ETV Bharat / bharat

নারী সুরক্ষায় ইতিবাচক হতে হবে পুলিশের ভাবমূর্তি, বার্তা মোদির

হায়দরাবাদ থেকে শুরু করে উন্নাও ৷ একের পর এক নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশের পুলিশ ব্যবস্থা সম্পর্কে এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল ৷  প্রধানমন্ত্রী সম্মেলনে বিশেষভাবে উল্লেখ করেন জম্মু-কাশ্মীর ও উত্তর প্রদেশ পুলিশের ভূমিকার ৷ সংবিধান থেকে 370 ধারার অবলুপ্তি এবং অযোধ্যার ঐতিহাসিক রায়ের পরে দেশে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, সেজন্য ওই দুই রাজ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনী যে কাজ করেছে, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷

narendra modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
author img

By

Published : Dec 9, 2019, 12:12 AM IST

দিল্লি, 8 ডিসেম্বর : নারীদের সুরক্ষায় পুলিশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েও আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী ৷ উন্নাওয়ে নির্যাতিতার মৃত্যুর পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পুলিশি ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন । তিনি বলেন, "সাধারণ মানুষের বিশেষত মহিলা ও অপ্রাপ্তবয়স্কদের আইনের উপর আস্থা ফেরাতে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি থাকা আবশ্যক ৷" আজ পুণেতে DGP ও IGP-দের এক সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী ৷

হায়দরাবাদ থেকে শুরু করে উন্নাও ৷ একের পর এক নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশের পুলিশ ব্যবস্থা সম্পর্কে এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল ৷ প্রধানমন্ত্রী সম্মেলনে বিশেষভাবে উল্লেখ করেন জম্মু-কাশ্মীর ও উত্তর প্রদেশ পুলিশের ভূমিকার ৷ সংবিধান থেকে 370 ধারার অবলুপ্তি এবং অযোধ্যার ঐতিহাসিক রায়ের পরে দেশে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, সেজন্য ওই দুই রাজ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনী যে কাজ করেছে, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ এর আগে দুই দিনের এই সম্মেলনের উদ্বোধনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে আরও জোরদার করেতে IPC ও CrPC সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আনার কথাও বলেছেন ৷

আরও পড়ুন : দেশের উল্লেখযোগ্য কয়েকটি এনকাউন্টার

প্রধানমন্ত্রী ভাবমূর্তি ফেরানোর নির্দেশ দেন বিভিন্ন রাজ্য থেকে আসা পুলিশ প্রধানদের ৷ এজন্য প্রতিটি রাজ্যে পুলিশ যে সমস্ত ইতিবাচক কাজকর্ম করেছে তার তালিকা প্রস্তুত করে সেগুলি অন্য রাজ্যগুলিতেও রূপায়ণ করার কথা বলেন তিনি ৷ প্রসঙ্গত, হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্ত নিহত হয় পুলিশের এনকাউন্টারে ৷ সেই ঘটনায় দেশ জুড়ে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল ৷ কেউ সেলাম ঠুকেছে পুলিশকে ৷ কেউ আবার কাঠগড়ায় তুলেছে পুলিশি ব্যবস্থাকেই ৷ ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের পুলিশ প্রধানদের প্রতি প্রধানমন্ত্রীর আজকের এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

দিল্লি, 8 ডিসেম্বর : নারীদের সুরক্ষায় পুলিশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েও আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী ৷ উন্নাওয়ে নির্যাতিতার মৃত্যুর পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পুলিশি ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন । তিনি বলেন, "সাধারণ মানুষের বিশেষত মহিলা ও অপ্রাপ্তবয়স্কদের আইনের উপর আস্থা ফেরাতে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি থাকা আবশ্যক ৷" আজ পুণেতে DGP ও IGP-দের এক সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী ৷

হায়দরাবাদ থেকে শুরু করে উন্নাও ৷ একের পর এক নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশের পুলিশ ব্যবস্থা সম্পর্কে এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল ৷ প্রধানমন্ত্রী সম্মেলনে বিশেষভাবে উল্লেখ করেন জম্মু-কাশ্মীর ও উত্তর প্রদেশ পুলিশের ভূমিকার ৷ সংবিধান থেকে 370 ধারার অবলুপ্তি এবং অযোধ্যার ঐতিহাসিক রায়ের পরে দেশে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, সেজন্য ওই দুই রাজ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনী যে কাজ করেছে, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ এর আগে দুই দিনের এই সম্মেলনের উদ্বোধনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে আরও জোরদার করেতে IPC ও CrPC সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আনার কথাও বলেছেন ৷

আরও পড়ুন : দেশের উল্লেখযোগ্য কয়েকটি এনকাউন্টার

প্রধানমন্ত্রী ভাবমূর্তি ফেরানোর নির্দেশ দেন বিভিন্ন রাজ্য থেকে আসা পুলিশ প্রধানদের ৷ এজন্য প্রতিটি রাজ্যে পুলিশ যে সমস্ত ইতিবাচক কাজকর্ম করেছে তার তালিকা প্রস্তুত করে সেগুলি অন্য রাজ্যগুলিতেও রূপায়ণ করার কথা বলেন তিনি ৷ প্রসঙ্গত, হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্ত নিহত হয় পুলিশের এনকাউন্টারে ৷ সেই ঘটনায় দেশ জুড়ে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল ৷ কেউ সেলাম ঠুকেছে পুলিশকে ৷ কেউ আবার কাঠগড়ায় তুলেছে পুলিশি ব্যবস্থাকেই ৷ ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের পুলিশ প্রধানদের প্রতি প্রধানমন্ত্রীর আজকের এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

New Delhi, Dec 08 (ANI): Union Minister of State for Health and Family Welfare Ashwini Choubey met the Delhi fire injured at LNJP hospital on Dec 08. A fire had broken out in a factory at Anaj Mandi and more than 50 people received severe injuries. At least 43 people succumbed to injuries in the incident. Speaking to ANI regarding incident, MoS Choubey said, "It is heartbreaking and a very sad incident. All those who injured, belong to labour class and are mostly from Bihar. It is more miserable that even children also work in this factory." He further said, "The way the illegal factory was operating is already questionable and even the children were also working in it. No proper facility was given to those who were working in this factory. It was a live example of exploitation of factory workers."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.