ETV Bharat / bharat

কোরোনা পরবর্তী বিশ্বে পথ চলতে মোদি-পুতিন কথা - দ্বিপাক্ষিক জোট

কোরোনা পরবর্তী বিশ্ব এবং সেক্ষেত্রে ভারত ও রাশিয়ার জোটবদ্ধ পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে টেলিফোনে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভ্লামিদির পুতিন । ভারত এবং রাশিয়ার পার্টনারশিপকে আরও মজবুত করার বিষয়ও উঠে আসে তাঁদের আলোচনায় ।

modi
modi
author img

By

Published : Jul 2, 2020, 8:44 PM IST

দিল্লি, 2 জুলাই : দ্বিপাক্ষিক বিভিন্ন ইশু এবং COVID-19 পরবর্তী বিশ্ব নিয়ে আজ টেলিফোনে আলোচনা করেন নরেন্দ্র মোদি এবংভ্লাদিমির পুতিন । রাশিয়া এবং ভারতের বিশেষ অংশীদারিত্বকে আরও মজবুত করার বিষয়েওএই ফোনকলে তাঁদের আলোচনা হয় ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে উদযাপনেরশুভেচ্ছা জানাতে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয়বিশ্বযুদ্ধে জয়ের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে 24জুন মসকোতে মার্চ করেছিল ভারতীয় সেনা। দুই দেশের পারস্পরিক সম্পর্কের এক প্রতীকী ছিল ভারতের ওই অংশগ্রহণ । উপস্থিতছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ।

COVID-19 প্যানডেমিকে বিশ্বব্যাপী যে প্রভাব পড়েছে, সেই বিষয়ে আজ মোদি এবং পুতিনের মধ্যেআলোচনা হয় । এবং সেই প্রভাবের মোকাবিলায় জোটবদ্ধভাবে রাশিয়া এবং ভারত কী কীপদক্ষেপ করেছে সেই প্রসঙ্গও বিশেষভাবে উঠে আসে তাঁদের আলোচনায় । COVID-19 পরবর্তী বিশ্বে দুই দেশের একসঙ্গে বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়াকতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে সম্মতি প্রকাশ করেন তাঁরা ।

বিশ্বে সর্বাধিক কোরোনা আক্রান্ত দেশগুলির তালিকায় রয়েছে ভারত এবংরাশিয়া । তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া ।স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোরোনা সংক্রমিতেরসংখ্যা 6,04,641 । তাঁদের মধ্যে 2,26,947জন সক্রিয় কোরোনা সংক্রমিত রয়েছেন । এখনও পর্যন্ত নয় মিলিয়নেরওবেশি সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দিল্লি, 2 জুলাই : দ্বিপাক্ষিক বিভিন্ন ইশু এবং COVID-19 পরবর্তী বিশ্ব নিয়ে আজ টেলিফোনে আলোচনা করেন নরেন্দ্র মোদি এবংভ্লাদিমির পুতিন । রাশিয়া এবং ভারতের বিশেষ অংশীদারিত্বকে আরও মজবুত করার বিষয়েওএই ফোনকলে তাঁদের আলোচনা হয় ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে উদযাপনেরশুভেচ্ছা জানাতে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী । দ্বিতীয়বিশ্বযুদ্ধে জয়ের 75 তম বর্ষপূর্তি উপলক্ষে 24জুন মসকোতে মার্চ করেছিল ভারতীয় সেনা। দুই দেশের পারস্পরিক সম্পর্কের এক প্রতীকী ছিল ভারতের ওই অংশগ্রহণ । উপস্থিতছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ।

COVID-19 প্যানডেমিকে বিশ্বব্যাপী যে প্রভাব পড়েছে, সেই বিষয়ে আজ মোদি এবং পুতিনের মধ্যেআলোচনা হয় । এবং সেই প্রভাবের মোকাবিলায় জোটবদ্ধভাবে রাশিয়া এবং ভারত কী কীপদক্ষেপ করেছে সেই প্রসঙ্গও বিশেষভাবে উঠে আসে তাঁদের আলোচনায় । COVID-19 পরবর্তী বিশ্বে দুই দেশের একসঙ্গে বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়াকতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে সম্মতি প্রকাশ করেন তাঁরা ।

বিশ্বে সর্বাধিক কোরোনা আক্রান্ত দেশগুলির তালিকায় রয়েছে ভারত এবংরাশিয়া । তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া ।স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোরোনা সংক্রমিতেরসংখ্যা 6,04,641 । তাঁদের মধ্যে 2,26,947জন সক্রিয় কোরোনা সংক্রমিত রয়েছেন । এখনও পর্যন্ত নয় মিলিয়নেরওবেশি সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.