দিল্লি, 8 ডিসেম্বর : নারীদের সুরক্ষায় পুলিশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েও আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী ৷ উন্নাওয়ে নির্যাতিতার মৃত্যুর পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পুলিশি ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন । তিনি বলেন, "সাধারণ মানুষের বিশেষত মহিলা ও অপ্রাপ্তবয়স্কদের আইনের উপর আস্থা ফেরাতে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি থাকা আবশ্যক ৷" আজ পুণেতে DGP ও IGP-দের এক সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী ৷
হায়দরাবাদ থেকে শুরু করে উন্নাও ৷ একের পর এক নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশের পুলিশ ব্যবস্থা সম্পর্কে এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল ৷ প্রধানমন্ত্রী সম্মেলনে বিশেষভাবে উল্লেখ করেন জম্মু-কাশ্মীর ও উত্তর প্রদেশ পুলিশের ভূমিকার ৷ সংবিধান থেকে 370 ধারার অবলুপ্তি এবং অযোধ্যার ঐতিহাসিক রায়ের পরে দেশে আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, সেজন্য ওই দুই রাজ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনী যে কাজ করেছে, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ এর আগে দুই দিনের এই সম্মেলনের উদ্বোধনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে আরও জোরদার করেতে IPC ও CrPC সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আনার কথাও বলেছেন ৷
আরও পড়ুন : দেশের উল্লেখযোগ্য কয়েকটি এনকাউন্টার
প্রধানমন্ত্রী ভাবমূর্তি ফেরানোর নির্দেশ দেন বিভিন্ন রাজ্য থেকে আসা পুলিশ প্রধানদের ৷ এজন্য প্রতিটি রাজ্যে পুলিশ যে সমস্ত ইতিবাচক কাজকর্ম করেছে তার তালিকা প্রস্তুত করে সেগুলি অন্য রাজ্যগুলিতেও রূপায়ণ করার কথা বলেন তিনি ৷ প্রসঙ্গত, হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্ত নিহত হয় পুলিশের এনকাউন্টারে ৷ সেই ঘটনায় দেশ জুড়ে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল ৷ কেউ সেলাম ঠুকেছে পুলিশকে ৷ কেউ আবার কাঠগড়ায় তুলেছে পুলিশি ব্যবস্থাকেই ৷ ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের পুলিশ প্রধানদের প্রতি প্রধানমন্ত্রীর আজকের এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷