ETV Bharat / bharat

নাগরিকত্ব বিল নিয়ে বিক্ষোভের মধ্যেই উত্তর-পূর্ব ভারতে প্রধানমন্ত্রী - arunachal pradesh

আজ উত্তর-পূর্ব ভারতের তিনরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। যাবেন অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায়। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুমুল বিক্ষোভ চলছে। সেই পরিপ্রেক্ষিতে মোদির আজকের উত্তর-পূর্ব সফর তাৎপর্যপূর্ণ।

ইটানগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 9, 2019, 1:38 PM IST

ইটানগর, ৯ ফেব্রুয়ারি : আজ উত্তর-পূর্ব ভারতের তিনরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। আজ সকাল থেকে সভা করবেন অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায়। এই তিন রাজ্যেই ক্ষমতায় রয়েছে BJP। অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা নরেন্দ্র মোদির। পাশাপাশি জনসভায় বক্তৃতা রাখার কথা তাঁর।

উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুমুল বিক্ষোভ চলছে। বিরোধীদের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে BJP নেতৃত্বাধীন NDA সরকার এই বিল এনেছে। অসম, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে এখন এই বিল নিয়ে বিক্ষোভ চলছে। ইতিমধ্যে লোকসভায় বিলটি পাশ হয়েছে। এরপর রাজ্যসভায় অনুমোদনের জন্য বিলটি পেশ করা হবে। সেই পরিপ্রেক্ষিতে মোদির আজকের উত্তর-পূর্ব সফর তাৎপর্যপূর্ণ।

আজ সফরের শুরুতেই অরুণাচলপ্রদেশে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পারুম পারে জেলার হলঙ্গিতে গ্রিনফিল্ড বিমানবন্দরের শিলান্যাস করেছেন। তাছাড়া, তেজ়ুতেও একটি বিমানবন্দরের শিলান্যাস করেছেন তিনি। উদ্বোধন করেন অরুণাচল প্রদেশের নিজস্ব দূরদর্শন চ্যানেল অরুণ প্রভার। রিমোটের মাধ্যমে উদ্বোধন করেন ৫০টি স্বাস্থকেন্দ্রের।

এরপর অসমের গুয়াহাটিতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর AIIMS-এর উদ্বোধন করার কথা। পাশাপাশি চাংসারিতে একটি জনসভাতেও যোগ দেওয়ার কথা তাঁর। তাছাড়া গুয়াহাটিতে নরেন্দ্র মোদি শিলান্যাস করবেন ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রিজের। বিকেলে ত্রিপুরাতে পৌঁছানোর কথা মোদির।

undefined

ইটানগর, ৯ ফেব্রুয়ারি : আজ উত্তর-পূর্ব ভারতের তিনরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। আজ সকাল থেকে সভা করবেন অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায়। এই তিন রাজ্যেই ক্ষমতায় রয়েছে BJP। অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা নরেন্দ্র মোদির। পাশাপাশি জনসভায় বক্তৃতা রাখার কথা তাঁর।

উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুমুল বিক্ষোভ চলছে। বিরোধীদের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে BJP নেতৃত্বাধীন NDA সরকার এই বিল এনেছে। অসম, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে এখন এই বিল নিয়ে বিক্ষোভ চলছে। ইতিমধ্যে লোকসভায় বিলটি পাশ হয়েছে। এরপর রাজ্যসভায় অনুমোদনের জন্য বিলটি পেশ করা হবে। সেই পরিপ্রেক্ষিতে মোদির আজকের উত্তর-পূর্ব সফর তাৎপর্যপূর্ণ।

আজ সফরের শুরুতেই অরুণাচলপ্রদেশে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পারুম পারে জেলার হলঙ্গিতে গ্রিনফিল্ড বিমানবন্দরের শিলান্যাস করেছেন। তাছাড়া, তেজ়ুতেও একটি বিমানবন্দরের শিলান্যাস করেছেন তিনি। উদ্বোধন করেন অরুণাচল প্রদেশের নিজস্ব দূরদর্শন চ্যানেল অরুণ প্রভার। রিমোটের মাধ্যমে উদ্বোধন করেন ৫০টি স্বাস্থকেন্দ্রের।

এরপর অসমের গুয়াহাটিতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর AIIMS-এর উদ্বোধন করার কথা। পাশাপাশি চাংসারিতে একটি জনসভাতেও যোগ দেওয়ার কথা তাঁর। তাছাড়া গুয়াহাটিতে নরেন্দ্র মোদি শিলান্যাস করবেন ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রিজের। বিকেলে ত্রিপুরাতে পৌঁছানোর কথা মোদির।

undefined

Itanagar (Arunachal Pradesh), Feb 09 (ANI): People greeted Prime Minister Narendra Modi in Arunachal Pradesh's Itanagar. PM Modi arrived in Itanagar on Saturday. PM Modi is also scheduled to visit Tripura today.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.