ETV Bharat / bharat

তেলাঙ্গানায় 100 দিনের কাজে দুর্ঘটনা, মৃত 10

তেলেঙ্গানার নারায়াপেট জেলার একটি পাহাড়ে খননের কাজ করতে গিয়ে মৃত্যু হল 10 শ্রমিকের।

১০০ দিনের কাজে মৃত ১০ শ্রমিক
author img

By

Published : Apr 10, 2019, 1:20 PM IST

Updated : Apr 10, 2019, 3:25 PM IST

নারায়াপেট (তেলাঙ্গানা), 10 এপ্রিল : মাটির ঢিপিতে চাপা পড়ে মৃত্যু হল 10 শ্রমিকের। তাঁদের মধ্যে কয়েকজন মহিলা। তেলাঙ্গানার নারায়াপেট জেলার একটি গ্রামের ঘটনা। শ্রমিকরা যখন ওই এই ঢিপিতে মাটি কাটছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে নারায়াপেট জেলায় 100 দিনের কাজ চলছিল। সেই সময় শ্রমিকের উপর ওই মাটির ঢিপি ধসে পড়ে। এই ঘটনায় 10 জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে "দুর্ভাগ্যজনক" বলেছেন। তিনি উদ্ধারকাজ চালাতে ও আহতদের চিকিৎসার জন্য প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

নারায়াপেট (তেলাঙ্গানা), 10 এপ্রিল : মাটির ঢিপিতে চাপা পড়ে মৃত্যু হল 10 শ্রমিকের। তাঁদের মধ্যে কয়েকজন মহিলা। তেলাঙ্গানার নারায়াপেট জেলার একটি গ্রামের ঘটনা। শ্রমিকরা যখন ওই এই ঢিপিতে মাটি কাটছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে নারায়াপেট জেলায় 100 দিনের কাজ চলছিল। সেই সময় শ্রমিকের উপর ওই মাটির ঢিপি ধসে পড়ে। এই ঘটনায় 10 জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে "দুর্ভাগ্যজনক" বলেছেন। তিনি উদ্ধারকাজ চালাতে ও আহতদের চিকিৎসার জন্য প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

Banaskantha (Gujarat), Apr 10 (ANI): A massive fire broke out at an oil mill in Gujarat's Banaskantha on Wednesday. The incident happened in Chandisar area. Fire tenders reached the spot to douse the fire. No injuries have been reported.
Last Updated : Apr 10, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.