর নিয়ে বিহার বিধান পরিষদে বিক্ষোভ - rajad legislative councillor subodh roy

দুর্নীতি মোকাবিলায় সরকারের ব্যর্থতাকে ব্যঙ্গ করে বিহারের বিধান পরিষদে অভিনব প্রতিবাদ । খাঁচার মধ্যে ইঁদুর নিয়ে প্রতিবাদ জানায় বিরোধীরা।

ছবি
ছবি
author img

By

Published : Mar 6, 2020, 7:24 PM IST

পটনা, 6 মার্চ : বিহারে যা দুর্নীতি, অপরাধ হচ্ছে সেই সমস্ত কিছুর মূল অপরাধী ইঁদুর । সরকারকে ব্যঙ্গ করে খাঁচার মধ্যে ইঁদুর নিয়ে এসে বিহার বিধান পরিষদের সামনে অভিনব প্রতিবাদ দেখাল বিরোধীরা । তাদের কথায়, এপর্যন্ত যত দুর্নীতি হয়েছে তার কোনও সুরাহা হয়নি । অপরাধীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি সরকার । এতদিন সরকার যা পারেনি, এবার তা করে দেখাবে বিরোধীরা । সরকারের এই ব্যর্থতাকে ব্যঙ্গ করেই প্রতিবাদে সামিল হলেন RJD-র কর্মী-সমর্থকরা ।

রাজদের বিধান পারিষদ সুবোধ রায় আজ একটি খাঁচার মধ্যে ইঁদুর নিয়ে হাজির হন । তারপরই সরকারের ব্যর্থতাকে কটাক্ষ করে প্রতিবাদ দেখান বিরোধী সদস্যরা । তাঁদের দাবি, বিহারে সরকারি ওষুধ কেলেঙ্কারি, চোরাই মদসহ একের পর এক দুর্নীতি হয়েছে । কিন্তু তার বিরুদ্ধে সেভাবে কোনও ব্যবস্থা নিতে পারেনি সরকার । অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে সমর্থ নয় পুলিশ-প্রশাসন । তাই রাজ্যের দুর্নীতি সাফ করতে এবার বিরোধীরা এগিয়ে এসেছে । নীতিশ কুমারের সরকারকে ব্যঙ্গ করে তাঁদের বক্তব্য, সব কিছু গোড়ায় রয়েছে এই ইঁদুর । তাই আজ তাকে বিধান পরিষদে ধরে আনা হয়েছে ।

image
ইঁদুরের খাঁচা হাতে রাজদের বিধান পারিষদ সুবোধ রায়

প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও উপস্থিত ছিলেন এই প্রতিবাদে । তিনি বলেন, "সরকার কাউকে ধরতে পারেনি । তাই সবকিছুর দোষী ইঁদুর । বিহারের বাঁধ ভাঙার ঘটনায় মূল দোষী এই ইঁদুর । থানায় জমা থাকা চোরাই মদও লুকিয়ে পান করে এই ইঁদুর । সরকারি ওষুধ কেলেঙ্কারিতেও যু্ক্ত এই ইঁদুর । আজ আমরা ওকে ধরে ফেলেছি । সরকারের কাছে আবেদন এই ইঁদুরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় ।"

পটনা, 6 মার্চ : বিহারে যা দুর্নীতি, অপরাধ হচ্ছে সেই সমস্ত কিছুর মূল অপরাধী ইঁদুর । সরকারকে ব্যঙ্গ করে খাঁচার মধ্যে ইঁদুর নিয়ে এসে বিহার বিধান পরিষদের সামনে অভিনব প্রতিবাদ দেখাল বিরোধীরা । তাদের কথায়, এপর্যন্ত যত দুর্নীতি হয়েছে তার কোনও সুরাহা হয়নি । অপরাধীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি সরকার । এতদিন সরকার যা পারেনি, এবার তা করে দেখাবে বিরোধীরা । সরকারের এই ব্যর্থতাকে ব্যঙ্গ করেই প্রতিবাদে সামিল হলেন RJD-র কর্মী-সমর্থকরা ।

রাজদের বিধান পারিষদ সুবোধ রায় আজ একটি খাঁচার মধ্যে ইঁদুর নিয়ে হাজির হন । তারপরই সরকারের ব্যর্থতাকে কটাক্ষ করে প্রতিবাদ দেখান বিরোধী সদস্যরা । তাঁদের দাবি, বিহারে সরকারি ওষুধ কেলেঙ্কারি, চোরাই মদসহ একের পর এক দুর্নীতি হয়েছে । কিন্তু তার বিরুদ্ধে সেভাবে কোনও ব্যবস্থা নিতে পারেনি সরকার । অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে সমর্থ নয় পুলিশ-প্রশাসন । তাই রাজ্যের দুর্নীতি সাফ করতে এবার বিরোধীরা এগিয়ে এসেছে । নীতিশ কুমারের সরকারকে ব্যঙ্গ করে তাঁদের বক্তব্য, সব কিছু গোড়ায় রয়েছে এই ইঁদুর । তাই আজ তাকে বিধান পরিষদে ধরে আনা হয়েছে ।

image
ইঁদুরের খাঁচা হাতে রাজদের বিধান পারিষদ সুবোধ রায়

প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও উপস্থিত ছিলেন এই প্রতিবাদে । তিনি বলেন, "সরকার কাউকে ধরতে পারেনি । তাই সবকিছুর দোষী ইঁদুর । বিহারের বাঁধ ভাঙার ঘটনায় মূল দোষী এই ইঁদুর । থানায় জমা থাকা চোরাই মদও লুকিয়ে পান করে এই ইঁদুর । সরকারি ওষুধ কেলেঙ্কারিতেও যু্ক্ত এই ইঁদুর । আজ আমরা ওকে ধরে ফেলেছি । সরকারের কাছে আবেদন এই ইঁদুরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.