দিল্লি, 10 ফেব্রুয়ারি : ফের স্বামী বিবেকানন্দের নাম উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের জবাবি বক্তৃতা করেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তিনি স্বামীজির নাম উল্লেখ করেন৷ স্বামীজির দেওয়া একটি বাণীও পড়ে শোনান নরেন্দ্র মোদি৷
তিনি বলেন, ‘‘আজ যখন আমরা ভারতের কথা বলি, তখন স্বাভাবিক ভাবে স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন, তা আমি অবশ্যই স্মরণ করতে চাইব৷ প্রতিটি দেশের কাছে একটা বার্তা থাকে৷ যা সেই দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে হয়৷ প্রতিটি দেশের একটি লক্ষ্য থাকে, যা সফল করতে হয়৷ প্রত্যেক দেশেরই একটা ভাগ্য থাকে, যা পূরণ অবশ্যই হয়৷’’
গত এক বছরে কোরোনা কালে ভারত যেভাবে লড়াই করেছে এবং অন্য দেশের পাশে দাঁড়িয়েছেন, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এদিন স্বামীজির বলে যাওয়া বাণী উল্লেখ করেছেন৷ পরে বক্তৃতার মাঝে অন্য একটি প্রসঙ্গেও প্রধানমন্ত্রী রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উল্লেখ করেন৷
গত কয়েক মাসে একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের নাম করেছেন বারবার৷ রবি ঠাকুরের একাধিক কবিতার লাইনও নিজের ভাষণে উদ্ধৃত করেছেন তিনি৷ এই নিয়ে অনেক বিতর্কও হয়েছে৷ তাঁর উচ্চারণের সমালোচনা করেছে বিরোধী তৃণমূল কংগ্রেস-সহ অনেকে৷ কিন্তু তিনি থেমে যাননি৷ বরং বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রবি ঠাকুরকে উদ্ধৃত করেছেন৷
আরও পড়ুন : কৃষি আইন নিয়ে বিক্ষোভ, মোদির ভাষণ চলাকালীন কংগ্রেসের ওয়াক আউট
রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন৷ ওই নির্বাচনে জয়কে পাখির চোখ করেছে বিজেপি৷ সেই কারণে বাঙালির প্রতিটি আবেগের জায়গা ছুঁয়ে যেতে চায় তারা৷ সেই কারণেই প্রধানমন্ত্রী থেকে বিজেপির অন্য নেতারা বাংলার স্মরণীয় ব্যক্তিদের কথা বারবার বিভিন্ন সময় উল্লেখ করছেন৷ এদিনও তেমনটাই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷