দিল্লি, 3 নভেম্বর : আজ ফের বিহারে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডিজিটালি 200 জায়গায় হবে এই নির্বাচনী জনসভা ৷
আজ বিহারের আরারিয়া ও সাহারসায় দু'টি নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী ৷ আরারিয়ায় ফরবিসগঞ্জে হাওয়াই আড্ডা ময়দানে হওয়ার কথা এই সভার ৷
দ্বিতীয় সভাটি শুরু হবে সকাল 11 টা 30 মিনিটে সাহারসার প্যাটেল ময়দানে ৷ এই দুই জায়গা থেকে জনসভার ডিজিটাল লাইভ সম্প্রচার করা হবে বিহারের অন্য 200 টি জায়গায় ৷ নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য 200 টি জায়গায় বড় ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে ৷
আজ বিহারের দ্বিতীয় দফার নির্বাচন ৷ বিহারের 17 টি জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ মোট 94 টি আসনে ভোটগ্রহণ চলছে ৷