ETV Bharat / bharat

ফের বিহারে প্রধানমন্ত্রী, 200 জায়গায় করবেন ডিজিটাল জনসভা - ফের বিহারে নরেন্দ্র মোদি , আরারিয়া ও সাহারসাতে করবেন ডিজিটাল জনসভা

আজ বিহারের আরারিয়া ও সাহারসাতে দুটি নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী ৷ প্রথম সভাটি শুরু হবে সকাল 9 টা 30 মিনিটে ফরবিসগঞ্জে হাওয়াই আড্ডা ময়দানে ৷ দ্বিতীয় সভাটি শুরু হবে সকাল 11 টা 30 মিনিটে সাহারসার প্যাটেল ময়দানে ৷

Modi to be back in Bihar today
ফের বিহারে নরেন্দ্র মোদি , আরারিয়া ও সাহারসাতে করবেন ডিজিটাল জনসভা
author img

By

Published : Nov 3, 2020, 10:31 AM IST

দিল্লি, 3 নভেম্বর : আজ ফের বিহারে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডিজিটালি 200 জায়গায় হবে এই নির্বাচনী জনসভা ৷

আজ বিহারের আরারিয়া ও সাহারসায় দু'টি নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী ৷ আরারিয়ায় ফরবিসগঞ্জে হাওয়াই আড্ডা ময়দানে হওয়ার কথা এই সভার ৷

দ্বিতীয় সভাটি শুরু হবে সকাল 11 টা 30 মিনিটে সাহারসার প্যাটেল ময়দানে ৷ এই দুই জায়গা থেকে জনসভার ডিজিটাল লাইভ সম্প্রচার করা হবে বিহারের অন্য 200 টি জায়গায় ৷ নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য 200 টি জায়গায় বড় ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে ৷

আজ বিহারের দ্বিতীয় দফার নির্বাচন ৷ বিহারের 17 টি জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ মোট 94 টি আসনে ভোটগ্রহণ চলছে ৷

দিল্লি, 3 নভেম্বর : আজ ফের বিহারে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডিজিটালি 200 জায়গায় হবে এই নির্বাচনী জনসভা ৷

আজ বিহারের আরারিয়া ও সাহারসায় দু'টি নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী ৷ আরারিয়ায় ফরবিসগঞ্জে হাওয়াই আড্ডা ময়দানে হওয়ার কথা এই সভার ৷

দ্বিতীয় সভাটি শুরু হবে সকাল 11 টা 30 মিনিটে সাহারসার প্যাটেল ময়দানে ৷ এই দুই জায়গা থেকে জনসভার ডিজিটাল লাইভ সম্প্রচার করা হবে বিহারের অন্য 200 টি জায়গায় ৷ নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য 200 টি জায়গায় বড় ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে ৷

আজ বিহারের দ্বিতীয় দফার নির্বাচন ৷ বিহারের 17 টি জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ মোট 94 টি আসনে ভোটগ্রহণ চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.