ETV Bharat / bharat

ছুটিহীন 18 দিনের বাদল অধিবেশন শুরু - লোকসভা

আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট 18 টি অধিবেশন হবে ৷ এই বাদল অধিবেশন চলাকালীন মোট 47 টি বিষয় গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে 45 টি বিল ও দু’টি অর্থসংক্রান্ত বিষয় রয়েছে ৷

Monsoon Session of Parliament
Monsoon Session of Parliament
author img

By

Published : Sep 14, 2020, 7:27 AM IST

Updated : Sep 14, 2020, 11:54 AM IST

দিল্লি , 14 সেপ্টেম্বর : সংসদের 18 দিনের বাদল অধিবেশন শুরু হল আজ থেকে ৷ 17 তম লোকসভার চতুর্থ অধিবেশন ও রাজ্যসভায় 252 তম এই অধিবেশন চলবে 1 অক্টোবর পর্যন্ত ৷ কোরোনা সংক্রমণের পর থেকে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে আজ ৷

এই অধিবেশনে কোনও ছুটির দিন থাকবে না ৷ অর্থাৎ শনি ও রবিবারও অধিবেশন হবে ৷ 18 দিনে মোট 18 টি অধিবেশন হবে ৷ এই বাদল অধিবেশন চলাকালীন মোট 47 টি বিষয় গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে 45 টি বিল ও দু’টি অর্থসংক্রান্ত বিষয় রয়েছে ৷

যেহেতু কোরোন ভাইরাসের মধ্যে এই প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে কোরোনা ভাইরাসের সমস্ত গাইডলাইন অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য সমস্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে । অধিবেশনে মন্ত্রীদের বসার জায়গার ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ করা হয়েছে ৷ যেমন শারীরিক দূরত্ব যাতে বজায় থাকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ মন্ত্রীদের উপস্থিতির রেকর্ড রাখার জন্য মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে ৷ তাছাড়া, পলি কার্বন শিট দিয়ে আসনগুলি পৃথক করা হয়েছে ৷ এই 18 দিন ক্যান্টিন থেকে মন্ত্রীদের প্যাকড ফুড দেওয়া হবে ৷ তাতে বিভিন্ন ধরনের জলখাবার থাকবে ৷ দুপুরের খাবারের ক্ষেত্রে চারটি ভাগ করা হয়েছে ৷ যেখানে নিরামিষ, আমিষ, দক্ষিণ ভারতীয় ও কম্বো মিল থাকবে ৷

আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন চলবে । প্রথম দিন লোকসভার অধিবেশন সকাল 9 টা থেকে দুপুর 1টা পর্যন্ত ৷ আর রাজ্যসভার অধিবেশন বসবে বিকেল 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত ৷ বাকি দিনগুলিতে রাজ্যসভায় কার্যক্রম চলবে সকাল 9 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত ৷ লোকসভা বৈঠকের সময় বিকেল 3 টা থেকে সন্ধে 7 টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ৷ উভয় কক্ষের অধিবেশনের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। কোনও ছুটির দিন থাকবে না ৷

দিল্লি , 14 সেপ্টেম্বর : সংসদের 18 দিনের বাদল অধিবেশন শুরু হল আজ থেকে ৷ 17 তম লোকসভার চতুর্থ অধিবেশন ও রাজ্যসভায় 252 তম এই অধিবেশন চলবে 1 অক্টোবর পর্যন্ত ৷ কোরোনা সংক্রমণের পর থেকে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে আজ ৷

এই অধিবেশনে কোনও ছুটির দিন থাকবে না ৷ অর্থাৎ শনি ও রবিবারও অধিবেশন হবে ৷ 18 দিনে মোট 18 টি অধিবেশন হবে ৷ এই বাদল অধিবেশন চলাকালীন মোট 47 টি বিষয় গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে 45 টি বিল ও দু’টি অর্থসংক্রান্ত বিষয় রয়েছে ৷

যেহেতু কোরোন ভাইরাসের মধ্যে এই প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে কোরোনা ভাইরাসের সমস্ত গাইডলাইন অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য সমস্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে । অধিবেশনে মন্ত্রীদের বসার জায়গার ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ করা হয়েছে ৷ যেমন শারীরিক দূরত্ব যাতে বজায় থাকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ মন্ত্রীদের উপস্থিতির রেকর্ড রাখার জন্য মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে ৷ তাছাড়া, পলি কার্বন শিট দিয়ে আসনগুলি পৃথক করা হয়েছে ৷ এই 18 দিন ক্যান্টিন থেকে মন্ত্রীদের প্যাকড ফুড দেওয়া হবে ৷ তাতে বিভিন্ন ধরনের জলখাবার থাকবে ৷ দুপুরের খাবারের ক্ষেত্রে চারটি ভাগ করা হয়েছে ৷ যেখানে নিরামিষ, আমিষ, দক্ষিণ ভারতীয় ও কম্বো মিল থাকবে ৷

আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন চলবে । প্রথম দিন লোকসভার অধিবেশন সকাল 9 টা থেকে দুপুর 1টা পর্যন্ত ৷ আর রাজ্যসভার অধিবেশন বসবে বিকেল 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত ৷ বাকি দিনগুলিতে রাজ্যসভায় কার্যক্রম চলবে সকাল 9 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত ৷ লোকসভা বৈঠকের সময় বিকেল 3 টা থেকে সন্ধে 7 টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ৷ উভয় কক্ষের অধিবেশনের জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। কোনও ছুটির দিন থাকবে না ৷

Last Updated : Sep 14, 2020, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.